![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসায় মুখোমুখি নিরবতা শ্রেষ্ঠ সময় আড়াল জানালায় কবিতা ছড়িয়ে শূণ্যতার ফিরতি ট্রামে রোমন্থন হবে কোলাহলময় ------ ব্লগিয় প্রিয় কবি স্বদেশ হাসনাইন। ...যে শাড়িটা তুমি পরো আনন্দে, মেঘের দিনে, আমি তা টানতে থাকি ঝড় আর বৃষ্টির দিকে, কিংবা যে শাড়ীটা তুমি পরো রোদের ভিতর, আমি তা লন্ড-ভন্ড করে দিই উত্তাল করে দিই বাতাসে বাতাসে, আর আজকাল আমার ভালোবাসাটা এরকমই দুরন্ত ... আরেক প্রিয় দূর্দান্ত কবি বীণা।
চারদিকে চলছে ভোজ উৎসব । জনগণ, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ক্ষমতা, উন্নয়ন, নির্দলীয়, আরও নানান রকম শব্দ সহকারে ভোজ।এই ভোজ বিরতিহীন।ভোজ বিরতিতে পায়ু পথের উপসর্গ সহ নানান অনর্থ দেখা দিতে পারে।সম্মানিতেরা তাই দিবা-রাত্রি এই ভোজ উৎসবে মেতে থাকেন।এদিকে লাশ দিয়ে দৈনন্দিন আহার সারে ১৬ কোটি মানুষ।কচিঁ-যুবা-বৃদ্ধ, পিতা-মাতা-ভ্রাতা-কন্যা, নানান রকমের লাশ। নির্দ্বিধায় খাবারের লোকমার ভেতর পুড়ে দেয় গলিত লাশের টুকরা, বিকারহীনদের রসনা-দাঁতের সমন্বয়ে চর্বিত হয় কচিঁ-যুবা-বৃদ্ধ লাশের রক্ত-মাংস-হাড়।নাসারন্ধ্রের ভেতর দিয়ে মস্তিষ্কের হাইপোথ্যালামাস জোনে অনুরণণ তোলে লেহ্য-চর্বিত প্রিয়ের লাশের গন্ধ। লাশের প্রোটিনে উজ্জীবিতের শীৎকার ধ্বনির প্রতিধ্বনিতে ওদিকে ভুঁড়োদের বিরামহীন শব্দভোজ চলতে থাকে অনন্ততকাল...অতৃপ্ত স্ফীত ভুঁড়ি হতে থাকে স্ফীত-তর-তম..... ।
কোন পথ নাই তোর; হয় লাশ খা নতুবা শব্দ।
১৯ শে মার্চ, ২০১২ ভোর ৬:৪৮
স্তব্ধতা' বলেছেন: ঠিক কোনটা আর বেঠিক কোনটা? হিতাহিতরে বিচার কে করে? হিরক রাজ।যাদু মন্ত্রের বিজ্ঞানী আরও শক্তিশালী যাদু মন্ত্রে দিক্ষীত, হিরক রাজের দড়ি ধরে টান মারার শক্তি কই? পাঠে ধন্যবাদ এবং এ পর্যন্তই।
২| ১৫ ই মার্চ, ২০১২ সকাল ৮:৫৪
লেখোয়াড় বলেছেন:
অনেক দিন পর দেখলাম আপনাকে। তাই আর দেরী না করে দেখা করে গেলাম।
কেন আছেন? ব্যস্ততা কি কমেছে আপনার?
লেখার কথা আর কি বলবো। বাস্তবতার সব অলংকার আপনার লেখায় থাকে সব সময়।
কি লেখায কি মন্তব্যে।
ভাল থাকুন। বেশি বেশি ব্লগে আসুন।
ধন্যবাদ।
১৯ শে মার্চ, ২০১২ ভোর ৬:৫৫
স্তব্ধতা' বলেছেন: হাহ্ । অলংকারে অলঙ্করণ আর কতো? অলঙ্কার নিরাবরনের সময় কবে হবে? ন্যাংটা হয়ে ন্যাংটা করে সজোরে আঘাত....সুললিত পদ্যের বৃত্তের বাইরে সুকান্তর শক্ত কঠিন গদ্যর মতো।
ভালো থাকবেন আপনিও। উপেক্ষার প্রয়োজনে অতি পুরোনো একটি অজুহাত হলো 'ব্যস্ততা' ।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:১৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: লেখা না, যেন উত্তপ্ত মিসাইল।
+++++++++++++++++++++
১৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৪২
স্তব্ধতা' বলেছেন: প্রতিদিন টিভি ছাড়লেই লাশ, খুন..এগুলি ছাড়া আজকাল খবর গুলোও পানসে লাগে। খাবারের সময় দু'একটা রক্তাক্ত শরীর না দেখলে খাবার গুলোও যেন মুখে বিদ্রোহ করে বসে। জানিনা সামনে আরো কি আছে? শুধু একটাই কামনা, আমার দেশের প্রতিটা কণা, ধুলা বালু, সবাই ভালো থাকুক, সবাই দুধে ভাতে না থাকুক অন্তত অপমৃত্যুর লাশ হওয়ার থেকে পরিত্রাণ পাক।
আপনাদের ব্লগ দিবস সফল হোক।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৪৬
অপূর্ণ রায়হান বলেছেন: হয় লাশ খা নতুবা শব্দ। অসাধারণ +++++++++
ভালো থাকবেন ।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৪৬
অপূর্ণ রায়হান বলেছেন: হয় লাশ খা নতুবা শব্দ। অসাধারণ +++++++++
ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১২ সকাল ৮:৩৪
Nahid Parvez বলেছেন: একদম ঠিক বলেছেন।