![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিবর্তনের কথা বলে যাবো
Normally shooting গেইম খেলার সময় এই কাজটা করি ।একটাকে মারার পর অ গুলিতে ঝাঁজরা করে দেওয়া ।তখন নিজের ভিতরের পাশবিকতা টা অনুভব করি ।
ভাবতে অবাক লাগে বাস্তব দুনিয়াতেও মানুশ এমন নৃশংস হতে পারে ।আজ পত্রিকায় পড়লাম গতকাল রাতে খিলগাঁও থানার gs কে croosfire করছে ।তার বউ সাত মাসের pregnant.বাচ্চাটার দুর্ভাগ্য সে এমন দেশে জন্ম নিবে যেখানে croofire নামের প্রহসন চলে ।
জনি নামে যে মারা গেছে সে শাহবাগ থানায় বাস এ ককটেল মামলার আসামি ।কিন্তু কথা সেটা না ।প্রথম কথা একটা মানুশ কে রাতের অন্ধকারে চোখ বেঁধে নিরজন place এ নিয়ে উনিশটা গুলি করে মারার যুক্তি কি ? এটা কি পাশবিক না ? dmc morgue এ পোস্ট ময়নাতদন্ত করে দেখছে তাকে উনিশটা গুলি করা হয়েছে । এরা কি মানুশ না পশু ?
Second পয়েন্ট হল অবরোধ এর নামে নিরীহ মানুষ মারা টা আমি support করি না ।এর সাথে জড়িত থাকলে ছেলেটা শাস্তি পেতে পারে ।তার জন্নে আদালত আছে ।যদি crossfire এ করা হবে তবে আদালত এর দরকার কি ? আর তাকে remand এ নিলে পিছনের হোতারা ধরা পড়তে পারত ।
আমাদের দেশে crossfire নিয়ে আরও প্রতিবাদ হওয়া দরকার ।এতদিন rab এটা করত এখন db এটা শুরু করছে ।একসময় এটা সীমা ছাড়িয়ে যাবে ।নাহলে হাজারটা লিমন,জনি জন্ম নিবে।
মধ্যযুগীয় বর্বরতা কেমন ছিল জানিনা ।কিন্তু crossfire এর নাটক দেখে কিছুটা অনুভব করতে পারি ।বাংলাদেশ সম্ভবত একমাত্র দেশ যেখানে বিনা বিচারে এই প্রহসন করা যায় ।
২| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১২
স্বপ্নবিলাসি বলেছেন: বিচারের বাণী এতদিন একা কাঁদত এখন মানবাধিকার অ তার সাথে একসাথে কাঁদে
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: নৃশংসতা আর পাশবিকতার জঘন্য উদাহরণ হয়ে রইল!!
বিচার ব্যবস্থা আর আদালত তবে বন্ধ করে ক্রসফায়ার আর যেমন খুশী তেমন জংগল আইন! চালু করা হোক।!
সে অপরাধি হলেওতো তাকে বিচারিক সাজা দেয়া রাস্ট্রের দায়িত্ব তার সাংবিধানিক অধিকার- এবাবে মারা অধিকার নেই!
অবশ্য কার কাছে বলি- যেখানে সংসসদে দাড়িয়ে দম্ভোক্তি অতীত থেকে আজো হয়ে আসছে- সেখানে বিপ্লব আর গণজাগরন ছাদা বদলের কোন পথ আছে কি????