নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেখানে আইন আছে, সেখানে স্বাধীনতা নেই । সো ইফ ইউ টিচ মি রুলস, আই উইল টিচ ইউ হাউ টু ব্রেক দেম ।

সশঙ্ক

সশঙ্ক › বিস্তারিত পোস্টঃ

সানি লিওনঃ পর্ণগ্রাফী থেকে বলিউড

১৩ ই মে, ২০১৭ রাত ৯:৪৩

আজ নাকি সানি লিওনের জন্মদিন। নাহ, আমি জন্মদিন উৎযাপনের জন্য আমন্ত্রণপত্র দিতে আসিনি । কিছু মানুষ তার পর্ণগ্রাফী থেকে বলিউডে আসাকে 'কামব্যাক' হিসেবে দেখে ।

আসলেই কি সে ফিরে আসতে পারছে...? "পৃথিবীর লাখো নারীর আদর্শ হওয়া উচিত সানি লিওন।"- এমনটা যারা ভেবে ভেবে থাকে তাদের জন্য ধর্ষণটাও বাণিজ্যিক রূপে যাবে । যে মেয়েটা দারিদ্র্য থেকে বের হয়ে আসার জন্য পর্ণগ্রাফীতে গেছে আবার সেখান থেকে ক্লিন ইমেজ নিয়ে বের হয়ে আসার জন্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে বেছে নিয়েছে, সে কি করে লেডি উইথ দ্যা ল্যাম্পদের কাতারে যায় ।

উল্টোদিকে ঘটছে বিছানায় বীর্যের বদলে টাকার খেলা । বলিউড এইরকম ব্যবসা করার সুযোগ কখনো পায় নি । দুই দিন পর বলিউড থেকে বাংলাদেশে আসবে । আগে ছিল শিরায়, এরপর ধমনীতে গিয়ে মিশবে ।

এখন অনেকে বলতে পারে, সানি লিওন মেয়ে জন্য আমি এই কথাগুলো বলছি । কিন্তু এই ধরণের 'মানুষ' গুলো কখনো সংস্কৃতির জন্য সুফল বয়ে আনবে না । যাস্ট যৌনতাকে প্রশ্রয় দেয়া ।

আবার বলতে পারেন, আপনিও তো লুকিয়ে লুকিয়ে সানিকে দেখেন আর সামনে এসে এখন বিপ্লবী ? উত্তর একটাই । ঐ যে যৌনতা ।

যৌনতা জিনিসটাই এমন । আড়ালে থাকলেই ভাল । রাতের অন্ধকারেই তা মানায় । যখনই একে হাইলাইট করতে যাবেন তখনই এটা ব্যভিচারে চলে যাবে । সানি লিওনদের পর্দার আড়ালেই ভাল মানায় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.