![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকদিন আগে ফেসবুকের টাইমলাইনে দেখেছিলাম জাপানিদের এদেশে এসে রাস্তার ময়লা পরিস্কার করতে। আর আমাদের দেশের কিছু উদ্ভট জনগণ ব্যস্ত ছিল ক্যামেরা নিয়ে তাদের ছবি তুলতে। হাউ ফানি
গত পরশু চট্টগ্রামে আগ্রাবাদের রাস্তায় এক প্রতিবন্ধী মা যখন রাস্তায় প্রসব বেদনায় ছটফট করছে ঠিক তখনই একদল উদ্ভট জনগণ হাজির যারা সেই মায়ের কাছে না গিয়ে ব্যস্ত মায়ের লজ্জাস্থান ধারনে। এবং দুর্ভাগ্য এখানেই যে তাদের সেই ক্যামেরার সামনেই প্রতিবন্ধী মা জন্ম দেন এক মেয়ে শিশুর।
বাবা-মায়ের কোন ক্লাসিফিকেশান হয়না। একটাই পরিচয় তারা বাবা-মা।
আমাদের মনুষ্যত্ব আজ কোথায় গিয়ে ঠেকেছে যে একজন মা(হোক সে প্রতিবন্ধী মা) কিভাবে সন্তান দেন সেটাও ছবি তুলে রাখতে হয়
মা-কে নগ্ন দেখতে ও প্রকাশ করতে আমাদের একটুও বুকে বাধেনা।
এই উদ্ভট লোকেরাই রাজনদের ঘাম খাইয়ে মারে আর সেই দৃশ্য ধারন করে।
এরাই "রাহুল" হয় যারা প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে চড়-থাপ্পড় দিয়ে অনলাইনে প্রচার করে।
আর এদের বদান্যতাতেই অনলাইনে ভাল কিছু সার্চ করতে গেলেও বেড়িয়ে আসে তাদের কদর্য কান্ড
ইতি টানছি সরল পদ্যেঃ
তার প্রতিবাদহীন প্রাকৃতিক নগ্নতা
বন্দী করে এখন সাংবাদিক,ঝুলন্ত ক্যামেরা নিয়ে ফটোগ্রাফার
ফিরে যাচ্ছে পত্রিকার বিভিন্ন পাতায়
অসহায়,সেই মুখ আজ নিরব-বাকহীন ফ্যালফ্যাল চোখে কেবল তাকিয়ে
তবুও আগের মতন আর বলছে না, বলবে না;
‘আমি কিছুতেই ছবি তুলবো না,তুলতে দিবনা............…’
যেন তার সমস্ত লজ্জার ভার এখন আমার।
কেবল আমার
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮
শুভকবি বলেছেন: দাদা, আপনাকেও
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১
বিজয় নিশান ৯০ বলেছেন: মনুষ্যত্ব আজ বইয়ের পাতায় পাতায়। মনুষ্যত্ব আজ টকশোর মুখরোচক শিরোনাম। মনুষ্যত্ব আজ মানুষরুপী জানোয়ারদের মুখের বুলি।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
শুভকবি বলেছেন: সুন্দর বলেছেন, মন্তব্যটি ভাল লেগেছে
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
সুমন কর বলেছেন: এখন আর মানুষ বলে কোন প্রজাতি নেই !! সবাই অমানুষ !!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯
শুভকবি বলেছেন: পশুদের মাঝেও কিছু নীতি আছে যা মানুষের আজ নেই
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১১
জাহিদ হাসান মিঠু বলেছেন:
ভাই আপনার লেখাটা পড়ে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে।
ধন্যবাদ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫১
শুভকবি বলেছেন: কষ্ট প্রতি মুহূর্তেই লাগে। জাতি হিসাবে আমরা আজ সব ক্ষেত্রেই রসাতলে যাচ্ছি
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৪
রিকি বলেছেন: মনুষ্যত্ব তুমি কোথায়????
উত্তর- বাংলা সাহিত্যের কিছু প্রবন্ধে !!! এ বাদে মানুষের মাঝে তো এটা আর নেই !!!! অনেক আগেই উবে গেছে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫২
শুভকবি বলেছেন: তবে কষ্ট এখানেই, আমি এর থেকে উত্তরনের আশা কিছুই দেখিনা
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬
মাঘের নীল আকাশ বলেছেন: পৃথিবীর একটি নিকৃষ্টতম জাতি হবার জন্য মানসিকতায় যা যা থাকা প্রয়োজন, তার সবই আমাদের আছে!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪
শুভকবি বলেছেন: শুধু কি তাই??? পশুর সাথে পাল্লা দিয়ে চলছে আমাদের মানুসিকতা। নিচে নামতে নামতে অবশিষ্ট আর কিছুই নেই
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ