নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেখানে আইন আছে, সেখানে স্বাধীনতা নেই । সো ইফ ইউ টিচ মি রুলস, আই উইল টিচ ইউ হাউ টু ব্রেক দেম ।

সশঙ্ক

সশঙ্ক › বিস্তারিত পোস্টঃ

হতাশা এবং সোস্যাল নেটওয়ার্কিং

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৩

একটা মানুষের বাস্তব জীবনের সাথে স্যোসাল লাইফের অনেক ব্যবধান... বাস্তব জীবনের স্বাভাবিকতা এখানে নেই, আছে কিছু হতাশায় ডুবে থাকা মানুষের ব্যার্থ চিৎকার... মানুষ যা না তাই দেখাতে চায়... স্যোস্যাল নেটওয়ার্কিং শো অফ করার একটা জায়গা মাত্র... মানুষ যখন একঘেয়েমি হয়ে ওঠে, তখন বিনোদন (!!!) এবং তথাকথিত সামাজিক যোগাযোগ করার জন্য এসব সাইটে ঢোকে... ভাবলেশহীনভাবে স্ক্রল করতে থাকে বিরতিহীন নিউজফিড... কিছুদিন আগে একটা গবেষণায় দেখা গেছে, যারা হতাশায় ডুবে থেকে ফেসবুকের মত সামাজিক যোগাযোগের সাইটে ঢোকা উচিৎ নয়... এতে হতাশা বরঞ্চ বাড়েই...

কারণটা খুবই স্বাভাবিক... এসব সাইটে মানুষ যা করেনা তাও ফলাও করে প্রচার করে... ঘুমিয়ে থেকে চেক ইন দেয় Travelling To অমুক Place... আবার মুভি দেখা শুরু না করেই কি স্ট্যাটাস দেব ভাবতে থাকে, Watching ব্লাব্লা... Google থেকে সুন্দর খাবারের ছবি ডাউনলোড দিয়ে বলে তমুক Restaurant অথবা কফিশপে... Listening হিন্দি "রুমান্টিক" song... etc...

এসব আধিক্যের চর্চায় শুধু কপটতা থাকে, বাস্তবতা অনেক কঠিন... Feeling depressed, ভাল্লাগেনা, Thinking About Life -- এগুলো শুধু মনে চেপে যাওয়া কথাগুলো ফেসবুকে এসে বমি করার মত... কাউকে বলতে না পেরে নিজেকে হালকা হওয়া ছাড়া আর কিছুই না... বাস্তবতা অনেক দূর... জীবনে সামান্য কষ্টে হাপিয়ে উঠে ফেসবুকে স্ট্যাটাস দেয়া এই মানুষগুলো এখনো হতাশার নির্মমতাই দেখেনি...

উপরন্তু, আমার হতাশা, আমার কষ্টগুলো মানুষকে জানিয়ে সিম্প্যাথি গেদার না করে, মানুষকে হতাশা দেয়ার চাইতে সেগুলো সাদা কাগজে লিখে ফেলুন... :)
" Social networking is nothing but showoff of EGO and self-focusing. "

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:২০

কাঠমিস্ত্রি বলেছেন: " Social networking is nothing but showoff of EGO and self-focusing. "
সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.