নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেখানে আইন আছে, সেখানে স্বাধীনতা নেই । সো ইফ ইউ টিচ মি রুলস, আই উইল টিচ ইউ হাউ টু ব্রেক দেম ।

সশঙ্ক

সশঙ্ক › বিস্তারিত পোস্টঃ

দেশ এবং স্বাধীনতা

০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৯:১২

দেশটা কি এই জন্য স্বাধীন করছিল মুক্তিযোদ্ধারা... ত্রিশ লাখ লোখ বুকের তাজা রক্তকে ঢেলে দিয়েছিল... দুই লাখ মা-বোন সভ্রম হারিয়েছিল... শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরী, ডা. ফজলে রাব্বী, জহির রায়হানের মত হাজারো দেশরত্নরা চলে গিয়েছিল না ফেরার দেশে... :(

শেখ মুজিব নিজেও ভাবেন নাই, যার জন্য দেশের স্বাধীনতা সেই নিজের দেশের মানুষের হাতে তার প্রাণ যাবে...জাতীয় চার নেতাকে এভাবে রক্ষকদের হাতে মরতে হবে... তারা কখনো ভাবেন নাই একদিন মসজিদে-মন্দিরে হামলা হবে, পুরোহিত-মোয়াজ্জেম-ফাদারদের এভাবে নৃশংসভাবে হত্যা করা হবে, শোলাকিয়ার ঈদের জামাতের পাশে জঙ্গি হামলা হবে... শায়খ আব্দুর রহমান-বাংলা ভাইয়ের মত সৃষ্ট হিংস্র জঙ্গিদের স্প্রিন্টারের আঘতে ছিন্ন-বিচ্ছিন্ন করবে সাধারণ মানুষের প্রাণ...এসব জানলে ইতালীয়-জাপানী নাগরিকরা এদেশে(গুলশানে) আসত না... আর রাজনৈতিকদলগুলোর আন্তঃ ও অন্তকোন্দলের কথা তো বাদই দিলাম... যে দেশের লোকদের নিজের দেশের প্রতি ভালবাসা নেই তাদের কাছে এর চেয়ে কি আশা করা যায়...? :/

এভাবে নিজের দেশের লোক একে অপরকে মারবে জানলে দেশটা স্বাধীন করার প্রয়োজন ছিল না... কি দরকার ছিল পাকিস্তানী জানোয়ার আর ইংরেজী নরঘাতক দের এদেশ থেকে তাড়ানোর... নবাব সিরাজদ্দৌলা ভুল করেছিল মির জাফর আলী খাঁ কে বিশ্বাস করে... তেমনি ক্ষুদিরাম-সূর্যসেন-প্রিতীলতারা ভুল করেছিল... ভুল করেছিল রফিক-সালাম-বরকত-জব্বার-শফিউরও... কোন দরকার ছিল না ছয় দফা বা ইহাহিয়া খানের মত নরপশুকে নামানোর গনভ্যুত্থানের... -_-

যে দেশের লোকজন মৌলিক চাহিদাগুলো নিয়ে বাঁচতে পারলেই খুশি, তারা কি বোঝে জঙ্গিবাদের... কি আনন্দ পায় একটা প্রাণের বিনিময়ে আরেকটা প্রাণ নিয়ে... বাঙ্গালীরা মনে হয় একমাত্র জাতি যারা জন্মলগ্ন থেকে কারো না কারো উপনিবেশ ছিল... ভাল ছিল স্বাধীন না হয়ে... তাও তারা নিজেরা নিজেদের মারে নি... আফসোস, বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু প্রকৃত স্বাধীনতা অর্জিত হয় নি... :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.