নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিদ্ধার্থ ভট্টাচার্য্য

সিদ্ধার্থ ভট্টাচার্য্য › বিস্তারিত পোস্টঃ

শূন্যতা

২২ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:০৪

ঘিরে ধরে আমায় এক অসীম শূন্যতা,
ভাবি তুমি আসবে বা আসবে না।
এই নীরব রাত্রির অপেক্ষার সীমানায়,
তোমার প্রতিধ্বনি শুনি বারবার, তবু তুমি আসবে না।

একা এই পথে হাঁটি, যেথায় তোমার পায়ের ছাপ,
মনে এখনও বেজে ওঠে তোমার হাসির শব্দ।
তবু এই শূন্যতা ভরে ওঠে না,
প্রতিটি মুহূর্তে তোমার অভাব আরও বেশি টের পাই।

চাঁদের আলোয় আমি খুঁজি তোমার মুখ,
বাতাসে খুঁজি তোমার স্পর্শ।
তুমি নেই বলে এই পৃথিবী মনে হয় খুব ছোট,
আর এই রাত হয়ে উঠে বেশি দীর্ঘ ও গভীর।

আমি জানি সময় আমায় শিখিয়েছে অপেক্ষা,
কিন্তু এই বিরহের ব্যাথা সহ্য করা কঠিন।
তবু আশায় বুক বাঁধি, হয়তো একদিন,
তুমি আসবে, ভরিয়ে দেবে এই শূন্যতা, আমার প্রতীক্ষার অবসান ঘটাবে।

পর্যন্ত, সেই দিন আসা পর্যন্ত,
আমি রাখব তোমার স্মৃতির প্রদীপ জ্বালিয়ে।
তোমার অনুপস্থিতির এই বিরাট শূন্যতায়,
অপেক্ষা করব, তুমি আসবে, আসবে না?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: সহজস সরল সুন্দর কবিতা।

২| ২৩ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:১৬

সিদ্ধার্থ ভট্টাচার্য্য বলেছেন: ধন্যবাদ।

৩| ২৪ শে মার্চ, ২০২৪ সকাল ১০:৪০

ভগবান গণেশ বলেছেন: গদ্য কবিতা লিখেছেন। কিন্তু ছন্দটা বুঝতে পারিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.