![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Sonjoy Biswas Shantø
কাগজের এক নৌকা আমি, তুমি নদীর অন্য পার;
তুমি পর্যন্ত পৌঁছানো তো ভাগ্যে নেই আমার।
প্রকান্ড সব উর্মিমালা আসছে আমার দিকে,
ক্ষণে ক্ষণেই মিশব আমি তটিনিটার বুকে।।
শেষ সময়েও তোমায় আমি, দেখব দুচোখ ভরে
একটুও নেই কষ্ট থাকব তোমার অদূর-দূরে।
একটু পরেই শেষ হবে মোর, স্বপ্ন নিয়ে খেলা
খুব অপরুপ লাগছে তোমায় এই গোধূলি বেলা।
ভাঙ্গবে তুমি, গড়বে আবার থাকবে নিজের মত।
স্রোতের টানে অবশিষ্ট মোর ভাসবে অভিরত।
হয়তো আবার একটু পরেই, মিলিয়ে যাব আমি
তোমার জন্যই বিলুপ্তি মোর, জানবে নাতো তুমি।
একটাই তো আনন্দ মোর আমিই শুধু জানি;
তোমায় আমায় ছুঁয়ে আছে এইতো একই পানি।
নিভৃতে শুধু ভালবেসেছি তারে বলতে পারিনি কভু,
তাই বলে যদি কোন পাপ হয়, ক্ষমা করে দিও প্রভু।।
১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৫
সাইলেন্ট পেইন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ শতদ্রু ভাইয়া। ভালো থাকা হোক।
২| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে কবিতা। +
দারুণ।
১৬ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:১৪
সাইলেন্ট পেইন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া। আমার লেখা কি নির্বাচিত পাতায় কখনো যাবে না?
৩| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৭
ব্লগার মাসুদ বলেছেন: ভালো লেগেছেকবিতা।।
১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০০
সাইলেন্ট পেইন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকা হোক।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৫
হাসান মাহবুব বলেছেন: ভালোই। +
১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫২
সাইলেন্ট পেইন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৫| ১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৯
মাহবুব মুহম্মদ বলেছেন: কিছু বলবো না।
১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২১
সাইলেন্ট পেইন বলেছেন: জানি কবিতা ভালো হয়নি। মন্তব্য না করলেই পারতেন।এতটা কষ্ট পেতাম না।
৬| ১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
রোদেলা বলেছেন: চমৎকার ছন্দের খেলা।
২০ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:৫১
সাইলেন্ট পেইন বলেছেন: অনেক ধন্যবাদ রোদেলা আপু। ভাল থাকুন।
৭| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: নির্বাচিত পাতার জন্য কবিতা না লেখাই ভালো। চেষ্টা করো বেশি বেশি লেখার। মনের কথাগুলোকে কবিতায় তুলে ধরো। আবেগ গুলোকে বন্দী করো।
দেখবে একটা সময়ে সব কবিতাই নির্বাচিত পাতায় যাবে।
২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:০৭
সাইলেন্ট পেইন বলেছেন: ঠিক আছে ভাইয়া। তবে ছোট্ট একটা সমস্যা হয়েছে ভাবছি এই একাউন্ট টা ব্যবহার করব না। অন্য নামে একটা একাউন্ট খুলে লেখা লেখি করার চেষ্টা করব।
৮| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১:২৩
মনিরা সুলতানা বলেছেন: ভালো লাগছে
২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:১১
সাইলেন্ট পেইন বলেছেন: ভাল লেগেছে শুনে খুব ভাল লাগল মনিরা আপু। ভালো থাকা হোক।
৯| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৪১
কলমের কালি শেষ বলেছেন: ভাল লেগেছে অনেক ।
২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৩
সাইলেন্ট পেইন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকা হোক।
১০| ২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:২৯
কাল হিরা বলেছেন: সুন্দর হয়েছে .
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৮
শতদ্রু একটি নদী... বলেছেন: ভাল্লাগছে ভাইয়া। কিছু টাইপো আছে, ঠিক কইরা নিয়েন।