![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্রোতের প্রতিকূলেই হয়ত লিখছি তাই কে কিভাবে নিবে জানিনা। কিন্তু মনে কিছু বিষয় উকি দিচ্ছে সেগুলোরই উদ্গিরন ঘটাচ্ছি, সেই সাথে আছে কিছু প্রশ্ন। আমি চাই কেউ যেন আমার প্রশ্নগুলোর সদুত্তর দিক, আমার ধারনা ভাঙ্গাক।
গত কিছুদিন পূর্বে আমি মেডিক্যাল এডমিশন নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। সেই লিংক বিভিন্ন জায়গায় সাবমিট হবার দরুন সেখানে ছিল সিন্ডিকেট গালির সমাহার,ছিল আইডি রিপোর্ট। অনেকটা বিরক্ত হয়েই নিজ ফেসবুক আইডি ডিএক্টিভ করে দিয়েছিলাম। ভেবেছিলাম এই নিয়ে আর একটি কথাও বলবনা। কিন্তু ইনবক্সে এত বেশি গালির ফুলঝুড়ি আর চারিপাশের হুজুক দেখে কিছু কথা বাধ্য হয়েই লিখছি।
প্রশ্ন ফাঁস হয়েছে (????) নিয়ে চলছে তর্জন-গর্জন কিন্তু আজ প্রায় ২০ দিন হয়ে গেছে কোন সুরাহা হয়নাই। আমিও হুজুকের সাথে রিটেক চাই কিন্তু আমাকে এই বিষয়গুলো বুঝান, প্লিজঃ
১। যে সমস্ত সেকেন্ড টাইমার ভর্তিচ্ছু শিক্ষার্থী পাবলিক ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটগুলোতে ভর্তি ছিল তারা যখন এইবার মেডিক্যালে চান্স পাওয়ার পর তাদের পূর্ববর্তী ভর্তি বাতিল করে মেডিক্যালে ভর্তি হল,এখন যদি রিটেক হয় তবে তাদের কি অবস্থা হবে???? তাদেরতো দুটি ভর্তিই বাতিল হল। এই খেসারত কে দিবে????
২। আমরা জানি এডমিশনের জন্য কতটা তীব্র পরিশ্রম করতে হয়,এ জন্য প্রতিটি মুহূর্তের দাম অমূল্য। তাহলে যে ২০টি দিন হারিয়ে গেল এই ২০ টি দিনের মুহূর্তগুলো কে ফিরিয়ে দিবে???
৩। মেনে নিলাম, একটি প্রশ্নও যদি আউট হয় তবে রিটেক নেয়া দরকার। তাহলে একটি বিষয়ের জবাব চাই, যখন পি,এস,সি, জে,এস,সি, এসএসসি, এইচএসসির প্রশ্ন গনহারে মাথাপিছু প্রতিতে আলকাতরা আকারে বিলি হয় তখন সে সমস্ত পরীক্ষা রিটেক নেয়া কেন হবেনা??? স্ক্রিন শর্টের পাতাগুলোতে এইসব এক্সামের দিনের টাইমলাইন চেক করুন এখনো ইভিডেন্স ঝুলছে। এগুলো জ্বলন্ত প্রমান। কোন ধোয়াশা নেই। তাই পাবলিক এক্সামগুলো রিটেক করেন প্লিস!!!!!!
এখন যারা চান্স পেয়েছে এহেন অরাজকতার দরুন না পারছে তারা শান্তিতে থাকতে আর যারা চান্স পায়নি এবং যারা (ভর্তিচ্ছু) আন্দোলন করে স্টাডি টাইম কিলিং করে পরবর্তী পরীক্ষার ক্ষতি করছে এদের দায় কে নিবে????
আর আন্দোলন করতে হলে মিথ্যে আশ্বাস আর অলিকের আশ্রয় নিয়ে নিয়ে উস্কানি দেয়ার মানে কি??? সত্যের তো মিথ্যের সহায়তার দরকার নেই!!!! (উদাহরন, প্রধানমন্ত্রী কর্তৃক পিজি হসপিটালের প্রোভিসিকে রিটেকের ব্যাপারে ফোন প্রদান। ) আন্দোলন করতে গিয়ে কি কারনে মিথ্যের আশ্রয় নিয়ে জাতির আবেগ নিয়ে খেলতে হবে?????
প্লিজ, আবেগ নয়, বিবেক দিয়ে অনুধাবন করুন। বিশৃঙ্খল পরিস্থিতির অবসান ঘটিয়ে জাতিকে রেহাই দিয়ে সরল সমাধানে ইতি টানুন।
কোমলমতি শিক্ষার্থীদের পুজি করে আমার-আপনার বা অন্য কারোরই খেলা করার অধিকার নেই।
©somewhere in net ltd.