![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আম খাব জাম খাব
আরো খাব কলা,
আংগুর খাব বেদানা খাব
আরো খাব কমলা।
চকলেট খাব না
খাব বেশী ফলমুল,
কুল আছে বেল আছে
আরো আছে জামরুল।
কাঠাল বাতাবী লেবু
শশা আর পেয়ারা,
এইসব ফল খেয়ে
ফিরাবো মোর চেহারা।
শাক সবজি বেশী খাব
খাব বেশী দুধ ডিম,
আলু আছে পটল আছে
আরো আছে শিম।
শাকসবজি ফলমুল
যদি বেশী খাই,
শরীরের জন্য তবে
কোন চিন্তা নাই।
ভাল থাকবে দেহ
ভাল থাকবে মন,
ফুলের মত গড়ে উঠবে
মোদের এ জীবন।
©somewhere in net ltd.