![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো জীবনের অর্থই খুজে পেলাম না।
রাসূল (সা.) বলেন, “লা-হাওলা অলা কুওআতা ইল্লা-বিল্লাহ”।
এ দোয়াটা ৯৯টি রোগের ওষুধ। তন্মধ্যে দুশ্চিন্তা একটি রোগ।
(উৎস: বায়হাকীর দাওয়াতুল ক্কাবীর, মেশকাত। ২০২ পৃ
নবীজি (সা.) বলেন, যে ব্যক্তি মহান আল্লাহতা’য়ালার নিকট ৩বার জান্নাত চায় তার জন্য জান্নাত বলে, আয় মহান আল্লাহ! তুমি আবেদনকারীকে জান্নাতে প্রবেশ করাও।
আর যে ব্যক্তি জাহান্নামের ভয়াবহ আগুন থেকে মুক্তির জন্য মহান আল্লাহর নিকট ৩বার প্রার্থনা করে তার জন্য স্বয়ং “জাহান্নাম” বলে, হে আল্লাহ! তুমি আবেদনকারীকে জাহান্নাম থেকে রক্ষা কর।
(উৎস: তিরমিযী, নাসায়ী মেশকাত, ২১৮পৃ
নবীজি (সা.) এর এক সাহাবী মুসলিম তামীমীকে বলেন, তুমি মাগরিব এবং ফজরের নামাজে যখন সালাম ফিরাবে তখন কারো সাথে কথা বলার আগে ৭বার বলবে: ‘আল্লাহুম্মা আজিরনী মিনান নার’।
অত:পর ঐ দিন ও রাতে যদি তুমি মারা যাও তবে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির সনদ লিখে দেয়া হবে।
(উৎস: আবু দাউদ, মেশকাত, ২১০পৃ
একই ভাবে জান্নাতের সনদ লিখে দেয়া হবে যে বলবে- ‘আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস’।
রাসূল (সা.) বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসী পড়ে, সে ঐ ব্যক্তির মর্যাদা পায় যে ব্যক্তি নারীদের তরফ থেকে সংগ্রাম করতে করতে শহীদ হয়ে যায়।
(উৎস: ইবনে সুন্নী, ৩৪পৃ
অন্য এক বর্ণনায় আছে, কেহ যদি আয়াতুল কুরসী শোবার সময় বিছানায় পড়ে, তাহলে মহান আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দেবে এবং সকাল পর্যন্ত তার কাছে শয়তান ঘেঁষতে পারবেনা।
(উৎস: বোখারী, মেশকাত-১৮৫ পৃ
এবং কেহ যদি আয়াতটাকে সকালে পড়ে তা হলে সন্ধ্যা পর্যন্ত একজন ফেরেশতা তাকে পাহারা দিবে।
(উৎস: তিরমিযী, মেশকাত ১৮৭পৃ দৈনিক ইত্তেফাক - ০৪-০৬-১০, পাতা- ধর্ম চিন্তা
আসুন আমরা সকলেই এ দোয়া/আয়াতগুলো বেশী বেশী পড়ার জন্য আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করি। তিনি যেনো আমাদেরকে পাঠ করার তৌফিক দেন।
©somewhere in net ltd.