নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই জানিনা তবে জানতে চেষ্টা করি....

এই পৃথিবী ধুষর লাগে তবুও স্বপ্ন নিয়ে বেচে থাকি।

সপ্নের পূথীবি

এখনো জীবনের অর্থই খুজে পেলাম না।

সপ্নের পূথীবি › বিস্তারিত পোস্টঃ

হৃদয় থেকে চাওয়া

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

মাঝ রজনীতে ঘুম ভেঙ্গে যায় ভেবেছিনু তুমি হেথায়,

শুন্য শয্যা মিথ্যা স্বপন একাকীত্ব শুধুই বাড়ায়।

স্বপ্নে দেখি আমায় মিশে, মোর ভুজান্তরে মুখটি রেখে,

খুজে ফের কোন সে সুধা? তোমা ওষ্ঠাধর সুখযে আকেঁ।

স্বপন ভেঙ্গে একা আমার উষ্ণভুজা শুকিয়ে যায়,

কবে তুমি হৃদয় নীড়ে, ভরবে মোর উষ্ণ সুধায়?

তোমা আশায় দিন কেটে যায়, সন্ধা কাটে রাত্রী কাটে,

তোমা তরেই শুস্ক অধর, তোমা তরেই বুক যে ফাটে।

তবুই তোমা পাইনা দেখা কোথায় তুমি ভুলে আমায়?

আমার এই উষ্ণ তনু দিবারাত্রী চাইছে তোমার।

তোমা তরেই আমার সৃজন তাইতো এতো অশ্রু ঝরে,

হৃদয়ের চাওয়া পূর্ণ হবে, যখন জড়িয়ে নেব ভুজানে-রে ॥

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.