|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
২০/৯/১৩ তাং এ সিম্ফনি z1 মডেলের
একটি সেট কিনেছি (দাম ১৯৯৯৯) । প্রবলেম হলো- ২-৩ মিনিটের
মধ্যই গরম হয় তখন কানে ধরে রেখে কথা বলা দুরুহ।
ডিলার বলল-এটা কোন সমস্যা নয়,দামী সেট নাকি এরকমই হয়।
অন্য বন্ধুরা বলল-সেটের সমস্যা। আমি খুব মুশকিলের মধ্য আছি।
দয়া করে যদি আপনারা বলতেন আসলেই কি তাই?
ভারি বিপদে আছি। সিম্ফনি সেট সমস্যা হলে কি তারা তা চেন্জ করে দেয় 
দোকানি বলছে এমন সব সেট গরম হয়, যদি প্রমাণ করতে পারেন কোন সেট গরম হয় না তাহলে আমরা ব্যবস্থা নিব। তাই আপনরা বলেন এমন সেট কি গরম হয় ?
 ৪৮ টি
    	৪৮ টি    	 +০/-০
    	+০/-০  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:০৫
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:০৫
চাদের জোসনা বলেছেন:  :!>
ক্যাডা যে কইলো? কোন মানে হয়?  
 
২|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:৩৫
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:৩৫
নীলতিমি বলেছেন: ননব্র্যান্ড (দেশি ব্র্যান্ড) সেটগুলোতে এই সমস্যা প্রকট!
ডিলার আপনাকে গুল মেরেছে !   
   
 
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:০৭
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:০৭
চাদের জোসনা বলেছেন:  :-ওরে কবে যে হুল মারবো   
 
৩|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:৩৬
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:৩৬
bangal manus বলেছেন: হা হা হা
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:০৮
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:০৮
চাদের জোসনা বলেছেন: হা হা হা   
   আপনিই বুঝছেন আমার জালা।
  আপনিই বুঝছেন আমার জালা।
৪|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:৫৪
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:৫৪
ঘুমন্ত আমি বলেছেন: সমস্যাং এস 3 তে কিছুখন গেম খেলার পর সেট গরম হয়ে যায় অন্য গুলার খবর জানি না
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৩৪
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৩৪
চাদের জোসনা বলেছেন: আপনি আছেন গেম নিয়া . কল কইরা কথা শেষ না হতেই কানে পানি দেয়ার জো !
৫|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:৫৬
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:৫৬
নামহীন একজন বলেছেন: ভাই, দাম দিয়া দামি জিনিস কিনছেন, টাকার গরমেই সেট গরম হয়া যায়।   
   
   
   
 
এইটা হচ্ছে সেটের "egg fry" অপশন। আপনারটা ব্রান্ডের   এবং দামি সেট তাই এই অপশনটা আপনারে দিছে। এই অপশন দিয়া আপনি সেট ব্যবহার করেই ডিম ভাজতে পারবেন।
  এবং দামি সেট তাই এই অপশনটা আপনারে দিছে। এই অপশন দিয়া আপনি সেট ব্যবহার করেই ডিম ভাজতে পারবেন।
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৩৭
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৩৭
চাদের জোসনা বলেছেন: আপনিতো মিয়া টিটকারি মারার জম !  
   
  
তার পরেও ভাল কথা মনে কইরা দিছেন- গ্যাসের যে অভাব কমপক্ষে ডিম ফ্রাই হবো জাইনা আমার অবস্থা  :!> 
৬|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:৫৬
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:৫৬
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আমি স্যামসাং এস ডুয়োস ইউজ করছি আমার ফোন কথা বললে গরম হয় না কিন্তু ব্রাউজিং করলে গরম হয় । আমি যত দুর জানি এন্ড্রয়েড ফোন একটু গরম হয় ।
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৪০
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৪০
চাদের জোসনা বলেছেন: ঐ ভাইজান সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত, আপনি কি কোন ডিলার নি ? গরমের পক্ষে কথা কন   
  
৭|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:০৪
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:০৪
মেহেদী হাসান_আকাশ বলেছেন: আমারো একি প্রশ্ন ????????
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৪১
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৪১
চাদের জোসনা বলেছেন: আসেন আমরা একটা পার্টি বানাই :!>
৮|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:০৭
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:০৭
আনমনা 007 বলেছেন: আপনার মত বাজেট হলে চোখ বন্ধ করে sony Xperia L/P অথবা V কিনতাম, বাজেট ১০ হাজারের নীচে হলে সিম্ফনি অথবা ওয়ালটন কিনা ঠিক আছে, 
নক্শী কাঁথার মাঠ বলেছেন:   সিম্ফনি একটা ব্র্যান্ড, আর তেলাপোকাও একটা পাখি...  
   
 
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৪২
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৪২
চাদের জোসনা বলেছেন: সিম্ফনি একটা ব্র্যান্ড, আর তেলাপোকাও একটা পাখি...  
 
আমিও তাই কই।
৯|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:১৪
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:১৪
ডুয়েট বলেছেন: vai eto taka dia kew shymphony kine???
apnare ey boddi k dise???
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৪৩
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৪৩
চাদের জোসনা বলেছেন: শালারা দিছে, আপনার মত বড় দুলাভাই আগে পাইনাই তো তাই ঠকছি :!> :!>
১০|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:১৮
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:১৮
ভোরের সূর্য বলেছেন: ভাই কিছু মনে করবেন না।কনফিগারেশন অনুযায়ী আপনার এই সেট টি খুব কম দামের। একই কন ফিগারেশনের ভাল ব্র্যান্ডের সেট গুলোর দাম ৪০থেকে৬৫হাজার।তথাকথিত চাইনিজ সেট ব্যাবহার না করে ভালমানের ব্র্যান্ডের সেট ব্যাবহার করুন।
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৪৬
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৪৬
চাদের জোসনা বলেছেন:  : আমার জিন্দেগিতেও ঐ ছেট মেট দুর্বব্যবহার করা সম্ভব নয় দাদাজান।  না পাইয়া নাতিই ভাতার।  
  
১১|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:১১
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:১১
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: প্রতিদিন অন্তত দুই ঘন্টা করে সেট পানিতে চুবায়া রাখেন। ঠিক হয়া যাবে।
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৪৮
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৪৮
চাদের জোসনা বলেছেন:   
   
   পুকুরে না নদিতে ?
 পুকুরে না নদিতে ?
১২|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:৪৩
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:৪৩
হেডস্যার বলেছেন: 
সিম্ফোনী একটা নামী এবং দামী ব্র্যান্ড তাই এর গরমেই সেট গরম হইয়া যায়।    
   
 
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৪৯
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৪৯
চাদের জোসনা বলেছেন:   
   
   
   
   
   টিটকারি মারতাছেন মিঞা ? লাগলে খবর আছে ।
   টিটকারি মারতাছেন মিঞা ? লাগলে খবর আছে ।
১৩|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:৫৫
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৫:৫৫
কারা বন্দি বলেছেন: ঠিক বুঝতে পারলাম নাহ- সবাই এমন টিটকারি মারতাছে ক্যালা ???  
 
কত্ত জনা কত্ত ভাব নিয়া গেলেন - ভাবখান যেন ভাই সিম্ফনি কিনা পাগল হইছে !!! 
মোদ্দাকথা হইলো স্মাট ফোন হিসেবে সিম্ফনি ফিচার ভালো দিলেও মান ভালো দিতে পারছে না।   
 
তবে উপরে বহুত জ্ঞানী গুনী বল্লেন এন্ডু সেট গরম হয় না ঊনাদের জন্য আমার গরিবের বানী - 
স্যামসং - এস ২ 
স্যামসং - এস ৩
সনি এক্সপেরিয়া (পর পর ৩ টা ৩ মডেলের-ওয়াই, এস, জেড )
এলজি অপ্টিমাস
এইচ টি সি - সেনশেসন মিনি 
এইচ টি সি - সেনশেসন এক্স এল
ওয়ালটন এক্সেন
উপরের সব গুলা সেট নিজে ইউস কইরা কইতাছি - সব এন্ডু গরম হয়। 
 জ্ঞানী গুনী ভাইদের টা গরম হয়না কারন উনারা সবাই উস্তাদ মানুষ।
আর উস্তাদ দের মুবাইল গরম হবে নাহ।   
 
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৫১
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৫১
চাদের জোসনা বলেছেন: ভাই আপনারে মিষ্টি খাওয়ার দাওয়াত। আপনি আমার দাদার কাজটাই করছেন। আমার দুঃখের সময় হগলে আমারে পাগল পাইছে। আপনি বগুড়া আসলে আমারে কইবেন আমি আপনারে দই খাওয়ামু হত্যিই কইরা কইলাম কিন্তু।
১৪|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০৪
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০৪
নষ্ট ছেলে বলেছেন: নরমাল ইউজ করলে সেট গরম হবে না। সেট তখনই গরম হবে যখন আপনার সেটের সিপিইউ এক্সট্রিম ইউজ হবে। অর্থাৎ গেম খেলা সময় কিংবা অন্য কোন অ্যাপস ইউজ করার সময় যখন সিপিইউ খুব বেশি ইউজ হবে তখনই সেট গরম হবে। এটা যে কোন সেটের ক্ষেত্রে হতে পারে। 
নরমালি কম দামি সেটের সিপিইউ কম ক্ষমতা সম্পন্ন থাকে ফলে সিপিইউ খুব একটা গরম হয় না। তবে এতে হাই কনফিগারেশনের গেম খেলতে পারবে না। এক সাথে বেশি অ্যাপস ওপেন রাখলে সেট হ্যাং করবে।
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৫৩
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৫৩
চাদের জোসনা বলেছেন: আপনি রুচিবান মানুষ । আপনাকে সৎ পরামর্শ দেয়ার জন্য আন্তরিক মুবারকবাদ। আল্লাহ আপনাকে ভাল রাখেন। ব্লগে আসার জন্য ধন্যবাদ।
১৫|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০৫
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:০৫
ইমরাজ কবির মুন বলেছেন: 
কথা বলার সময় মোবাইল গরম হৈলে তো সমস্যা।বার্স্ট হলে খুলি উড়ে যাবে !
হেডফোন ইউজ করেন, আর তো উপায় দেখতেসিনা ||
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৫৫
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৫৫
চাদের জোসনা বলেছেন: জী এই প্রেসক্রিপশন গ্রহণ করা হইলো। ধন্যবাদ।
১৬|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৫৮
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৫৮
ভোরের সূর্য বলেছেন: ভাই 
স্যামসং - এস ২
স্যামসং - এস ৩
সনি এক্সপেরিয়া (পর পর ৩ টা ৩ মডেলের-ওয়াই, এস, জেড )
এলজি অপ্টিমাস
এইচ টি সি - সেনশেসন মিনি
এইচ টি সি - সেনশেসন এক্স এল
এই সেট গুলো কি ইউজ করেছেন বছরের পর বছর?নাকি আপনার চেনা জানা কেউ ইউজ করে আর আপনি তাদের কাছ থেকে নিয়ে ২/১বার ইউজ করে দেখেছেন সেই ইউজের কথা বলছেন।ভাই আপনাকে টিটকারি মারছে আপনার কথা উপর ভিত্তি করেই দামি এন্ড্রয়েড মোবাইল সেট নাকি গরম হয়, একটু হেল্প করুন দয়া করে আর টিটকারি করলেও সবাই কিন্তু সত্যি কথাই আপনাকে বলেছে।এখনও আপনি ভাব নিচ্ছেন দামি সেট ইউজ করার কথা বলে।কিন্তু এসব বলে আবারও আপনি হাসির বা টিটকারির পাত্র হচ্ছেন।
 ভাই, সিম্ফনি,ম্যাক্সিমাস,ওয়ালটন এসব কিন্তু সব চাইনিজ সেট এবং কম বেশি সবাই জানে এদের সার্ভিস কেমন বা দাম। বেশি দাম দিয়ে আপনি চাইনিজ সেট কিনেছেন এটাই হাসার বিষয়।আপনাকে বলেছি আগেই যে আপনার সেটের যে কনফিগারেশন তাতে একই জিনিস যদি স্যামসাং বা নোকিয়ার হয় বা সনির তাহলে দাম পড়বে ৪০ থেকে ৬৫ হাজারের মতন। সে হিসাবে আপনার সেট দামি নয়।চাইনিজ বলেই এত কম দামে চাইনিজ সেট পেয়েছেন। আর একটা সমস্যা হচ্চে চাইনিজ সেটগুলো বলে এত র্যাম বা প্রসেসর বা রেসুলেশন কিন্তু আসলেই সেই মানের কোয়ালিটি আপনি পাচ্ছেন কিনা জানেন না। আফটার সেল সার্ভিস একটা গুরুত্বপূর্ণ বিষয়।আপনার সেট গরম হচ্চে কিন্তু ওরা আপনাকে বলছে দামি সেট গরম হয় এটা একদম হাস্যকর কথা। ওদের সার্ভিস ভাল হলে এতক্ষনে আপনার সেট সার্ভিস সেন্টারে পাঠিয়ে দিত।এই হচ্ছে চাইনিজ সেটের অবস্থা।
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:০০
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:০০
চাদের জোসনা বলেছেন: ভাই আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমি ভাব নিচ্ছি না। আপনার কথাকে ছোট করেও দেখছি না। আমি শুধু আপনাদের কমেন্টগুলোর মূল্যায়ন করে জবাব দিচ্ছি। ফান করে আপনাকেও একইভাবে উত্তর দিয়েছি। আমি আপনার কথা বুঝতে পেরেছি। যে সেটের কথা আমি বলেছি এই সেটের কনফিগারেশন অনুযায়ি আসলেই অনেক দামী হওয়ার কথা সে তুলনায় অবশ্যই এটি কমদামের আমি আপনার সাহে সহমত। তবে আমি অত দাম দিয়ে মানে ৬৫ হাজার টাকা দিয়ে কেনার সামর্থ রাখিনা এটাই বলেছি। ব্লগে আসার জন্য অন্তত ধন্যবাদ।
১৭|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৩৫
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৩৫
স্বপ্ন বাজীকর বলেছেন: আমার নকিয়া ১১০০ -ই ভালা  
 
১৮|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৫৮
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:৫৮
দি সুফি বলেছেন: নরমাল ব্যাবহারে (যেমনঃ অল্প সময় কথা বলা, মেসেজিং, ব্রাউজিং, ছোটখাট অ্যাপ ইত্যাদি) সেট গরম হয় না। যদি খুব হাই কনফিগ গেইম খেলেন, বা প্রসেসরের উপর বেশি প্রেশার পরে, বা র্যাম বেশি ব্যাবহার হলে সেট গরম হয়।
আপনার বর্ণনা অনুযায়ী, আপনার সেটে সমস্যা আছে। তবে আমার জানা নেই, সকল সিম্ফোনী সেটই এমন কিনা!
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:০৪
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:০৪
চাদের জোসনা বলেছেন: সুফি সাব, দোকানিরে এই কথাটা বুঝাবার পারলম না। ও আমারে দলবল নিয়া বুঝাইলো ''এতটুকু গরম'' এটা ব্যাপার না এটা হতেই পারে !!!! কোন ক্রমেই আমি তাকে বুঝাতে পারি নাই। ধন্যবাদ কমেন্টের জন্য।
১৯|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:৫৮
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:৫৮
সাইফুল আজীম বলেছেন: আমার ট্যাব ২তে আধা ঘন্টা টানা গেম খেললে টেম্পারেচার ৩৫ ডিগ্রী উঠে। তবে ব্রাউজিং, কথা বলাতে নরমার থাকে। এনড্রয়েড সেট গরম হয় ঠিক তা যত দামী হোক না কেন। ইউজার ম্যানুয়ালে লেখা আছে ৪৫ ডিগ্রী পর্যন্ত হতে পারে। এটা স্বাভাবিক। তবে আপনার কথায় মনে হচ্ছে সেটটির মান ভালো নয়। টাকা বেশী দিয়ে ভালো মানের সেট ই কিনুন। গরম হলেও তা টরালেবল লিমিটে থাকবে। যে ফিচার ৪০০০০ এ মার্কেটে আসে তা যদি একই সময়ে ২০০০০ এও আসে তাহলে মানের হেরফের আসবে।
২০|  ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:০৫
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:০৫
সাইফুল আজীম বলেছেন: যেকোন প্রোগাম ব্যবহার শেষে বন্ধ করুন। অনেক সময় টাস্কবারে থেকে যায় আর এটা ফোনকে একটিভ রাখে। ফলে গরম হয়। তাই এদিকে খেয়াল রাখুন। ফোন ওভারহিট নামক এ্যাপস দিয়ে টেম্পারেচার চেক করে দেখুন। ওখানে আপনার সেটের টরালেবল লিমিট দেখাবে তাই বুঝতে পারবেন সেটের সমস্যা নাকি এটাই স্বাভাবিক।
  ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৮:০৭
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৮:০৭
চাদের জোসনা বলেছেন: সাইফুল ভাই,আমি আবার অত প্রোগ্রাম জানি না। ওভারহিট নামক এ্যাপসটা কিভাবে ওপেন করব যদি একটু বলতেন-----ধন্যবাদ আপনাকে।
২১|  ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:৩৫
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:৩৫
ভোরের সূর্য বলেছেন: দোকানি বাদ দেন আপনার সেটের ওয়ারেনটি থাকলে সোজা চলে যান সিম্ফনির সারভিস সেনটারে।
  ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৮:০৮
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৮:০৮
চাদের জোসনা বলেছেন: হুম!!!! নতুন সেট খুইলা খাইলা কী করে তাই ভাবতেছি। যামু সরাসরি ওদের কাছে যামু। আপনাকে অনেক শুভেচ্ছা।
২২|  ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:৪৬
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:৪৬
কারা বন্দি বলেছেন: ভোরের সূর্য ভাই- এখনও ২ টা নিজে ইউজ করতাছি ..................
আর অন্য একজনের মোবাইল ২/১ দিন ইউজ কইরা তার সম্পর্কে রিভিউ দেয়ার মানসিকতা আপনার আছে কিনা জানি না, তবে আমার নেই।  সিম্ফনি যে ভালো মানের কোন মোবাইল না সেইটা কিন্তু আমি আমার আগের কমেন্ট এ বলেছি ।
ব্যাক্তিগত একটা প্রশ্ন করি -  আপনি কয়টা এন্ডু সেট ইউজ করেছেন ?
আর কোন এন্ডু সেট গরম হয় না (আপনার দামী মন্তব্য পেলে আমিও একটা সেই কোম্পানির সেট কিনতাম।)  
২৩|  ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:০৪
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:০৪
ভোরের সূর্য বলেছেন: কারাবন্দি ভাই প্রথমেই একটা ভুল ধরিয়ে দেই আপনাকে যেটা আগেই বলে দেয়া উচিৎ ছিল সাথে সাথে চাঁদের জোসনা ভাইও জেনে গেলেন।
কেন বার বার এন্ডু সেট বা এন্ড্রয়েড সেটের কথা বলছি। 
এন্ড্রয়েড তো অপারেটিং সিসটেম।এর সাথে সেটের কি সম্পরকো? এন্ডু সেট বলাটাই তো ভুল কথা। নোকিয়া উইন্ডোজ অপারেটিং আর স্যামসাং এন্ড্রয়েড আবার এ্যপল তাদের নিজের অপারেটিং সিস্টেম ব্যবহার করে।হ্যা এটা ঠিক যে বেশিরভাগ স্মার্ট ফোন এন্ড্রইয়েড অপারেটিং সিস্টেম ব্যাবহার করে কিন্তু তার মানে এই না যে এন্ড্রয়েড সেট। 
ও হ্যা সেট ইউজ করাই কি সেট সমন্ধে জানার শেষ ভিত্তি?তাহলে ভাই আমি জীবনে কোন এন্ডু বা এন্ড্রয়েড সেট ব্যাবহার করনি কারন। এই নামে কোন সেট আছে বলে আমি জানিনা।আপনি জানলে আমাকে একটু লিঙ্ক টা দিয়েন আমি দেখেতাম এন্ডু সেট কি জিনিস। আমি স্যামসাং,নোকিয়া,ব্লাকবেরি,গুগল নেক্সাস ব্যবহার করেছি যেখানে কিছু সেটে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম,উইন্ডোজ এবং ব্লাকবেরি অপারেটিং সিস্টেম ১০ দিয়ে চালানো হয়। 
  ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:০৩
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১০:০৩
চাদের জোসনা বলেছেন: ভাইজান আরবিতে একটা কথা আছে '' মান ছাকাতা-নাজা'' যে চুপ রইলো সেই মুক্তি পেল। আপনি এতক্ষণ যা কইলেন তা মনে হয় ভাবটা এমন -- কেউ কিচ্ছু বুঝে না''' আরে ভাই আমার দুই বছরের পোলাটারে এন্ড্র. বললে এড শব্দটা কইয়া দিব। এই যামানায় কাউরে বোকা ভাবে বোকার স্বর্গে বাসকারীরা। আপনি তো শিক্ষিত, লোক আমরারে কিয়ের লাইগা যে জ্ঞান দিলেন বুঝবার পারতাছি না। যাই হোক গিয়া আজকা বৃষ্টি হইছে এই জন্য মাথা ঠান্ডা রাইখ্যা আপনারে ধন্যবাদ দিলাম।
২৪|  ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:১১
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:১১
কারা বন্দি বলেছেন: ভোরের সূর্য  ভাই ধন্যনাদ ভুল ধরিয়ে দেবার জন্য। 
যাই হোক আমি যা বুঝাতে চেয়েছি তা মনে হয় আপনি বুঝেছেন ???
শুধু কমদামী সেট ই না অনেক দামী সেট ও গরম হইতে পারে !!! নয় কি ??? 
আর আমি ভাই নাদান মূর্খ মানুষ । আমার কথায় মনে কষ্ট নিয়েন নাহ।
সাধারণত ব্লগে আসি আপনাদের মত কিছু জ্ঞানী গুনী মানুষের থাইকা কিছু শিখার জন্য। 
ধন্যনাদ ভাই ভালো থাকবেন । 
২৫|  ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ২:৪৭
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ২:৪৭
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: লেখক বলেছেন: ঐ ভাইজান সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত, আপনি কি কোন ডিলার নি ? গরমের পক্ষে কথা কন 
নিশ্চই জবাব পেয়ে গেছেন । 
আপনার সেট টা নিয়ে সিম্ফনী সার্ভিস সেন্টার এ যোগাযোগ করুন ।
  ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৫৮
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:৫৮
চাদের জোসনা বলেছেন: ভাইজান এইটাই এহন সিদ্ধান্তে আছে।
২৬|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:৪৫
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:৪৫
ভোরের সূর্য বলেছেন: ভাই এন্ডু সেট আমিও বুঝি কিন্তু আসলে বলা উচিৎ স্মার্ট ফোন। আমরা শর্ট করতে যেয়ে বা ছোট করতে করতে যেয়ে আসল নামটাই হারিয়ে ফেলি বা বিকৃত করে ফেলি।যেমন গাজীপুরের চন্দ্রা নামক জায়গাটির নাম আমাদের মতন শিক্ষিত লোকরা বিকৃত করে বলি চান্দুরা,উত্তরার আজমপুরের নাম হয়ে গেছে আজিমপুর আর কারওয়ান বাজারকে বলি কাওরানবাজার।চান্দুরা বল্লে আমিও বুঝি চন্দ্রা কিন্তু তাই বলে ভুলটা কেন চর্চা করবো।
২৭|  ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:১৭
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:১৭
সাইফুল আজীম বলেছেন: ভাই,সরি দেরীতে রিপ্লাই দেয়ায়। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন আর রান করুন। টেম্পারেচার পেয়ে যাবেন সহ্যসীমা সহ।
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:৩৩
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:৩৩
নক্শী কাঁথার মাঠ বলেছেন: সিম্ফনি একটা ব্র্যান্ড, আর তেলাপোকাও একটা পাখি... ২০ হাজার টাকা দিয়ে একটা সেট কিনছেন, সেটা আবার সিম্ফনি... কোন মানে হয়?