নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেখানে আইন আছে, সেখানে স্বাধীনতা নেই । সো ইফ ইউ টিচ মি রুলস, আই উইল টিচ ইউ হাউ টু ব্রেক দেম ।

সশঙ্ক

সশঙ্ক › বিস্তারিত পোস্টঃ

পথ যে বহুদূর

২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

_পোলা মানুষ এত শুকনা হয়!
(বাসায় খাওয়ায় না?)

_মাইয়াডা এত মোটা ক্যান?
(খাওয়াদাওয়া কমায় কইরো পরে দেখবা কেউ বিয়ে করবে না)

_কি লম্বা আল্লাহ্‌। পুরাই তালগাছ
(এত লম্বা দেখতে ভাল্লাগেনা। কোনো সাইজ নাই)

_মাইয়াডা এত্ত শর্ট।
(ছোটবেলায় হরলিক্স খাওনাই? কমপ্ল্যান খাবা বুঝচ্ছো? দড়ি লাগায়া ঝুইলা থাইকো লম্বা হবা)

_এত কালো মেয়ে। ফেস এ কোনো আর্ট নাই।
(বিয়ে দিতে খবর আছে বাপ-মার)

_বেশি ফর্শা। পোলা মানুষ এত ফর্শা হইলে ভাল্লাগে না।
(হিজড়া হিজড়া লাগে)

_মাইয়ার এত রাগ।
(শশুর বাড়ি গেলে কপালে দুর্গতি আছে। মিলেমিশে খাইতে পারবো না)

_বলদ পোলা।
(বউ যা কয় তাই শুনে, একদিন উড়াল দিলে বুঝবো। এইসব পোলাগরে মাইয়ারা ভাঙাইয়াই খায়)

_মাইয়াডা বেশি ভদ্র। কাউরে দেখলে কথাই কয়না।
(এমনে থাকলে কি সমাজে চলা যায়? একটু চালাক হওয়া লাগে)

_সব কাজ পারে মাইয়া
(বেশি পারে। বেশি বুঝে। বেশি পাকনা)

_পোলা পড়াশুনা করেনা।
(জীবনে করবো কি? বউ পালবো কেম্নে? এইগুলা কি পোলা মানুষ)

_মেয়ে যদি ভার্সিটি পড়ুয়া হয়।
(মাইয়া মানুষের এত পড়াশুনা ভালোনা। এগুলাই খারাপ কাজ করে ভার্সিটি গিয়া গিয়া। ফ্রেন্ডদের চক্করে পইরা নষ্ট হয়ে যাবে। প্রেম কইরা পাকনা হইয়া যাইবো। মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেয়াই ভালো। পরে বাপ-মার মানসম্মান নষ্ট করবো)

"সুশীল সমাজের" এই কথাগুলো শুনতে শুনতেই দিন পারে হয়ে যায় আমাদের জেনারেশনের ছেলেমেয়েদের... তাই ছেলেমেয়েদের উচিৎ নিজেকে জানা, নিজেকে বোঝা... লোকজনের মুখ আছে, কথা বলবেই... কেউ তা আটকাতে পারবে না... নিজের বুদ্ধি, বিবেক, বিচক্ষণতা দ্বারা এসব কানাঘুষো কথা এরিয়ে চলতে হবে সামনে... পথ যে বহুদূর... :)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২৬

তানভীর রাফি বলেছেন: যারা মন্তব্য করে তারাই বা কতটুকু ঠিক?

২| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৭

সশঙ্ক বলেছেন: সেটাই বলছিলাম...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.