নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঙাল মামার বলোগ

একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই

কাঙাল মামা

....:: রাজাকার মুক্ত ব্লগ চাই :::.... আমি খুব সাধারন এক মানুষ। ৩ বছর ধরে Electronics And Electrical Engineering এ গ্রাজুয়েশন করার চেষ্টা করতেছি...আরো ১ বছর বাকি.. আমি ও পজেটিভ....রক্ত লাগলে আওয়াজ দিবেন.. গান আর রক্তের ব্যাপারে কোনো সাহায্য লাগলে কাঙাল মামা ছাড়া আর কারো কাছে যাবেন না!!! আমি যা ভাববো তাই লিখবো। আমার সাথে ভালো থেকে নিজের ভালো থাকা নিশ্চিত করবেন। জীবনে এতটা ঘৃণা আর কাউকে করি না যতটা রাজাকার আর শিবিরদের করি। ব্লগটাকে ভালো লাগে, তাই লিখে যাই। প্রথম আলোর নিকটা আমারই।কিন্তু ওখানে কোনো লেখা লিখবো না।ঐটা শুধুমাত্র "চর দখল" টাইপের রেজিস্ট্রেশন।

কাঙাল মামা › বিস্তারিত পোস্টঃ

৫০০ টাকার ইন্টারনেট "SMILE" এর কথা (আমি ভুক্তভোগীX()

১০ ই জুন, ২০০৮ দুপুর ১:০৪

শুধুমাত্র বিগ্গাপন দেখে নয়, SMILE এর অফিসে গিয়ে ৫০০ টাকার নেট ব্রাউজ করে, আরো অনেক ব্যাপারে নিশ্চিত হয়ে ডায়াল আপ ছেড়ে ব্রডব্যান্ড নিছিলাম।



৮/১০ KB/s দিয়ে ডাউনলোড দিতাম। ফেসবুক এর হোম পেজ আসতো ৫ সেকেন্ডে। নিজেকে মনে হত বিল গেটস:D



হায়রে বাংলাদেশ! আমারে এমনে মুলা দেখাইলি? একমাস হইছে SMILE ইউজ করি। গত ১৫ দিন ধরে গুগলের হোম পেজ আসতে ৭/৮ সেকেন্ড লাগায়। ডাউনলোড স্পিড দেখায় ১/২ KB/s।



ফোন দিছিলাম। যখনই ফোন দেই, বলে সার্ভার আপডেট হচ্ছে।আপডেট আপডেট আর আপডেট....



এত আপডেটের ফল কি? কিছুখন পর পর লাইন কেটে যায়।গুগলে "angelina jolie" লিখে সার্চ বাটনে টিপি দেই...ওকি!!!...কোথায় angelina-র রংচংগে ফটুক আইবো তা না, আসে এরর পেজ!:((



মন মেজাজ খারাপ হইয়া আছে। এমনে হইলে কেমনে বলগামু? তারচেয়ে তো ডায়াল আপ ভালা ছিলো।



তারপরও...মাঝে মাঝে বিল গেটস হইতে মন চায় :|

মন্তব্য ৭০ টি রেটিং +১১/-১

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০০৮ দুপুর ১:০৮

মদন বলেছেন: খাইছে!
আমিতো ভাবছিলাম তাগো লাইন নিমু :(

১০ ই জুন, ২০০৮ দুপুর ১:১৭

কাঙাল মামা বলেছেন: আমিও আগে অনেকজনরে কইছি এদের লাইন নিতে। এখন আবার মানা করতেছি :|

২| ১০ ই জুন, ২০০৮ দুপুর ১:০৮

মিলটন বলেছেন: বাচাইলেন ভাই। আমি তো যাইতে লাগছিলাম।

১০ ই জুন, ২০০৮ দুপুর ১:৩৬

কাঙাল মামা বলেছেন: আপনাকেও তো নিতে বলেছিলাম।এখন মানা করতেছি। লাইন নিলে নিজ দায়িত্তে নিবেন B-)

৩| ১০ ই জুন, ২০০৮ দুপুর ১:১১

বহুরূপী মহাজন বলেছেন: মাঝে মাঝে আপডেট জানাবেন। আমার এলাকার ব্রডব্যান্ডের অবস্থা শোচনীয়। ভাবছি স্মাইলে সুইচ করবো। তবে ওরা বলছে আমাদের ওখানে আসতে কিছু সময় লাগবে। অপেক্ষায় আছি।

সাধারণত পারফর্মেন্স কেমন থাকে কানেকশনের? কতদিন ধরে সমস্যা এবং আপনার নিরপেক্ষ মূল্যায়ন পেলে ভালো হতো।

১০ ই জুন, ২০০৮ দুপুর ১:৪৫

কাঙাল মামা বলেছেন: সাধারনত ভালো থাকে। ভালো মানে ওরা যতটা বলছিলো(৮/১০ KB/s) ততটা ভালো না। তবে মেজাজ খারাপ হয় যখন কাজের সময় লাইন থাকে না।

এই মাত্র আমি ৩.১ KB/s পাইতেছি। (DU meter দিয়ে দেখা)

হতে পারে এটা আমার এলাকার সমস্যা।(নবাব সিরাজউদ্দৌলা এর মতে)। আপনার এলাকায় সমস্যা নাও হতে পারে।

আমি রামপুরায় থাকি। আমার পরিচিত আরো ৩ জনের একই সমস্যা। যখন নেট থাকে তখন মোটামুটি ভালো স্পিড থাকে। আর যখন থাকেনা.....

৪| ১০ ই জুন, ২০০৮ দুপুর ১:১২

টাকাআনাপাই বলেছেন: আমার লাইনটা এরকম সমস্যা করছে ফোন করলে এককদিন এক রকম তথ্য দেয়। চেয়ে ছিলাম আমি লাইন পরিবর্তন করে SMILE নিমু। হায় হায়....

১০ ই জুন, ২০০৮ দুপুর ১:৩৮

কাঙাল মামা বলেছেন: সব এক, সব এক। তবে একবার নিজ দায়িত্তে লাইন নিয়ে দেখতে পারেন :P

৫| ১০ ই জুন, ২০০৮ দুপুর ১:১৭

নবাব সিরাজউদ্দৌলা বলেছেন:
এইটা আপনাদের এলাকার সমস্যা হইতে পারে।
আমার ঠিকই আছে।

১০ ই জুন, ২০০৮ দুপুর ১:৪৮

কাঙাল মামা বলেছেন: হইতে পারে। আমি রামপুরায় থাকি। আমার পরিচিত আরো ৩ জনের একই সমস্যা। যখন নেট থাকে তখন মোটামুটি ভালো স্পিড থাকে। আর যখন থাকেনা.....

৬| ১০ ই জুন, ২০০৮ দুপুর ১:৫৫

ত্রিভুজ বলেছেন:

দীর্ঘদিন ধরে গ্রামীনের ভূয়া সার্ভিস নিচ্ছি। এদের সার্ভার পুরো বছরই আপডেট হয়... পাবলিক রে যতরকম নয় ছয় বুঝ দেয়া সম্ভব দিতে দেরী করে না। একবার বিরক্ত হয়ে বলেছিলাম ভাই আমি আইটি লাইনের লোক.. আমারে নয় ছয় বুঝ না দিলে হয় না?

... বিরক্ত হতে হতে এখন বিরক্ত হতেও বিরক্ত লাগে! গ্রামীন সুপার ভূয়া! একটা পোস্ট দেখতে পারেন এবিষয়ক- Click This Link

১০ ই জুন, ২০০৮ দুপুর ২:২০

কাঙাল মামা বলেছেন: এই লেখা আরো আগেই পড়েছিলাম। সব নেট কম্পানি গুলা প্রথম ১/২ মাস ভালো থাকে।এরপর কেনো জানি বাটপারি শুরু কোরে :(

৭| ১০ ই জুন, ২০০৮ দুপুর ১:৫৭

সাঈফ শেরিফ বলেছেন: মোহাম্মদপুর-লালমাটিয়ায় স্মাইল ভাল সেবা দিচ্ছে শুনেছি, যদিও আমি ব্র্যাক নেটের গ্রাহক

১০ ই জুন, ২০০৮ দুপুর ২:২৬

কাঙাল মামা বলেছেন: তাহলে তো মনে হ্য় এটা জাতীয় সমস্যা না, এলাকার সমস্যা।

৮| ১০ ই জুন, ২০০৮ দুপুর ২:০১

বলরাম পোদ্দার বলেছেন: মিরপুরে কেউ আছেন এই লাইন নিয়েছেন।

৯| ১০ ই জুন, ২০০৮ দুপুর ২:০৯

ত্রিভুজ বলেছেন: স্মাইল বিষয়ক একটি পোস্ট-
Click This Link

আসলে ভাই বাংলাদেশে সবই ভূয়া... গ্রামীনের নেট ভূয়া.. ব্রডব্যান্ডগুলো ভূয়া.... কোনটা ভাল সেটাই গবেষণার বিষয়!

১০ ই জুন, ২০০৮ দুপুর ২:৩১

কাঙাল মামা বলেছেন: আর ভালা লাগে না এসব। নেট এর উপর আমি বিরক্ত।

এই পোস্ট টা আগে পড়ছি।

১০| ১০ ই জুন, ২০০৮ দুপুর ২:৩০

মামু বলেছেন: বিডি কমের লাইন ভূলেও নিয়েনা না,
বাপের ট্যাকা ণষ্ট আপনার মনে হইব কষ্ট।

১০ ই জুন, ২০০৮ দুপুর ২:৩৫

কাঙাল মামা বলেছেন: আর কারো লাইন নিমু না। সবই তো এক। বেহুদা কানেকশন ফি দেয়া লাগবো

১১| ১০ ই জুন, ২০০৮ দুপুর ২:৩২

মামু বলেছেন: বিটিটবি নাকি সাবমেরিন লাইনের দাম ২৫% কমাছে, এবং তার জন্য আইএসপি এসোসিয়েশন ও সিদ্বান্ত নিচে তারাও ২৫% দাম কমাইব?

আইসপি কবে তেকে কমাইব হেইডা কি কইতে পারেন?

১০ ই জুন, ২০০৮ দুপুর ২:৪৪

কাঙাল মামা বলেছেন: আমি জানি না। ত্রিভুজরে জিগাতে পারেন।

সরকার তো গ্যাস না তেলের দাম একবার কমাইছিলো। তাতে কি গাড়ি ভাড়া কমছে?

নেটের এই লোকগুলা যে টাইপের ব্যাবসায়ী , এরা কখনই দাম কমাইবো না। হ্য়তো আইএসপি এসোসিয়েশন কমাইবো, কিন্তু ঘরের সামনের লোকগুলা কমাইবো না।

১২| ১০ ই জুন, ২০০৮ দুপুর ২:৩৯

শিবলী বলেছেন: কোন লাইন নিব ভাই???? এত টাকা কই?
নিজেই কি লাইনে ঢুকে যব??????

১০ ই জুন, ২০০৮ দুপুর ২:৪৮

কাঙাল মামা বলেছেন: নিজেই যদি লাইনে ঢুকতে পারেন (মানে নেট প্রোভাইডারের অফিসে যদি চাকরি নিতে পারেন) তাইলে কিন্তু আপনি দেশের রাজা হইয়া যাবেন।

১৩| ১০ ই জুন, ২০০৮ দুপুর ২:৪৬

মেন্টাল বলেছেন: নিজে একটা আইএসপি দেন, তারপর অফিস বইসা নেট চালাইবেন। এইটাই একমাত্র সমাধান।

১০ ই জুন, ২০০৮ দুপুর ২:৫১

কাঙাল মামা বলেছেন: মন্তব্যে বিপ্লব :)

১৪| ১০ ই জুন, ২০০৮ দুপুর ২:৫৭

কৌশিক বলেছেন: আমার ব্রন্ডব্যান্ড ডিসওয়ালারা দিছে। আমি রীতিমত মুগ্ধ। গত আটমাস যাবত ধারাবাহিকভাবে ভাল সার্ভিস ও স্পিড দেখতেছি।

১০ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪১

কাঙাল মামা বলেছেন: কি কন!!! আমিও মুগ্ধ। ডিসওয়ালা ঝিন্দাবাদ :(

১৫| ১০ ই জুন, ২০০৮ দুপুর ২:৫৮

বহুরূপী মহাজন বলেছেন: প্রত্যেক দিনই কি কানেকশন ডিসটার্ব করে, মানে লাইন চলে যায়? গেলে কতক্ষণ সমস্যা করে? অথবা মাসে সাধারণত কয়দিন লাইন চলে যায়?

১০ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯

কাঙাল মামা বলেছেন: হা। প্রত্যেক দিনই কানেকশন ডিসটার্ব করে।প্রতিদিন অন্তত ২/৩ বার লাইন চলে যায়। এসময় ১০ থেকে ২৫ মিনিট অপেখ্খা করতে হয় রিকানেক্ট করতে।

নেট চলতেছে কিন্তু হঠাত করে সব ডাউন হয়ে যায়। দেখা যায় পেজ লোড হচ্ছে তো হচ্ছেই কিন্তু কিছুই আসে না। অথচ সাধারনত ঐ পেজ লোড হতে এত সময় নেয় না।এরকম হয় দিনে ৫/৭ বার।(এখনও এরকম হচ্ছে। আমি জানি না "মন্তব্য প্রকাশ করুন" এ চাপ দিলে এই মন্তব্য প্রকাশ হবে নাকি আবার লিখতে হবে!!)

১৬| ১০ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪২

তাজুল ইসলাম মুন্না বলেছেন: আরেকটু হইলে গেছিলাম!!!

পোস্টের জইন্য ধন্যবাদ।

১০ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬

কাঙাল মামা বলেছেন: কেন? তুমিও কি লাইন নিতে গেসিলা?/:)

১৭| ১০ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪

কাঙাল মামা বলেছেন: প্রথমে ভাবছিলাম উইন্ডোজের সমস্যা :D। ২ বার এক্সপি ইনসটল দিয়া দেখি যেই লাউ সেই কদু/:)

১৮| ১০ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬

কাঙ্গাল মুরশিদ বলেছেন: আমি সিটি সেলের জুম ব্যাবহার করেছি কয়েক মাস। স্পিড ভালই - ডাউনলোডে ১০-১২ কেবি পাওয়া যায়। ৩০০ মেগাবাইটের জন্য মাসে ৫২০ টাকা বিল আসত।

ইদানিং বাজার পরিস্থিতির কারনে ব্যায় সংকোচনে বধ্য হওয়ায় বাদ দিয়েছি। তবে ক্যাবলের মাধ্যমে ব্রডব্যন্ড সংযোগ নেয়ার চেয়ে জুমই ভাল মনে হয় - প্রয়োজনে পকেটে করে যেকোন বাসায় নিয়ে যাওয়া যায়।

১০ ই জুন, ২০০৮ রাত ১০:৩১

কাঙাল মামা বলেছেন: ব্রডব্যন্ডের চেয়ে পোরটেবল নেট অনেক গুন ভালো। যদিও খরচ একটু বেশি, তারপরও...

১৯| ১০ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩

করবো জয় বলেছেন: আমার একটি লেপটপ ইন্টারনেট মডেম আছে, AT & T , Smile সিম কি এটিতে ব্যবহার করা যাবে? আর একটেল এর নেট সার্ভিস কেমন জানালে খুশী হব।

১০ ই জুন, ২০০৮ রাত ১০:২২

কাঙাল মামা বলেছেন: এই smile গ্রামীনের smile না। এটা আলাদা একটা কোম্পানি। এদের কোনো সিম নাই। তাই লেপটপে সিম হিসাবে ব্যবহার করা যাবে না।

তবে গ্রামীন বা সিটিসেলের জুম ব্যবহার করতে পারেন।অথবা smile এর লাইন ল্যানকার্ড দিয়ে ব্যবহার করতে পারেন।

২০| ১০ ই জুন, ২০০৮ রাত ১০:৩০

নিসর্গ পথিক বলেছেন: স্মাইল নিয়ে এর আগেও একটি ব্লগ লেখা হয়েছিল....আমার মনে হয় এটা আপনার এলাকার সমস্যা...আমি নিজেও স্মাইলের গ্রাহক....আমি ভালই স্পিড পাই.....আর যদি আরো ভাল'র কথা বলেন তাহলে কোনও প্রতিষ্ঠান পাওয়া যাবে কিনা সন্দেহ যারা ১০০০ টাকার মধ্যে আরো বেশি স্পিড দেবে....হোম ইউজের জন্য স্মাইলের সংযোগটা আমার কাছে ভালই মনে হচ্ছে....যারা নিতে চান...ট্রাই করে দেখতে পারেন....

১০ ই জুন, ২০০৮ রাত ১০:৪৩

কাঙাল মামা বলেছেন: সেটাও হতে পারে। হয়তো রামপুরায় তাদের সার্ভিস ভালো না। তবে এটা ঠিক, ১০০০ টাকায় এর চেয়ে ভালো স্পিড আর কই পাবো? আমি এখনো আশায় আছি এদের লাইন একদিন ঠিক হবে। হ্য়তো সত্যি সত্যি ওরা আপডেট করতেছে।

২১| ১০ ই জুন, ২০০৮ রাত ১০:৪৮

নিসর্গ পথিক বলেছেন: আসলেই...আমি আসলে বলতে চাচ্ছি....৫০০ টাকায় যে সেবা পাওয়া যাচ্ছে তা আমার কাছে ভালই মনে হচ্ছে বিশেষ করে হোম ইউজের জন্য....আমি আপনার পাশেই থাকি...এবং আমাদের লাইন একই জোন থেকেই আসে....

২২| ১০ ই জুন, ২০০৮ রাত ১১:০৩

নোবেলজয়ী বলেছেন: @ কৌশিক
ডিশওয়ালা টা কি ভাইজান? খিলগাও এলাকায় কি পাওয়া যাইবো?

@ সবাই
খিলগাও তিলপাপারা এলাকায় নেট ইউজের জন্য সবচেয়ে ভালো ব্যাবস্থা কি তা জানাইলে উপকৃত হব।

@ যে কেউ
আমি বর্তমানে ন্যাশনাল ফোনের নেট ইউজ করি (আনলিমিটেড প্যাকেজ)। প্রথম দিকে ডাউনলোড স্পিড কমসে কম ৮-৯ আর মাজে মাজে ২৫ ও উঠতো, কিন্তু এখন ৪-৫ এর উপর উঠতে চায় না, লাইনে ঢুকে না মাজে মাজে, রাত্রে বেলা সবচেয়ে কইমা যায় স্পিড। এমন কি রাত ২ টা থেকে টরেন্ট ডাউনলোড করতে দিয়ে ঘুমায়া সকাল ৮ টায় উঠে দেখি ২-৩% আগাইসে, যেখানে গত ১০-১৫ দিন আগে এক স্বরনীয় রজনীতে টরেন্টে স্পিড উটসিলেঅ ৮কেবি পর্যন্ত ফলে রাত ২ টা থেকে সকাল সোয়া ৮ টার মধ্যে টরেন্টের প্রেগ্রেস বার ৯% থেকে বেরে ১৯.২% হয়ে যায় :) (এই ৯% হতে দুই সপ্তা লাগসিলো :( )

এখন কন...ন্যাশনাল ফোনের এই অবস্থা কি খালি আমারই নাকি সবারই? চেন্জ করুম না কি করুম আপনারা একটা পরামর্শ্ দেন।

১১ ই জুন, ২০০৮ সকাল ৯:১৬

কাঙাল মামা বলেছেন: ১) ডিশওয়ালা হলো কৌশিক ভাইদের যারা ডিশের লাইন সাপ্লাই দেয়, তারাই আবার নেটের লাইন সাপ্লাই দেয়।

২) নেমেসিস বলেছেন: @নোবেলজয়ী আপনি http://www.mtlbd.net এ যোগাযোগ করেন

২৩| ১০ ই জুন, ২০০৮ রাত ১১:৫১

বহুরূপী মহাজন বলেছেন: অনেক কিছু জানলাম, সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ধন্যবাদ অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

১১ ই জুন, ২০০৮ সকাল ৯:২১

কাঙাল মামা বলেছেন: আপনাকেও ধন্যবাদ। কিছু জানার দরকার হলে ডাক দিবেন :)

২৪| ১১ ই জুন, ২০০৮ রাত ১২:০৬

নেমেসিস বলেছেন: @নোবেলজয়ী আপনি http://www.mtlbd.net এ যোগাযোগ করেন । আমি এই মাস থেকে ওদের সার্ভিস ইউজ করছি । অবাক করার মত সার্ভিস ।

২৫| ১১ ই জুন, ২০০৮ রাত ১২:১৩

মিলটন বলেছেন: @ নেমেসিস

আমার কথা যেন খেয়াল থাকে।

২৬| ১১ ই জুন, ২০০৮ রাত ১২:১৮

নেমেসিস বলেছেন: হ । মনে থাকবে :)

২৭| ১১ ই জুন, ২০০৮ রাত ১২:৩৪

বুমবুম বলেছেন: মামা খবর কি?

১১ ই জুন, ২০০৮ সকাল ৯:৩৮

কাঙাল মামা বলেছেন: আর খবর মামা...মন মেজাজ বিলা হইয়া থাকে।কুনো কামে মজা লাগে না।পড়াশুনা করতে ইচ্ছা করে না, পড়তে বসলে বাথরুমে যাইতে মন চায়, একবার বাথরুমে গেলে আর বাইর হইতে ইচ্চা করে না,ঘুম আসে না,একবার ঘুমাইলে সকালে ক্লাস মিস দেয়া লাগে...তারপরও ভালো আছি :D

২৮| ১১ ই জুন, ২০০৮ রাত ১২:৩৮

তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমগোটার স্পিড কইমা গেছিল। তাই ভাবছিলাম চেইঞ্জ করুম।।।

১১ ই জুন, ২০০৮ সকাল ৯:৪০

কাঙাল মামা বলেছেন: সবার স্পিড এক। যেটা নিবা সেটাই লস :P

২৯| ১১ ই জুন, ২০০৮ রাত ১২:৪৯

একরামুল হক শামীম বলেছেন: নেট লাইন নিয়া চিন্তায় আছি। :(

১১ ই জুন, ২০০৮ সকাল ৯:৫৬

কাঙাল মামা বলেছেন: আমগো দেশে নেট লাইন নিয়া কেউ সুখে নাই :(

৩০| ১১ ই জুন, ২০০৮ সকাল ৮:৫৫

রোবোট বলেছেন: angelina jolie পরের ইসতিরি। সেইজন্য মনে হয় সারভার সাহেব মাইন্ড খাইসে। নিজের ইসতিরির নাম সার্চ করেন।

১১ ই জুন, ২০০৮ সকাল ৯:০৪

কাঙাল মামা বলেছেন: নিজেরটা তো পিসিতে আছে। আর কত দেখুম?

৩১| ১১ ই জুন, ২০০৮ সকাল ৯:৩৭

রোবোট বলেছেন: আপনার কমপিউটারকে দোররা মারুন।

১১ ই জুন, ২০০৮ সকাল ৯:৪৩

কাঙাল মামা বলেছেন: কেন রে ভাই? আমার কমপিউটার কি দোষ করলো?

৩২| ১২ ই জুন, ২০০৮ রাত ১১:৪৮

তাজুল ইসলাম মুন্না বলেছেন: হ :(

৩৩| ১৩ ই জুন, ২০০৮ রাত ১২:০৩

বিবর্তনবাদী বলেছেন: এতকিছু থাকতে এঞ্জেলিনা জোলি কেন?? ইন্টারনেট ছোট্ট পোলাপাইনগো এমনেই নষ্ট করতাছে........ এই জন্য ইচ্ছা করেই স্মাইলওয়ালারা পিচ্চি পোলাপানগো স্পিড কম দেয়।

১৩ ই জুন, ২০০৮ রাত ৯:০৪

কাঙাল মামা বলেছেন: কি যে কন, আমি তো ১৮+ :|

৩৪| ২০ শে জুন, ২০০৮ রাত ১২:৪০

শফিকুল বলেছেন: কিন্তু যারা ইউজ করে তাদের অনেকে বলে রাতে ভাল কাজ হয়।

২০ শে জুন, ২০০৮ রাত ১২:৪৬

কাঙাল মামা বলেছেন: এটা এলাকার সমস্যা হতে পারে। এই লেখা লেখার পর অনেক দিন পার হইছে। আমার এখন সমস্যা একটু হলেও কমছে। আর এটা ঠিক রাতে ভালো কাজ হয়।

ধন্যবাদ :)

৩৫| ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩০

স্বপ্ন কারিগর বলেছেন: আমি তো এখনো smile use করতাছি...30up always!!

১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৫

কাঙাল মামা বলেছেন: এখন স্পিড আগের চেয়ে অনেক ভালো। আপনি কোনটা ইউজ করতেছেন?

৩৬| ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৮

রাতিফ বলেছেন: ভাই, আপনার সাথে একমত নাহ্.........ওরা খুব ভালো সার্ভিস দিচ্ছে এখন, স্পিডও মাশাল্লাহ খুবই ভালো, মাঝে মাঝে তো 45kb/s পর্যন্ত ডাউনলোড স্পিড ওঠে.......স্টেবল থাকে প্রায় সময়ই ৩০কেবি/সে।

ব্রাউজিং স্পিডও সেই রকম, আমি সত্যিকারেই নিজেরে বিলগেটস্ মনে করি এখন:)

২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৪২

কাঙাল মামা বলেছেন: ভাই, লেখাটা অনেক আগের লেখা। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এখন ওদের স্পিড অনেক বেশী ভালো।

৩৭| ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০৩

অতিথি_পথিক_মানুষ বলেছেন: আমি ভালা আচি...১০০ টেকার "আফতাব আইটি" চালাই ৷১মাস,৩৪ ঘনটা,ইসপিরিড কাম চলার মত ৷

১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৩

কাঙাল মামা বলেছেন: ওটি আমিও চালাইছি। স্পিড মোটেও কাম চলার মত না।অনেক কষ্ট হয় ব্রাউজ করতে। আপনার জন্য ও-নেট ভালো ছিলো।কিন্তু সেটা এখন আর পাওয়া যায় না।

৩৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪০

অতিথি_পথিক_মানুষ বলেছেন: আমি পরথমে ও-নেট চালাইতাম...৫০ ট্যাকার সারে ৮ গনটা..ঐডা বনদো হয়া যাউআর পর ওগো ১০০ ট্যাকার ৪৩ গনটা চালাইচি...কিনতু এহন আপতাপ চালায়া দেকলাম ও-নেটের চায়া এইডা ইষপিড়িড ভালা+কানেখষন পাইতে দেড়ি হয়না....

৩৯| ২২ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪

জোহান বলেছেন: ইসমাইলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বুজ্জি? থুক্ক

২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩

কাঙাল মামা বলেছেন: ইসমাইলের একটা আপডেট পোস্ট দেয়া লাগবো, তাইলে টের পাবেন এখন অবস্থা আরো কত খারাপ :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.