নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেখানে আইন আছে, সেখানে স্বাধীনতা নেই । সো ইফ ইউ টিচ মি রুলস, আই উইল টিচ ইউ হাউ টু ব্রেক দেম ।

সশঙ্ক

সশঙ্ক › বিস্তারিত পোস্টঃ

পোস্টারের প্রতিমূর্তি

১১ ই মে, ২০১৭ সকাল ১০:৪৭

৪৭ বছর ধরে কিউবার ক্ষমতায় থাকার পরও রাজধানী হাভানাতে রাস্তাঘাটে কোথাও ফিদেল ক্যাস্ট্রোর কোন ছবি বা মূর্তি নাই । যা আছে তাও চে গুয়েভারার ।
আর বাংলাদেশের আনাচকানাচে মৃত্যুর ৪২ বছর পরেও বঙ্গবন্ধুর ছবি জ্বলজ্বল করছে । বস্তুত জাতির পিতার ছবি থাকাটা খুব বেশিই স্বাভাবিক ।

কিন্তু যারা কোনদিন ক্ষমতায়ও যায় নি বা চামচামি করে এখনো নেতাদের পিছনে ঘুরে বেড়ায় তাদের ছবিতেও ছেয়ে গেছে পুরো শহর ।

এর চেয়ে যদি বীরশ্রেষ্ঠদের অথবা শহীদ বা জীবিত মুক্তিযোদ্ধাদের ছবি থাকত, তাতেও জাতি তাঁদের স্মরণ করত । :)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৭ দুপুর ১২:৫০

অদ্বিত বলেছেন: ফিদেল ক্যাস্ট্রো কিউবার জনগণের জাতির পিতা ? শুধু ক্ষমতায় থাকার কারণে তো আর ছবি লাগানো যায় না ? বঙ্গবন্ধু না থাকলে মুক্তিযোদ্ধাদের মধ্যে মুক্তিযুদ্ধ করার সাহসই আসত না। বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের চেয়ে বঙ্গবন্ধুর অবদান বেশী। তাহলে ? বঙ্গবন্ধুরই ছবি, মূর্তি থাকতে হবে।

১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

সশঙ্ক বলেছেন: আপনি ভাবার্থ ধরতে পারেন নি । পুরোটা আবার পড়ে স্বাপেক্ষটাকে মেলালে কৃতজ্ঞ হব ।

২| ১১ ই মে, ২০১৭ রাত ৮:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গরীবের আবেগ একটু বেশী। যেদিন ইউরোপ আমেরিকার মত উন্নত আর সভ্য জাতি হব, সেদিন এসব নেতা ফেতার পোস্টার আর দেখতে হবে না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.