![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল ইন্ডিয়ান এম্বাসিতে গিয়েছিলাম।ভিসার এপ্লিকেশন জমা দিতে।অপেক্ষা করছি।পাশে বসা এক গনেশ মার্কা ছেলে তার অপর পাশে বসা মেয়ের সাথে গল্প করার চেষ্টা করছে। বরাবরই গল্প এক বাক্যে শেষ হয়ে যাচ্ছে।উপায় না দেখে গনেশ ট্রেডমার্কধারী এবার শুরু করে দিল ইন্ডিয়ান সিরিয়ালের গল্প।কথা এখন আর এক বাক্যে শেষ না হইয়া "কুসুম" থেকে "কিরনমালায়" গিয়ে গল্প থেকে উপন্যাসে রূপ নিল
বুঝিলাম বাপু, প্রেম করিবার হাতিয়ারও এখন "ইন্ডিয়ান সিরিয়াল"
এপ্লিকেশন জমা দেয়ার জন্য আমার ডাক পরিল। ভিতরে গেলাম। যার কাছে জমা দিতে হবে তিনি এক প্রমীলা অফিসার আমি যাওয়া মাত্রই বলে উঠল, "তুমি আসবেবলে লাঞ্চের ব্রেক নেইনি। জলদি কাগজপত্র দেখাও, আজ তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে ইস্টি কুটুম আসবে,বাসায় আমার পুত্র বধূবরণ অনুষ্ঠান। বধূকে জলনূপুর দিব বলে ঠিক করে রেখেছি। আমি এপ্লিকেশন দেখালাম। প্রমীলা এবার এপ্লিকেশনে ভুল ধরে আমাকে ফিরিয়ে দিতে চাইলে অমি তাকে অনেক করে বুঝাতে চেষ্টা করেও ব্যার্থ হলাম। ঠিক সেই মুহূর্তে আমিও বলে উঠলাম, বোঝেনা সে বোঝেনা । আমার কথা শুনে সে ফিক করে হেসে দিয়ে এপ্লিকেশন জমা নিল। বুঝলাম, ভুল জিনিস সঠিক করার উপায়টিও এখন ইন্ডিয়ান সিরিয়াল
বাসায় ফিরলাম। সন্ধ্যা সাড়ে সাতটায় এনটিভির খবর দেখতে বসেছি। এমন সময় বুয়া এসে বলে, লে হালুয়া লে দেখব। আমি ভাবলাম, বুয়া মনে হয় নতুন হালুয়া তৈরি করবে বলে কোন রান্নার অনুষ্ঠান দেখতে চাইছে খানিক পরেই ভুল ভাঙ্গল এটা আসলে কোন ইন্ডিয়ান সিনেমার নাম
বুয়াকে শুধালাম, "কোন চ্যানেল দিব?"বুয়া বলিল," ভাইয়া, জলসা মফিজ দেন"
যাক তাও ভাল, সে সিনেমা দেখতে জলসা মফিজ দেখতে চাইছিল খেলা দেখতে চাইলে নিশ্চিত জলসা মুস্তাফিজ চাইত
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৬
শুভকবি বলেছেন:
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬
জুবায়ের আহসান বলেছেন: কাহিনি হাছা নি??
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৬
শুভকবি বলেছেন: ঘটনা সত্য
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৭
মুহিব মোরসালিন বলেছেন: লে হালুয়া
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৯
শুভকবি বলেছেন:
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩
শাহাদাত হোসেন বাবলু বলেছেন: ধারুন লিখেছেন
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬
শুভকবি বলেছেন: ধন্যবাদ
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০১
এসব চলবে না..... বলেছেন:
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১১
শুভকবি বলেছেন:
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
সুমন কর বলেছেন: চরম লিখেছেন। আমি জীবনে কোনদিন হিন্দি সিরিয়াল দেখি নাই। (আহাদ দেখছিলাম, প্রথম দিকে কয়েকটা)
ক্যইশ্যা ৬ষ্ঠ প্লাস।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫
শুভকবি বলেছেন: হাসলাম
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
শতদ্রু একটি নদী... বলেছেন: মজার পোষ্ট। ++
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬
শুভকবি বলেছেন: ধন্যবাদ
৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩০
মারুফ তারেক বলেছেন: দাঁড়ান, আগে হেসে নেই।
++
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬
শুভকবি বলেছেন: দাড়াতে পারুমনা, আমি আইলসা
৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০০
শূন্যতম ছায়ামানব বলেছেন: আমাদের জীবন যে ওই চারকোনা বাক্সে বন্দী তা আপনার পোস্ট থেকে কিছুটা বোঝা যায়...
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭
শুভকবি বলেছেন: বন্দী আমি অটো হয়ে যাচ্ছি
১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৬
কালীদাস বলেছেন: মজা পাইলাম
এইটা সবচেয়ে পেইনফুল এম্বেসিগুলার একটা। আমি যখন জমা দিছিলাম, এক চশমুআপা চাইরশ টেকা নিয়া পাসফুটে সবডি ডকুমেন্ট ঘ্যাচ কইরা স্টেপল কইরা রাখছিল।
পাসফুটের ফুটাগুলা দেখলেই ঐ খাটাস এম্বেসির কথা মনে পইড়া যায়
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯
শুভকবি বলেছেন: আপনে কোনটায় জমা দিছিলেন জানিনা। কিন্তু এদের বিহেভ এত খারাপ যা বলার মতনা। ডিসগাস্টিং
১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৮
কি ভাবে রেজিষ্টেশন করবো বলেছেন: আনেক সুন্দর লেখেছেন ভাই" চোখের তারায়" জ্বল জ্বল করে জল ভরে গেলে বউমাকে বললাম "বধূ কোন আলো লাগলো চোখে ""তারপর বউমা কাছে এসে শাড়ীর' আঁচল 'দিয়ে মুছে দিলো চোখের জল ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯
শুভকবি বলেছেন: আপনি আরো অসাম লিখলেন,দাদা
১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪
অপু দ্যা গ্রেট বলেছেন: জলসা মফিজ
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪০
শুভকবি বলেছেন: ভাগ্য ভাল খেলা দেখেনা তাইলে জলসা মুস্তাফিজ চাইত
১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮
শুভ্র শৈশব বলেছেন:
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪১
শুভকবি বলেছেন:
১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০২
মহান অতন্দ্র বলেছেন: ভাল ছিল, হেসেছি অনেক।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪১
শুভকবি বলেছেন: ধন্যবাদ ভাল লাগল যে হাসতে পারলাম
১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৬
বোকামানুষ বলেছেন:
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৮
শুভকবি বলেছেন:
১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪
আরণ্যক রাখাল বলেছেন: আপনিও দেখেন| না দেখলে, সিরিয়ালের নাম জানলেন ক্যামনে? বালক, বি হন্নেস্ট
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬
শুভকবি বলেছেন: ভাইজান কি বিবাহ করেছেন ???
১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮
আরণ্যক রাখাল বলেছেন: নু| পাত্রি থাকলে, বলেন!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭
শুভকবি বলেছেন: না ভাইজান বলছিলাম কি বিয়ের পর বাসর রাতে কি হয় তা জানতে যেমন বিয়ে করার দরকার নেই তেমন সিরিয়ালের নাম লিখতেও দেখার মনে হয় খুব বেশি দরকার নেই
১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩
নানা বাড়ী বলেছেন: হিন্দি সিরিয়াল থেকে মুক্তির কথা আজ নানা গন মাধ্যমে আলোচনা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে পোস্ট, কিন্তু উত্তরনের উপায় কী...?
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০
শুভকবি বলেছেন: একমাত্র উপায় সচেতনতা।
১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬
সতন্ত্র সাইলেন্সার বলেছেন: বোঝা যাচ্ছে আপনি সিরিয়াল ভালই দেখেন
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২
শুভকবি বলেছেন: সানি লিওন চিনতে যেমন হেফাযতের পর্ণ দেখা লাগেনা ঠিক তেমনি টুট টুট টুট ...............
২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
আরণ্যক রাখাল বলেছেন: ও আচ্ছা
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭
শুভকবি বলেছেন:
২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
রাহমান বিপ্লব. বলেছেন: এত আলোচিত ব্লগ, দেখেই ঢু মারলাম! কিন্তু সবাই যেভাবে মজা পাচ্ছে আমি মোটেও বুঝলামও না বিশেষ করে বোল্ড করা কথাগুলোতে খুব মজা আছে, তা ধরতে পারলাম। বুঝলাম মজা পেতে হলেও সিরিয়াল দেখার দু একটা রেকর্ড থাকতে হয়। বুঝিলাম বড় অচল এ যুগে !! একটা পর্বও দেখা হয়নি
হায় সিরিয়াল! সত্যিই সিরিয়ালে অনেক পরে নাম আমার
তবে সময়কে ধরে লিখার জন্য লেখককে অভিনন্দন!
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮
শুভকবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৯
সাইবার সোহেল বলেছেন: ভাল তো ভাল না খুউব ভাল....
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮
শুভকবি বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
জলসা মুস্তাফিজ