![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
....:: রাজাকার মুক্ত ব্লগ চাই :::.... আমি খুব সাধারন এক মানুষ। ৩ বছর ধরে Electronics And Electrical Engineering এ গ্রাজুয়েশন করার চেষ্টা করতেছি...আরো ১ বছর বাকি.. আমি ও পজেটিভ....রক্ত লাগলে আওয়াজ দিবেন.. গান আর রক্তের ব্যাপারে কোনো সাহায্য লাগলে কাঙাল মামা ছাড়া আর কারো কাছে যাবেন না!!! আমি যা ভাববো তাই লিখবো। আমার সাথে ভালো থেকে নিজের ভালো থাকা নিশ্চিত করবেন। জীবনে এতটা ঘৃণা আর কাউকে করি না যতটা রাজাকার আর শিবিরদের করি। ব্লগটাকে ভালো লাগে, তাই লিখে যাই। প্রথম আলোর নিকটা আমারই।কিন্তু ওখানে কোনো লেখা লিখবো না।ঐটা শুধুমাত্র "চর দখল" টাইপের রেজিস্ট্রেশন।
তোমার চোখের আঙ্গিনায়
এখনো কি তেমনি করে জোছনা ছড়ায় আলো
এখনো কি তারার পানে চেয়ে থাকো আনমনে...
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো?
এখনো কি আকাশে মেঘ দেখে
জানালা খুলে তেমনি থাকো বসে
এখনো কি প্রথম প্রেমের মতো
পরশ বুলায় বৃষ্টিধারা এসে
তোমার দীঘল চুলে এখনো কি ছবি আঁকে মেঘের যত কালো...
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ?
এখনো কি পুরনো চিঠি পড়ে
নয়ন ভেজাও নিরব অভিমানে
এখনো কি বিকেলের রোদ এসে
গল্প বলে তোমার কানে কানে
সন্ধ্যা নেমে এলে এখনো কি তেমনি করে সাঁঝের প্রদীপ জ্বালো...
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ?
তথ্য--->
ব্যান্ডের নাম : স্টিলার (চট্টগ্রামের ব্যান্ড। বেনসন এন্ড হেজেস স্টার সার্চ উইনার)
লিরিসিস্ট : লিটন (ব্যান্ড মেম্বার)
এলবামের নাম : মা
উৎসর্গ--->
দুষ্টু পাখি (লাবু), যে আমাকে খুব সুন্দর এই গানটার সাথে পরিচয় করিয়ে দিয়েছে...
লিংক--->
মিডিয়াফায়ার
http://www.mediafire.com/?5yfqx2gnw3z
ইস্নিপস
Click This Link
ইউটিউব স্ট্রিমিং :
পূর্বের গানব্লগ
গানব্লগ : পাখিরে তুই দূরে থাকলে - সুবীর নন্দী
গানব্লগ : যাও পাখি বলো তারে - কৃষ্ণকলি
গান ব্লগ : কাভি কাভি মেরে দিল মে খ্যায়াল আতা হ্যায় - মুকেশ/লতা মুংগেশকর
গান ব্লগ : কেন চলে গেলে দূরে - শ্রাবন্তী আলি এবং অর্নব
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০২
কাঙাল মামা বলেছেন: হাহাহা...
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০১
নাঈম বলেছেন: +
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৮
কাঙাল মামা বলেছেন: ধন্যবাদ
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০২
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ভালো কাজ করসো। যদিও অনেক পরিচিত গান, তবু অনেকেরই কাজে আসবে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৯
কাঙাল মামা বলেছেন: হ, এগুলা কালেকশনে রাখা দরকার...
আর এটা খালিদ না, আজকে গুগল দিয় জানলাম...
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৬
স্বপ্নকর বলেছেন: সুন্দর গান. আগে শুনসিলাম. এখন আবার শুনতেসি ...
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৯
কাঙাল মামা বলেছেন: শুনেন শুনেন....
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৯
নীল_আকাশ বলেছেন: অনেকদিন ধরে এই গানটা খুচ্ছি। আপনার কাছে গানটির লিংক বা গানটি কোথায় পাবো জানা থাকলে জানাবেন প্লিজ।
মন শত পাহারায়......
মন শত পাহারায়........
মন সে তো হারিয়ে যাবে।
একদিন অজান্তেই, মন হারিয়ে যাবে........
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৯
রাজসোহান বলেছেন: এত্ত এত্ত ধইন্যা পাতা......আমি অনেক দিন খুজসিলাম