![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৪৭ বছর ধরে কিউবার ক্ষমতায় থাকার পরও রাজধানী হাভানাতে রাস্তাঘাটে কোথাও ফিদেল ক্যাস্ট্রোর কোন ছবি বা মূর্তি নাই । যা আছে তাও চে গুয়েভারার ।
আর বাংলাদেশের আনাচকানাচে মৃত্যুর ৪২ বছর পরেও বঙ্গবন্ধুর ছবি জ্বলজ্বল করছে । বস্তুত জাতির পিতার ছবি থাকাটা খুব বেশিই স্বাভাবিক ।
কিন্তু যারা কোনদিন ক্ষমতায়ও যায় নি বা চামচামি করে এখনো নেতাদের পিছনে ঘুরে বেড়ায় তাদের ছবিতেও ছেয়ে গেছে পুরো শহর ।
এর চেয়ে যদি বীরশ্রেষ্ঠদের অথবা শহীদ বা জীবিত মুক্তিযোদ্ধাদের ছবি থাকত, তাতেও জাতি তাঁদের স্মরণ করত ।
১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
সশঙ্ক বলেছেন: আপনি ভাবার্থ ধরতে পারেন নি । পুরোটা আবার পড়ে স্বাপেক্ষটাকে মেলালে কৃতজ্ঞ হব ।
২| ১১ ই মে, ২০১৭ রাত ৮:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: গরীবের আবেগ একটু বেশী। যেদিন ইউরোপ আমেরিকার মত উন্নত আর সভ্য জাতি হব, সেদিন এসব নেতা ফেতার পোস্টার আর দেখতে হবে না...
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৭ দুপুর ১২:৫০
অদ্বিত বলেছেন: ফিদেল ক্যাস্ট্রো কিউবার জনগণের জাতির পিতা ? শুধু ক্ষমতায় থাকার কারণে তো আর ছবি লাগানো যায় না ? বঙ্গবন্ধু না থাকলে মুক্তিযোদ্ধাদের মধ্যে মুক্তিযুদ্ধ করার সাহসই আসত না। বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের চেয়ে বঙ্গবন্ধুর অবদান বেশী। তাহলে ? বঙ্গবন্ধুরই ছবি, মূর্তি থাকতে হবে।