নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেঙে চলেছি হৃদয় পাথর ব্যার্থ সময়ের মুগুরে

সর্বভূক

ভেঙে চলেছি হৃদয় পাথর কঠিন সময়ের মুগুরে।

সর্বভূক › বিস্তারিত পোস্টঃ

কবিতা কিভাবে লিখতে হয়

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:০১

নিশ্চয়ই ভাবিতেছেন এ কোন যন্এনা নিয়া প্রতিদিন আমি হাজির হইতেছি???একে তো রোজার মাস চলিতেছে তাই গালিও দিতে পারিতেছেন না।তবুও আমার কিছুই করিবার নাই।নিরুপায় হইয়া কলম ধরিতে হইল। একজন বাঙালী হইয়া বাংলা সাহিত্য টিকাইয়া রাখাটা আমার জন্মগত অধিকার বলিয়া মনে করি।এই কবিতা বিমুখ জাতিকে জাতে তুলিতেই আমার এই আত্নত্যাগ(???)।





ভাবিতেছেন আমি তো কবিতার ক ও বুঝি না তথাপি কেনু আমারি এত তৎপরতা??? কেনু আমি রিকশা চালানো না শিখিয়া,দুটো ডাল-ভাতের জোগাড়ের চেষ্টা না করিয়া এই সব করিয়া বেড়াইতেছি?? উওরটা আমারও অজানা।এ বিষয়ে গবেষনার অবকাশ আছে বলিয়া মনে করি।





তবে কিভাবে কবিতা লিখিতে হয় তা এ জাতিকে শিখাইতে পারিব নাকি পারিব না এ বিষয় নিয়া কখনই আমি আতন্কিত হই নাই।কেননা এ দেশে যে ..যে বিষয়ের ক খও জানে না সেই সে বিষয়ের বড় মাতব্বরের নোবেল প্রাইজ পাইয়া থাকে।যে দেশে বিমান বন্দরের ঘড়ি চোর স্বরাষ্ট্রমন্এী হইতে পারে সে দেশে আমি কিভাবে কবিতা লিখিতে হয় তাহা শিখাইতে পারিব না???





গতকাল রাত্রিতে আমারি এক অনুজ সুধাইল কবিতা লেখা হৃদয়ের ব্যাপার….চেষ্টা করিয়া বিশেষ সুবিধে হয় না।আমি কহিলাম প্রাণপন চেষ্টা করিয়া পরীক্ষায় প্রথম না হওয়া গেলেও কবিতা অবশ্য লেখা যায়।তাছাড়া এখন তো ছন্দ ছাড়াই কবিতা হইতেছে।এ ফতোয়া তো সুনীল বাবুই দিয়াছে… আমাদের আর দোষ কি??





যা হোক আর কালক্ষেপন না করিয়া কাজের কথায় আসি।এ লেখাটি শুধুমাএ পুরুষ কবিদের জন্য প্রযোজ্য হইবেক।





প্রথমেই জানিয়া নেয়া উচিত আপনি প্রেম করেন কিনা??যদি করিয়া থাকেন তবে আপনার মুঠো ফোনটি হাতে তুলিয়া নিয়া ফোনবুক হইতে আপনার গার্লফ্রেন্ডের নম্বরে ডায়াল করুন এবং ব্রেক আপ করিয়া ফেলুন।হৃদয়বিদারক ও বিধ্বংসী কবিতা রচনার জন্য ইহা বাধ্যতামূলক।





স্বস্তার একটি উৎকট দুর্গন্ধযুক্ত পাঞ্জাবীর গায়ে আটিয়া একটি শান্তি নিকেতনী ব্যাগ কাঁধে ঝুলান।প্যান্ট পরিধান করিতে ভুলিবেন না।তারপর একটি মুড়ির টিনে চাপিয়া নূপুর মার্কেট অভিমুখে রওনা হোন।জি না জনাব…নূপুর কিনিতে নয়…কবিতার বই কিনিতে।



তারপর ৫০ টাকার শ্রাদ্ধ করিয়া রবীন্দ্রনাথের একটা কবিতার বই ফুটুকপি করিয়া পেলুন। ফুটুকপির জন্য জিয়া ভাইয়ের দোকানি উওম।জিয়া ভাই প্রথমত এসব বই ফুটুকপি করাইতে অস্বীকৃতি জানাইতে পারে কেননা উনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সকল বর্ষের বই এবং নোট ফুটুকপি করিয়া আমাদিগকে পরীক্ষার বৈতরনী পার করিয়া দিবার গুরুদায়িত্ব নিয়াছেন।তথাপি কেবল অনুনয়-বিনয় করিলেই উনার পাষাণ মন গলিতে পারে।যদি আপনি নারীকে দিয়া অনুরোধ করাতে সমর্থ হোন তবে ভাল সুবিধে পাইতে পারেন কিন্তু পুরুষ হইলে ঠাঁই তিন প্রহর দাড়াইয়া থাকিলেও আপনার নম্বর আসিতে আসিতে দাড়ি-মুচ পাকিয়া যাইতে পারে।





ফুটুকপি করিবার পর টাকা পরিশোধ করিতে ভুলিবেন না।কবিরা একটু ভুলো-মনেরি হয়।তথাপি আপনি ভুলিয়া গেলেও জিয়া ভাই ভুলিবে বলিয়া মুনে হয় না।বাকিয়া চাহিয়া জিয়া ভাইয়ের ধমক খাওয়া হতে বিরত থাকুন।





দাম পরিশোধ করিয়া বইয়ের পাতাগুলো উল্টাইতে আরম্ভ করুন।প্রথমত খুব কষ্ট হইলেও ধীরে ধীরে বুঝিতে পারিবেন যে কবিতা লিখণ এমন কোন কঠিন কম্ম নয়।রবীন্দ্রনাথের বই ফুটুকপি করিবার কারণ হইল লক্ষ্য করিলে দেখিবেন তামাম দুনিয়ার এমন কুনো বিষয় অবশিষ্ট নাই যাহাকে কেন্দ্র করিয়া উনি কবিতা লিখেন নাই।সুতরাং আপনার ৫০% কাজ সম্পন্ন হইয়াছে।বিষয় নির্বাচনের ঝক্কিটা কবিগুরু নিজেই সারিয়া ফেলিয়াছেন।





অনেক বিষয়ের মাঝে প্রেম নিয়া বিরহের কবিতা লিখাটা পৃথিবীর অন্যতম সহজ কাজসমূহের একটি বলিয়া আমি মনে করি।ঝটপট খাতা নিয়া তুমি নাই….আমি কোথায় মার্কা একটা কবিতা রচনা করিয়া ফেলুন।আলু,আন্ধার,আকাশের সবুজ,বাতাসের নীল,পুকুরের কচ্ছপ টাইপের উপমা দিতে ভুলিবেন না।মনে রাখিবেন যে বিষয়ে লিখিতেছেন সে বিষয়ে বিভিন্ন কঠিন ও দাতভাঙা শব্দ আত্নস্হ করিতে হইবেক।এজন্য বাংলা অভিধান ব্যবহার করা ফরজ।এক্ষেত্রে আপনি কুদ্দুস প্রকাশনীর “বিলকিস বাংলা অভিধানটির” আশ্রয় নিতে পারেন।কবিগুরু বাঁচিয়া থাকিলে তিনিও ইহা ব্যবহার করিতেন।কাগজ নিয়া ভাবিবেন না।চেষ্টা করিয়া যান।কথায় আছে ফালতু কাজের টাকা ভূতে যোগায়।







কবিতার নায়িকার নাম নির্বাচন অতীব গুরত্বপূর্ণ বিষয়।নীলাঞ্জণা,ধনাঞ্জনা,আঙুর বালা,কালা বিবি টাইপ ব্যবহার করিলে কবিতায় ভাব আসে।তবে ভূলেও অনামিকা নামটি ব্যবহার করিতে যাইবেন না।তাহলে মামলা কিংবা হামলার শিকার হইতে পারেন।এ নাম আমি পেটেন্ট করিয়াছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.