নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম এলিট

সিমন্ত

এস এম এলিট

সিমন্ত › বিস্তারিত পোস্টঃ

করোনা ভাইরাসের ৯০ বছর !!

২৭ শে মে, ২০২০ রাত ২:০৪


করোনা ভাইরাসের গল্পের বয়স, আপনার চেয়ে বেশি। হ্যা, অবাক হওয়াটা স্বাভাবিক।
গত বছরের শেষের দিকে অর্থাৎ ২৩-এ নভেম্বর, চীনে করোনা ভাইরাসের রোগী পাওয়া যায়। এর পরে এখন পর্যন্ত প্রায় ছয় মাসে, বিশ্বের বিভিন্ন দেশে তিন লক্ষেরও বেশি লোক, এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। আপনার কাছে মনে হতে পারে, এই ভাইরাসটি একটি নতুন বিষয়, একটি নতুন আবিস্কার।

করোনা ভাইরাস প্রথমে পাওয়া যায় মুরগীর দেহে, ১৯৩০ সালে। আপনাদের বেশিরভাগ লোকের বাবা তখনো জন্মেনি। এর পরে ১৯৪০ সালে এই ভাইরাস পাওয়া যায় ইদুরের শরীরে। এভাবে বিভিন্ন প্রানীর শরীরে পাওয়ার পরে, মানুষের শরীরে এই ভাইরাস পাওয়া যায় ১৯৬০ সালে। এর পরে গবেষনার জন্য ভাইরাসটিকে সংরক্ষন করা হয়। ১৯৬৭ সালে ইলেক্ট্রন মাইক্রোস্কপ ব্যাবহার করে এই ভাইরাসটি ভালো করে দেখা যায়। তখন এর নাম দেওয়া হয় - করোনা। ভাইরাসটি প্রথমে পাওয়া যায় ১৯৩০ সালে, কিন্তু এর নামকরন হয় ১৯৬৭ সালে,(৩৭ বছর পর)।

মানুষের শরীরে এই ভাইরাস প্রথমে পাওয়া যায় ১৯৬০ সালে। আজ থেকে ৬০ বছর আগে। এই দীর্ঘ ৬০ বছরে ভাইরাসটি কতজন লোক মেরেছে? মাত্র ছয় মাসে এত লোক মারলো কিভাবে?

বিস্তারিত দেখুনঃ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২০ রাত ৩:১৯

নেওয়াজ আলি বলেছেন: তথ্য জানলাম । একই প্রশ্ন ৬০ বছরে কত মরলো আর ৬ মাসে এত মরলো কেন

২| ২৭ শে মে, ২০২০ দুপুর ১২:০৬

রাজীব নুর বলেছেন: করোনা ভাইরাস আগে এত শক্তিশালী ছিলো না।
মনে হয় ধীরে ধীরে তারা শক্তিশালী হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.