![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশৃঙ্খল আমার জীবন, বিচিত্র আমার স্বভাব। অনিচ্ছাসত্ত্বেও তবু কিছু শৃঙ্খলের বেড়ীতে বাঁধা আমি। একমাত্র লক্ষ্য, এই শৃঙ্খল ভেঙে মুক্ত হওয়া। নির্মল, বিশুদ্ধ পবনে শ্বাস নিতে চাই। অসীম নীল আকাশে ডানা মেলতে চাই। চাই দিক-দিগন্ত, সীমা-পরিসীমা পেরিয়ে অজানার পানে ছুটতে। চাই তিমির রাতে ঝিঁ ঝিঁ পোকার ডাক শুনতে। সঙ্গ চাই অযুত জোনাকীর। চাই পূর্ণিমা রাতে ভরা শশীর জ্যোৎস্নায় অবগাহন করতে। চাই শেয়ালের ডাক শুনতে। বৃষ্টির সাথে ঝাঁপিয়ে পড়তে চাই বর্ষার প্রথম জলে। চাই স্নিগ্ধ সবুজের স্পর্শ পেতে। চাই স্বাধীনতা, চাই নীল আকাশে ডানা মেলা বিহঙ্গের সঙ্গী হতে। চাই মুক্ত জীবন, চাই নীল ফুঁড়ে গিয়ে সূর্যটাকে ছুঁয়ে দিতে।
কথা বলছি, শব্দ সৃষ্টি হচ্ছে। আরেকজনের কানে তা পৌঁছে যাচ্ছে। সে আমার কথা, আমার বলা কথা বুঝতে পারছে। মুখে উচ্চারিত কিছু শব্দ বা কাগজে লেখা(এখন অবশ্য লেখাটা কাগজে সীমাবদ্ধ নেই) কিছু প্রতীক বা চিহ্ন আমার চিন্তা, আমার অনুভূতি ছড়িয়ে দিচ্ছে অন্যের মাঝে। অদ্ভুত, অদ্ভুতুড়ে রকমের অদ্ভুত লাগে যখন ভাবি, যদি ভাষা না থাকতো!!! সৃষ্টিকর্তা মানুষকে যত ক্ষমতা দিয়েছেন তার মধ্যে কথা বলার ক্ষমতা বা ভাব প্রকাশের ক্ষমতা একেবারে প্রথম সারিতে থাকবে বলেই আমার মনে হয়।
জন্মের পর মায়ের মুখের বোল শুনেছি। কান হয়ে হৃদয়ে পৌঁছেছে মধুর বাংলা। "খেয়েছি, পড়েছি, করেছি জাতীয় প্রমিত বাংলা না, খাইসি, করসি, পড়সি জাতীয় বাংলা। যদিও মা এবং আমার পরিবার চাইত আমি যেন শুদ্ধভাবেই বাংলাটা বলি। তবে আমার মাতৃভাষা যে তোমার ভাষা, "আম্মা"। চিন্তা করি, ঘুমাই, খাই, স্বপ্ন দেখি, সবই তোমার ভাষায়।
এক বড় ভাইয়ের কাছে শুনেছি, প্রতি ৩০ কিলোমিটারে ভাষা বদলায়, প্রতি ত্রিশ বছরে ভাষা বদলায়। ভাষা বদলাবে, মায়েরা কথা বলবে একেক ধরণের ভাষায়। তবে, সন্তানেরা কথা বলবে মায়ের ভাষাতেই।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাণঢালা শুভেচ্ছা। সকল ভাষাশহীদ আর সকল ভাষাসৈনিকের প্রতি বিনম্র শ্রদ্ধা। তোমাদের কল্যাণেই পৃথিবী ভাষাবৈষম্যহীন হয়েছে, হচ্ছে। সর্বোচ্চ কৃতজ্ঞতা সকল মায়ের প্রতি।
©somewhere in net ltd.