![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার একটা প্যাশন আমি বিখ্যাত মানুষের দিনপঞ্জী পড়তে ভালোবাসি।নেলসন ম্যান্ডেলা,চে-গুয়েভারা,প্রনব মুখার্জির দিনপঞ্জী পড়ে মুগ্ধ হয়েছিলাম।তবে সবচে ভাল লেগেছিল তাজউদ্দীনের ডায়েরী।নিজের ভেতরে হারিয়ে দেশটাকে ভালবাসার এক অসাধারন চেষ্টা ছিল এই মানুষটার কাছে।
তো যাই হোক মূল ব্যাপার হলো আমি যদি আমার দিনপঞ্জী লিখি তবে কেমন হয়?? কেমন হয় মানে….অতীব জঘন্য হয়।নমূনা নিম্নরূপ….
১০ই জুন, ২০১৩: আজ বেকার হলাম।মাস্টার্সের ভাইভা শেষ করলাম।প্রশ্ন করসে ১০ টা উত্তর দিতে পারসি ২ টার।বড়ই নির্মম।
১২-ই জুন ২০১৩: আজ ভার্সিটির বন্ধুদের সাথে চড়ুইভাতিতে গেলাম।লেডিস হলের পিছনে।কিন্তু কোন লেডিস দেখতে পেলাম না।উল্টো প্রভোস্ট স্যারের সাথে দেখা হয়ে গেল।এমনভাবে তাকালেন যেন আরেকবার এদিকটাই উঁকি দিলে ব্রাশ ফায়ার করে দিবেন।
১৪-ই জুন ২০১৩: টিউশনিতে যাবার জন্য গনপরিবহনে উঠলুম।বাসে সুন্দরী এক মেয়েকে দেখে আমার মন, প্রান আর চোখ তাতে সর্বস্ব নিয়োগ করলাম।দেখতে দেখতে আর ভাবতে ভাবতে আমার স্টপেজ চলে গেল।নামা হলো না।আরও দুই স্টপেজ পর আমি আর ও নামলাম।কিন্তু বিধি বাম।আমার উনি এক বডি বিল্ডারের বাইকের পিছনে আমাকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে চলে গেল।আম,ছাল আর গাছ তিনটাই গেল।কয়েটা বাজে দেখার জন্য মুঠোফোন নিতে গিয়ে দেখি তিনিও গত হয়েছেন।কখন যে পকেটমার মোবাইল ফোন মেরে দিল খেয়ালই করলাম না।
১ জুলাই,২০১৩: টিউশনির টাকা পেলুম।সদ্য কড়কড়া চারটা ১০০০ টাকার নোট।মন-দিল প্রফুল্ল হলো।এক প্যাকেট সিগারেট কিনতে গিয়ে দেখলুম একটা নোট জাল।আচ্ছা জাল নোট দিয়ে কি মাছ ধরা যায়???
১৫-ই জুলাই: এতদিন কাগজের অভাবে দিনলিপি না লিখতে পেরে হৃদয় ভারাক্রান্ত হলো।তাই আজ নিউজপ্রিন্ট কাগজ দুই দিস্তা কিনলাম।কিন্তু আবার বিপাকে পড়লাম।কলমটা খুঁজে পাচ্ছি না।অলসতার কারনে খুঁজতে ইচ্ছে করছে না।
১ আগস্ট ২০১৩: পিতৃপ্রদত্ত মানি ব্যাংকে ড্রপিং করার মটো নিয়ে ব্যাংকে গেলুম।লাইন তো নয় যেন কারো মেজবান।অপেক্ষমান প্রায় আড়াই ঘন্টা।আর মাত্র দুজনের পর আমারটা।আমার নম্বর এসে যাওয়ার পর ক্যাশিয়ার সুন্দরি জুহি চাওলা স্টাইলে হাসি দিয়ে বলল…সরি লাঞ্চ ব্রেক।লাঞ্চ করতে বাইরে এলুম।দেখলুম একটি মহিলা কলেজ সদ্য ছুটি হয়েছে।দাড়িয়ে রইলাম লাঞ্চের ক্ষুধা ভুলে।একটা মেয়েদের দল আমাকে দেখে হাসছে।আহা…নারীর হাসি।লোকে মিছেই বলে আমার চেহারা খারাপ।দলের এক মেয়ে বলছে…আহা কি দিন আসলো।ছেলেরা প্যান্টের জিপার খুলে গার্ল্স কলেজের সামনে দাড়িয়ে থাকে।বুঝলাম আগস্টকে কেন শোকের মাস বলা হয়।
২৫ আগস্ট ২০১৩:প্রথম দিনের পর সারা আগস্ট মাস আর তেমন বড় কোন অঘটন ঘটেনি।টিউশনিতে গিয়ে দেখলাম সেখানে কান্নার রোল।কেউ মরে-টরে গেল নাকি?? কিসের কি?? আমার ছাত্রী কোন এক সুদরর্শন ছেলের হাত ধরে পালিয়েছে।শালার টিউশনিটা গেল।বছরের এই মধ্য সময়ে কে মোরে টিউশনি দেবে??? ইট ভাঙার আর কত দেরী পাঞ্জেরী???
১৯ সেপ্টেম্বর ২০১৩: পয়সার অভাবে দাড়ি-গোফ কামাতে পারছি না।নিজেকে পীর ফকির লাগছে।কোন মাজারের সামনে বসে গিয়ে ধান্দা পেতে বসলে কেমন হয়?? বাংলাদেশে পীর ফকিরের ব্যবসা সবচে বেশী লাভজনক।প্ল্যান করতে বাইরে বেরিয়ে পড়লুম।ভাবতে ভাবতে নিজেকে পানির ভেতর আবিস্কার করলাম।এ কি আধ্যাত্বিকতা।পরক্ষনেই বুঝলাম ম্যানহলে আছি।গতরাতে ঢাকনাটা আবার চুরি হয়ে গেছে।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৪
জ্যোৎস্না পরী বলেছেন: ইট ভাঙার আর কত দেরী পাঞ্জেরী???
হা হা হা।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩০
গৃহ বন্দিনী বলেছেন: হাহাহাহা আপনি তো দারুন দিনলিপি লেখেন । পরের পর্বের জন্য নজরে রাখলাম
।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৮
সর্বভূক বলেছেন: সবাইকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৫
নীল-দর্পণ বলেছেন: হা হা....মজার তো