![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসিগুলো এখন শুধুই ঠোঁটের জড়তা কাটাবার জন্য । প্রাণ আর হাসে না । অসময়ের অসহায়ত্বকে বরণ করেছে ।
একসময় হাসি লোকদেখানো থাকলেও জীবনের তাগিদে তাকে ভালই মানিয়ে নিয়েছিলাম । 'ভাল আছি' বলার জন্য মনকে খুব বেশি বীরত্ব দেখাতে হত না । খুব ভাল না হলেও চলছিল, মানিয়ে চলেছি । কিন্তু এখন ?
কোথায় যেন এসে থেমে গেছে । সামনে চলার অনেক পথ কিন্তু কোনটারই যেন 'শেষ নেই' । তাই ভাল থাকা দেখানোর অভিনয়টা নিছক অভিশাপ । যেটা বলছিলাম, আসলেই শেষ নেই কোনকিছুর । পথের শেষটায় কি অপেক্ষা করছে তা তো আমিও জানি না । আর আজ খারাপ আছি জন্য কাল যে ভাল থাকব এটা বলার সাহসটাই হারিয়ে ফেলেছি ভয়ে ।
ভবিষ্যতের ভয় । প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে এটা হতে হবে, ওটা হতে হবে, একটা লক্ষ্য নিয়ে বাঁচে । কিন্তু ফিক্সড গোল না থাকা মানুষরা ঝড়ের বয়ে চলা বাতাসের মত, কোন দিকে যে বয়ে যাবে আর কোথায় গিয়ে ঠেকবে, কেউ জানে না । এদের জীবনগুলো কোন একটা চৌতাস্তার চোরাবালিতে আটকে যায়, অপেক্ষায় থাকে, কখন আবার জোয়ার তাকে ভাসিয়ে নিয়ে যাবে । কোন তীরেই বা সে বসত করবে !
১৬ ই মে, ২০১৭ রাত ১০:৪৩
সশঙ্ক বলেছেন: আপনার ব্যাখ্যার জন্যও ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৭ দুপুর ১:৩৭
কানিজ রিনা বলেছেন: ব্যক্তি মানুষ যদি সততায় বিশ্বাসে ব্যক্তিত্ববান
হয় তাদের অন্তরের বিশালতা জীবনের শেষ
দিন পর্যন্ত দৃঢ় মনবল ধরে রেখে চলতে
অসুবিধা হয়না। পারিপার্শ্বীক মানুষ একজন
ন্যায়বান মানুষকে সব সময় সমীহ করে।
যত দুঃখ যন্ত্রনা সামনে আসুক তাদের মনবল
দুর্বল করতে পারেনা কোনও কিছুই।
অন্যায় করা ব্যক্তি মানুষের মনের দুর্বলতায়
একসময় মানুষের ঘৃনার পাত্র হয়ে বেঁচে থাকে
অতি অবহেলায় শেয দিনগুল অতিক্রম
করতে হয়। ধন্যবাদ,