নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চিকিৎসক, সাদামাটা লেখক

শুভকবি

একজন চিকিৎসক, সাদামাটা লেখক

শুভকবি › বিস্তারিত পোস্টঃ

এর নাম ভার্চুয়াল প্রতারনা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪



-রাসুলের পাগড়ি মোবারক

-পৃথিবীর সব থেকে বড় কোরআন

-মাছের পেটে আল্লাহু লিখা

-সাহাবী গাছ

ব্লাহ ব্লাহ ব্লাহ..............................

মুসলিম হলে লাইক দিন। আরও পোষ্ট পেতে "Y" লিখে কমেন্ট করুন। সবাইকে জানিয়ে দিতে শেয়ার করুন X((

আহ!!!আমরা বাঙালি জাতি আবেগ আমাদের রক্তে মিশে আছে। সেই সাথে আছে সরলতা। এই ধরনের পোষ্ট দেখে আমরা পঙ্গপালের মত ঝাপিয়ে পরি যেন লাইক/কমেন্ট/শেয়ার না দিলে বিশাল সউয়াব থেকে বঞ্চিত হব অথবা জাহান্নামে যাব। কোথাও আবার এমন লিখাও থাকে, " সারাদিন কত কিছুতে লাইক দেন আর আল্লাহর নাম লিখায় লাইক দেন কিনা দেখিতো" X((

যারা জীবনেও নামায কি চিনেনা তারাও এই ধরনের লিখায় হুমড়ি খেয়ে পরে সউয়াব কামাইয়ের আশায়।

বাদ দিলাম সউয়াব কামানো দেখানো। এবার অন্য কিছু দেখিঃ


-আমি গরীব ঘরের মেয়ে বলে কেউ লাইক দেয়না

-আমি গ্রামের মেয়ে তাই বলে কি খুব পচা?

-এই হিযাবি আপুর জন্য কয়টি লাইক

-ছোট বোন হিসেবে পেজটাতে একটা লাইক চাচ্ছি

-হিযাবেই মেয়েদের আসল সৌন্দর্য,সত্য হলে লাইক দিন মিথ্যা হলে কমেন্ট করুন X((

ব্লাহ ব্লাহ ব্লাহ....................................



রেডিও মুন্না,সঙ্গি,স্বাধীন,সিয়াম,স্বদেশ ইত্যাদি রেডিও ওয়ালা পেজ আকাশ থেকে শুরু করে পাতাল পর্যন্ত মনে এমন কোন বস্তু নাই যার মাঝে আল্লাহ/রাসুলের নাম পায়নি। আল্লাহকে বিশ্বাস করতে কত কিছু তাদের প্রয়োজন!!! অথচ আমাদের জীবন থেকে আর বড় নিদর্শন কিইবা হতে পারে!!!!??

"নিশ্চয়ই তোমাদের যাপিত জীবনই ঈমানদারদের জন্য সর্বউত্তম নিদর্শন" (সুরাঃ আনআম৯৯)

আমাদের মানসিক অধপতন আজ কোন পর্যায়ে এসে ঠেকেছে??? তুচ্ছ বিষয়েও আমরা আবেগ নিয়ে খেলি,প্রতারনা করি। মেয়েলি বিষয় না হয় বাদই দিলাম,প্রতারনা করতে ছাড় দিচ্ছিনা আল্লাহ/রাসুলকেও।

কারো সাথে প্রতারনা করে কিছু আদায় করা মানে সে বোকা নয় বরং সে বিশ্বাস করেছিল বলেই আজ তাকে প্রতারনা করা গেল।

মন্তব্য ২৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৫

মাঘের নীল আকাশ বলেছেন: ইসলাম ধর্মটি আসলে মুসলিম নামের একটি দুষ্টচক্রের হাতে আটকা পড়েছে!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

শুভকবি বলেছেন: দাদা, কতিপয় লোকের জন্য পুরো গোষ্ঠীকে দোষারোপ করা অনুচিত।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৬

শুভকবি বলেছেন: অনেক ক্ষেত্রে এখানে তারাই জড়িত যারা ইসলামকে ইউজ করে এর গায়ে কালিমা লেপে দেয়।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

যোগী বলেছেন:
ধর্ম আমাদের দেশে ব্যাবসার জন্য খুব ভালো একটা হাতিয়ার।
ভাবছি 'ইসলামি বাস' নামের একটা যাত্রীবাহি বাস নামাবো রাস্তায়। সেখানে পর্দা ঘেরা সিট থাকবে মেয়েদের বসার জন্য আর আযানের সাথে সাথে বাস রাস্তায় দাঁড়িয়ে যাবে। ড্রাইভার হেল্পারের মুখে দাঁড়ি আর মাথায় টুপি থাকবে।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৫

হানিফঢাকা বলেছেন: ভাই আমারে একটা জিনিষ একটু ক্লিয়ার করে বলেন এই "লাইক" দিলে কি হয়? সবাই দেখি "লাইক" চায়, এর কারন কি? এইটার কোন অর্থনৈতিক দিক আছে কিনা? মানে এই "লাইক" কে ক্যাশ করা যায় কি না নাকি এইটা একটা মানসিক তৃপ্তি?
সবাই দেখি খালি "লাইক" চায়। ধরেন আমি আপনার পোস্টে একটা "লাইক" দিলাম, এতে আপনার কি উপকার হল অথবা যদি না দেই তাহলে আপনার কি ক্ষতি হল? আমি এই "লাইক" চাওয়ার কারন কি সেইটাই বুঝতে পারছি না।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫০

শুভকবি বলেছেন: আমাদের মানুসিকতা,নৈতিকতা,শিক্ষার আজ চরম অবনতি বলেই আজ এই অবস্থা

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৭

আশেকুল আরেফিন বলেছেন: আমার মনের কথা গুলো ই আোপনি লিখেছেন! ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫১

শুভকবি বলেছেন: যাক আপনার মনে মন মিলে গেল বলিয়া আনন্দিত হইলাম :)

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮

আশেকুল আরেফিন বলেছেন: যোগী ভাই,
আপনার আইডিয়া টা চমতকার, ভাল ব্যবসা হব B-) । তবে মহিলা ড্রাইভার হেল্পার রাখতে পারলে আরো ভালো হয়।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪০

শাহজাহান সুজন বলেছেন: নিজেদের টপে নিয়ে যাওয়ার জন্য এর থেকে ভাল বুদ্ধি রেডিও পেজের এডমিনরা পায় না।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫২

শুভকবি বলেছেন: পুরা জাতিই আজ প্রতিটি ক্ষেত্রেই এভাবে রসাতলে যাচ্ছে।বুক থেকে এদের প্রতি ঘৃণা

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

প্রামানিক বলেছেন: সাহাবী গাছটা আসল না ভুয়া সেইটা তো কইলেন না- -- -

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭

শুভকবি বলেছেন: আমার ফোকাস দাদা অন্য জায়গায়, এইসব তুচ্ছ বিষয়ে কেন আমরা আল্লাহ রাসুল দিয়ে প্রতারনা করি??

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬

রানার ব্লগ বলেছেন: সবই লাইকের খেলা রে ভাই সবই লাইকের খেলা................................. :D

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

শুভকবি বলেছেন: এভাবে চলবে কতকালরে দয়াল এভাবে চলবে কতকাল???

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১২

ভিটামিন সি বলেছেন: এইরাম মেজাজ খিচুইন্না পোষ্টগুলা যখন ফেবুতে দেখি না, মনডা লয় পোষ্টদাতার চৌদ্দগুষ্টিরে ধইরা কানশার এক ইঞ্চি নিচে কইষ্যা মারি।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩

শুভকবি বলেছেন: এক ইঞ্চি নিচে ক্যা??? কান বরাবরই দিয়েন ;)

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭

হানিফঢাকা বলেছেন: @যোগী: আপানার ঐ বাসে বিধর্মীরা উঠতে পারব ত? নাকি উঠতে হইলে কালেমা পড়তে হবে? (একটু মজা করলাম)

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৫

শুভকবি বলেছেন: =D

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭

আলোকিত-পৃথিবীর-সন্ধানে বলেছেন: এই রেডিও পেজ গুলোতে যে পরিমান লাইক, কোন বানিজ্যিক পেজেও এত লাইক নাই। সবই সম্ভব হয়েছে শুধু ধর্মের নামে প্রতারনাকারি পোষ্টের কারনে। আর আমরা তো বাঙালি না বুঝেই কমেন্ট শেয়ার করি। ধন্যবাদ পোষ্টের জন্য।।।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৫

শুভকবি বলেছেন: আপনাকেও সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

শুভকবি বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.