![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রশ্নটা প্রথমে, ধর্ম আগে নাকি মানুষ আগে ?
আমরা যদি বেঁচেই না থাকি তবে আমাদের ধর্ম দিয়ে কি হবে ?
ধর্ম আসলে একটি বোধ
যার বোধ যত উন্নত সে ততো ধার্মিক ... রুদ্র গোস্বামী।
ধর্ম নিয়ে এই উক্তিটাই বেশি গ্রহণযোগ্য মনে হইছে । এই যে হিন্দুধর্মতে যাকে উপবাস বলে তা নিয়ে বিবেকাবন্দই বলেছেন, "না খেয়ে কখনো ধর্ম হয় না ।"
আর ধর্ম মানা বা না মানা অথবা এই নিয়ে মন্তব্য করাটা শুধুই নিজের ব্যাপার । আমি আমার ধর্ম কতটুকু মানব সেটাও আমার উপরই বর্তায় । এটার উপর রাষ্ট্র বা সমাজের কোন এখতিয়ার না থাকাই উচিৎ । কারণ আমি যদি জন্মসূত্রে কোন ধর্মালম্বী হয়ে থাকি তবে অবশ্যই তার নিয়মগুলো জানি । আর এও জানি তা না মানলে বা তার বিরোধিতা করলে তার কর্মফল ভোগ করতেই হবে । কিন্তু আমার প্রশ্ন এখানে রাষ্ট্র বা সমাজ কেন ? আল্লাহ, গড, ঈশ্বর, বুদ্ধ বলে যদি কিছু থেকেই থাকে তবে তাদের কাজটা কোথায় ? আমি যদি সামাজিক বা কোন মাধ্যমে তা নিয়ে মন্তব্য করি তাহলে তা নিজস্ব টাইমলাইনেই করছি, যেখানে আমার সম্পূর্ণ অধিকার ।
বি.দ্র.: আমি আমার ধর্মকে মেনেই কথাগুলো বলেছি ।
©somewhere in net ltd.