![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের অস্তিত্তের মূল্যায়ন কি সব সময়
করা হয় ?
সাকিব আল হাসান যদি রন্ধন শিল্পী হতেন
, তাহলে হয়তো আজকে আমরা কিংবদন্তী
এই সাকিবকে পেতাম না ।
এ আর রহমান যদি ক্রিকেট খেলার জন্য
কোনো ক্রিকেট একাডেমীতে ভর্তি হতেন
তাহলে হয়তো আজকে আমরা এরকম
সিংগিং সেনসেশন এ আর রহমানকে
পেতাম না ।
এভাবে একেকটা মানুষ একেকটা ট্যালেন্ট/
একেকটা স্কিল নিয়ে পৃথিবীর বুকে আসেন,
কিন্তু মাঝে মাঝে আমাদের মতো গরীব
দেশে দু:খজনকভাবে সবাই সেই ট্যালেন্ট/
স্কিলটাকে নাড় চাড় করার ফ্ল্যাটফর্মটা
পায়না ।
আমরা পথে অনেক পথশিশু দেখি অনেক
টোকায় দেখি,
হতেই পারতো এদের থেকে একজন আমাদের
নামকরা ক্রিকেট লেজেন্ড অথবা হতে
পারতো কোনো ফ্লিমস্টার ……
কিন্তু আমরা সবাই সেই সুযোগটা তাদের
দিতে পারছিনা বলে হয়তো সেই
প্রতিভাগুলো বের হয়ে আসছেনা………তাদের
অস্তিত্তের কি কোনো দামই নেই ????
©somewhere in net ltd.