নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই জানিনা তবে জানতে চেষ্টা করি....

এই পৃথিবী ধুষর লাগে তবুও স্বপ্ন নিয়ে বেচে থাকি।

সপ্নের পূথীবি

এখনো জীবনের অর্থই খুজে পেলাম না।

সপ্নের পূথীবি › বিস্তারিত পোস্টঃ

রাত এবং সকালের জন্য

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

রাত যতই গভীর হয় ,ততই একা হয়ে যাই

একাকী আমি , দীর্ঘ হতে দীর্ঘতর হয় অন্ধকার --

হেটে যাই দূর পথ মন হাতড়ে ক্ষন ধরে

তোমার কাছে , পৌছুতে পারি না গন্তব্যে.....

রাত ভোর হয় ,সকালও আসে ,

মন বলে তুমি আসবে হয়তো কথায়,

হয়তো সশরীরে ,বয়ে নিয়ে আসবে

তোমার সেদিনের অবহেলার ,অক্ষমতার

ব্যাখা ,তুমি আস না ।

আজ মনে হয় ,ভুল আমার সরলতার

যা তোমায় আকৃষ্ট করত , ভুল আমার

ভালবাসার ,যা নিয়ে সরে গেছি ;

ভুল আমার তোমাকে মনে রাখার ,

যে যুগ পার করেও অভিনয়ে সিদ্ধ হস্ত।

আমার রাত - সকাল একই রকম ,

তুমি ,তুমিময় ;

তোমাকে চিনতে চেয়েছি পারিনি ,

নিজেকে চেনা হয় ,সবটুকু তবু নয় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.