নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেখানে আইন আছে, সেখানে স্বাধীনতা নেই । সো ইফ ইউ টিচ মি রুলস, আই উইল টিচ ইউ হাউ টু ব্রেক দেম ।

সশঙ্ক

সশঙ্ক › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৮

খুব সহজে যদি ভালোবাসা বলে দেয়া যেত
খুব কি ক্ষতি হত,
তবে তোমার মনের অজানা রহস্যটা জানা হত না
তোমাকে বুঝতে এতটা সময় লাগতো না
তোমার হাতে হাত রেখে বাদাম ছোলা হত না
কি ভাবছ, তোমাকে রাগাচ্ছি কেনো...?
তুমি রাগছ না তাই... তুমি রাগলে তোমার ট্যাপা মাছের মত ফোলা চেহারা দেখতে ভালো লাগে
তোমার কপালে ঘামগুলো তরতর করে গরতে থাকে
তুমি কান্নার ভান করে নাক ভেজাও
চোখগুলো সিলভারের কয়েনের মত বড় বড় করে তাকিয়ে থাকো
তোমার ফরসা মুখটা বাদামী লাল হয়ে যায় তরমুজের মত
এরকম বিশ্রী উপমা দিচ্ছি কেনো বলবে যানতাম
এতদিন তোমাকে শুধু ভালবাসার কথা বলেছি, গোলাপের পাপড়ি থেকে সমুদ্রের শৈবালে নিয়ে গেছি
আজ আর সে সময় হাতে নেই
আজ যে বড্ড তারা
কোথায় যাবো জিজ্ঞাসা করবে না... এমনিতেই অনেক দেরি হয়ে গেছে
অনেক কথা, অনেক গল্প ছিল
এতদিন তোমার প্রতিটি কথা মনযোগ দিয়ে শুনেছি
আজ আমার কথা শুনবে
না এটা প্রতিশোধ, প্রতিহিংসা বা আক্ষেপ ও না...
ভালবাসার প্রতিদান
শোনো, তুমি যতনা রাগ করো তার চেয়ে বেশি দেখাও তোমার চোখে-মুখে, একটা বদ্ধ অস্থিরতা
তোমার আধ-বিলাসী ভালবাসা
তোমার ক্ষুতক্ষুতে আহ্লাদ
তন্নতন্ন করে খুজে বেরানো মায়াবী অভ্যাস
আদরের আপ্লুত কন্ঠে এঁকে দেয়া চুমু
ভালোবাসার ডানা মেলে বেড়াই তোমার বাধনহারা আকাশে
তোমার হাতে হাত রেখে আমার গায়ের শিউরে ওঠা লোমগুলো গুনে ফেলতে চাই একদমে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৮

রহস্যময় জিবন বলেছেন: অসাধারণ !!

২| ২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৯

সশঙ্ক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.