![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায়ই বাংলার মানুষের ফেইসবুক প্রীতি আমাকে রীতিমত ভয় পাইয়ে দেয়।দিন দিন বাড়ছে ব্লগপ্রীতিও।মাঝে মাঝে ভাবি এই প্রজন্ম যেমনটা ফেবু আসক্ত তেমনটা যদি ৫২,৬৯ কিংবা ৭১এ থাকত তাইলে কি হইত??
দেখা যাইত পাকিস্তান প্রশাসন কইল…উর্দুই হইব মাতৃভাষা।আর সাথে সাথে ফেইসবুকে পেইজ খুলে ফেলা হল “রাষ্ট্রভাষা বাংলা চাই”।এই পেইজে লাইক দেবার জন্য এডমিন রফিক invites বরকত।আরেক এডমিন সালাম requests শফিক টু share the ইভেন্ট।তারপর শুরু হতো বাকবিতন্ডা।কেউ কইতো সকাল দুই টায় জড়ো হমু।কেউ কইতো তার আগে চলেন মানববন্ধন করি।কেউ কইতো আগে বেলুন উড়ানো লাগব।আবার প্রাইভেটে পড়া সুন্দরীরা কইতো ঐ পাবলিকের ফকিন্নির পুতের সাথে আমরা আন্দোলনে যাব না।ওরা এত্তগূলো পঁচা।ঐখানেই বারটা বাজত মাতৃভাষা প্রতিষ্ঠার দাবি।রফিক,সালাম,বরকতরা আর ১৪৪ ধারা ভাঙার জন্য হয়তো জমা হতো না।পুলিশের গুলি ছুঁয়ে যেত না তাদের বুক।রক্তে ভাসত না মেডিকেল প্রাঙন।গড়ে উঠত না শহীদমিনার।একুশে ফেব্রুয়ারীতে শিশুরা স্কুলে যেত নিরসমুখে,পোশাকশিল্পের দিদিমনিরা সেদিনও বাসে উঠতে হুড়োহুড়ি লাগাত, কোন স্কুল-কলেজে বাংলার স্যার থাকতো না। বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলার বদলে গজিয়ে উঠত উর্দু বিভাগ।আমরা বুকে হাত দিয়ে গাইতাম পাক-সাদ জমিন….
৭১-এ বাংলার প্রজন্ম যদি এত ফেবুপ্রেমী হতো হয়তো বঙ্গবন্ধু তার জ্বালাময়ী ভাষনটা ফেসবুকেই পোস্ট করে দিতেন।কোটি কোটি লাইক পড়ত।লাখ-লাখ শেয়ার হতো।কমেন্টের সুনামী বয়ে যেত।রেসকোর্সে ৭ই মার্চ মানুষের ঢল নেমেছিল সেদিন।সবাই এসেছিল লাঠি নিয়ে।আর ফেবুতে মুজিব সাহেবের পোস্টে হয়তো কেউ কেউ লাঠির ছবি আপলোড দিত।তার ভাষন শুনে বাঙালীর রক্তে আগুন জ্বলত না।গায়ে কাটা দিত না।অবুঝ ছেলেটা ট্রেনিং নিতে মায়ের কোল ছেড়ে যেত না।সদ্য পাস করা বেকার ছেলেটা তার মা-বাবার উপর দায়িত্ব ছেড়ে দেশ স্বাধীনের জন্য বেরিয়ে যেত না।রোকেয়া,নসিমন,করিমন,ময়নারা বীরাঙ্গনা উপাধি পেত না।বীরশ্রেষ্ঠ মতিউর রহমান মুজিব সাহেবের পোস্টে লাইক মাইরা ঘুমাইয়া যাইত।যুদ্ধবিমান নিয়া বাংলাদেশে আসার প্ল্যান করত না।ফাক দিয়া বাংলার স্বাধীনতা কবরে যাইত।
বাঙালীর তো বারোটা বাজত।আর তেরোটা বাজত ভারতেরও।দুইদিকে পাকিস্তান সামাল দিতে বর্ডারে বিজিপির বদলে আর্মি দিতে হইতো।মিনিটে মিনিটে বেজে উঠত যুদ্ধের দামামা।পুরা এশিয়ার রাজনৈতিক ভারসাম্যটাই হইতো অন্যরকম।
ভাগ্যিস ঐ প্রজন্মে ফেবু আবিস্কার হয় নাই।নইলে কাম সারসিল।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩১
সর্বভূক বলেছেন: হে হে হে।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫০
শূন্য পথিক বলেছেন: ভালো গবেষণা করেছেন দেখছি!