নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেখানে আইন আছে, সেখানে স্বাধীনতা নেই । সো ইফ ইউ টিচ মি রুলস, আই উইল টিচ ইউ হাউ টু ব্রেক দেম ।

সশঙ্ক

সশঙ্ক › বিস্তারিত পোস্টঃ

অবিকৃত ভালবাসা

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৬

ভালবাসাগুলো সেই আগের মত এখন নেই । এক দেখাতেই কাউকে পছন্দ হয়ে গেলে প্রপোজ করে প্রেম হয়ে যাচ্ছে । যাচ্ছেতাই ভালবাসাগুলো আজ দরদামে কেনাবেচা করা হয় রেস্তোরার মেন্যুতে । লালচে চাঁদেরহাটে নীলচে ভালবাসাগুলো অবিকৃত থেকে যায় দারিদ্র্যের দুষ্টচক্রে ।
প্রথম দেখায় কিভাবে ভালবাসা যায় ? একটা মানুষকে চেনা নেই, জানা নেই । শুধু তার মিথ্যে কথার আশ্বাসে কিনে নেয়া সুখগুলো কি আসলেই চাওয়াপাওয়ার গণ্ডি পেরোতে পারে ?
না । এত সহজে ভালবাসা যায় না । এক পা দু’পা করে হাটতে শেখা, এরপরই হয় ভালবাসার পদসঞ্চালন । দরজার ওপাশে তার অদেখা উপস্থিতি নির্লিপ্ততা দেয় ।
মুখের কথার ভালবাসাগুলো দৃষ্টির অবাধ্য নেশায় বাঁধা পরে থাকে । থাকে সেখানে যৌবনের তাড়না । শরীরের বিষাক্ত চাহিদা । ছুঁয়ে দেখা ভালবাসায় থাকে বিকৃত অভিব্যাক্তি ।
ভালবাসাগুলো বদলে যাচ্ছে জেনারেশনের বিশ্রী পরিবর্তনে । অনেকটা ড্রইয়িংরুমের শোকেচে শোঅফ করার মত । নাস্তার টেবিলে যৌনতার কাছে বিক্রি হয়ে যাচ্ছে বিচ্ছিন্ন আবেগ ।
তাই বেঁচে থাক নির্ঘুম নির্লোভ অদেখা অবিকৃত ভালবাসা । :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.