নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিম্পল-গার্ল

সিম্পল-গার্ল › বিস্তারিত পোস্টঃ

তনুর হিজাব পরা ছবি দেখেই কি তথাকথিত প্রগতিশীলরা এতদিন চুপ করে ছিল?!

২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২


সেনানিবাসের ভিতরে একজন অনার্স পড়ুয়া ছাত্রীকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে। একজন নারীকে ধর্ষনের পর হত্যা- বিষয়টি বড় খবর। সাথে ঘটনাস্থল যেহেতু দেশের সবচেয়ে কঠোর নিরাপত্তা বেষ্টনিতে আবদ্ধ সেনানিবাসের ভিতরে ঘটেছে তাই খবরটি খুবই গুরুতর ও বিশাল হ্ওয়ার কথা। বলছি সোহাগী জাহান তনুর কথা। তাকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে ২০ মার্চ সন্ধ্যার পর কোন এক সময়। সম্ভবতঃ পরের দিন অর্থাৎ ২১ মার্চ কোন একটি অনলাইন নিউজ পোর্টালে ভাবে খবরটি এসেছিল। বিষয়টি নিয়ে লিখার আগে ২১ মার্চ থেকে নিয়ে ২৪ মার্চ তারিখ পর্যন্ত দেশের সবকটি তথাকথিত প্রগতিশীল, নারীবান্ধব, সুশীল, প্রথম সাড়ির পত্রিকা দেখেছি। কোন পত্রিকাতে ২৩ মার্চের আগে কোন নিউজ তেমন আসেনি। ২৪ তারিখও তেমন উল্লেখযোগ্য কোন নিউজ আসেনি। এমনকি তথাকথিত নারী অধিকার সংগঠন, মানবাধিকার সংগঠন, প্রগতিশীল গোষ্টি, ব্যাক্তিত্ব কেউই তেমন কোন প্রতিবাদ, বিবৃতি কিছুই করেনি। বিষয়টি নিয়ে খুবই আশ্চর্য হয়েছি। ঢাকার কাছে কুমিল্লা সেনানিবাসের ভিতরে একজন ছাত্রীকে ধর্ষনের পর হত্যা করা হলো অথচ তথাকথিত প্রগতিশীল, নারীবান্ধব, সুশীল, মিডিয়া, ব্যাক্তিত্ব, সংগঠন কেউই কোন কথা বলছে না, সংবাদ প্রচার করছে না, প্রতিবাদ-বিবৃতি কিছুই করছে না! অথচ কোন এক অজপাড়া গায়ে মাদ্রাসা বা স্কুলের ছাত্রীকে মাথায় ওড়না পরতে বললে সেটি নারী অধিকার হরণের খবর হয়ে যায়, বিবৃতি, মিছিল, প্রতিবাদের ঝড় ওঠে, হাইকোর্টে কয়েকটি রিট হয়। পত্রিকাগুলো সম্পাদকীয়-উপসম্পাদকীয় লিখতে লিখতে ভরে ফেলা হয়। অথচ এখানে সবাই সম্পূর্ণ চুপ! এর বিপরীতে সামাজিক মিডিয়াতে যাদেরকে মৌলবাদী বলে অভিহিত করা হয় তারা বরং বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিবাদ ও লেখালেখি করে যাচ্ছিল।

২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত চুপ থেকে ২৪ মার্চ এসে তথাকথিত সুশীলরা কথা বলা শুরু করলো। তনু হত্যার প্রতিবাদে তথাকথিত প্রগতিশীলরা মানববন্ধন করলো, বিবৃতি দিলো এবং তথাকথিত সুশীল মিডিয়াগুলো আজ ২৫ মার্চ সে সব খবর প্রথম পাতা সহ বিভিন্ন পাতায় গুরুত্ব সহকারে প্রকাশ ও অনলাইন ভার্সনে কঠিন কঠিন মন্তব্য প্রতিবেদন প্রকাশ করা শুরু করলো। কিন্তু ২০ থেকে ২৩ বা ২৪ মার্চ প্রায় ৪/৫দিন ওরা কেউই কোন কথা বলেনি কেন?! দেশের সবচেয়ে নিরাপদ জায়গায় নারীত্বের এতবড় অপমান অথচ তথাকথিত সুশীলরা সবাই নিশ্চুপ! ঘটনা কি?! তারা কি নৈতিকভাবে অধঃপতিত সেনাবাহিনীকে ভয় পাচ্ছিল? সেনানিবাসের ভিতর ঘটনা বলে কি ভয়ে চুপ ছিল? না তা নয়। সেটি হলে ৪/৫দিন পরও প্রতিবাদ জানানো বা খবর প্রকাশ করার কথা নয়।

এসব যখন চিন্তা করছি তখন অনলাইন মিডিয়া ও সামাজিক মিডিয়ায় প্রকাশিত তনুর ছবিগুলোর কথা মনে পড়ে গেল। সামাজিক মিডিয়ায় তনু হত্যার খবরটি প্রকাশ হয়েছে তার স্কার্ফ বা হিজাব সহ ছবি দিয়ে। প্রথম দিকে স্কার্ফ সহ ছবির সাথে শুধু বলা ছিল তনু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার পিতার পরিচয়ও ছিল। সামান্য ৪র্থ শ্রেণীর কর্মচারী। ব্যস এতটুকুই। কিন্তু ২২/২৩ তারিখের পর সামাজিক মিডিয়াতে আরো বিস্তারিত পরিচয় আসা শুরু করলো। তনু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী শুধু নয় সে আসলে তথাকথিত প্রগতিশীলদের সাথে উঠা-বসা করতো এবং তাদের থিয়েটার কর্মী ছিল। অর্থাৎ স্কার্ফ পরলেও সে তথাকথিত প্রগতিশীলদের সংগঠনের সাথেই জড়িত ছিল। এ খবরটি জানার পরপরই তথাকথিত সুশীল ব্যাক্তিত্ব, সংগঠন, মিডিয়াগুলো তনুকে নিয়ে কথা বলা শুরু করেছে।

তার মানে এর আগে স্কার্ফ পরা দেখে তথাকথিত প্রগতিশীলরা কি মনে করেছিল আরে ওতো মৌলবাদী টাইপের, স্কার্ফ পরে, হিজাব করে-ওদেরকে ধর্ষন করেছে তো কি হয়েছে?! হত্যা করেছে ঠিকই আছে! সামান্য ৪র্থ শ্রেণীর কর্মচারীর মেয়ে সেনানিবাসের ভিতর থাকে আবার হিজাবও করে! তাকে হত্যা করা হবে না তো আর কাকে করবে?! এটিই কি ছিল প্রগতিশীলদের মনোভাব?! সে কারণেই কি তারা এতদিন চুপ ছিল?! কিন্তু যখন জানতে পারলো হিজাব করলেও আসলে তনু তাদেরই একজন- এরপরই শুধুমাত্র তারা কথা বলা শুরু করলো?!

এ সন্দেহ হওয়ার কারণ হলো খোদ ঢাকা শহরে, ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইডেন কলেজ সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে হিজাব পরিহিতা ছাত্রীদের প্রশাসন ও ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন ভাবে হয়রানী করে আসছিল, হিজাব পরিহিতা ছাত্রীদের নিয়মিত হল ও প্রতিষ্ঠান থেকে বহিঃস্কার করছিল এমনকি পুলিশের হাতে তুলে দেয়া হচ্ছিল এবং পুলিশ হিজাব পরিহিতা ওসব ছাত্রীদের দিনের পর পর রিমান্ডে নিয়ে নির্যাতন করছিল এবং মাসের পর মাস কারাগারে আটক করে রাখছিল। এত কঠিন নির্যাতন যখন হিজাব পরিহিতা ছাত্রীদের উপর চলছিল তখন কোন সুশীল মিডিয়া, ব্যাক্তিত্ব, সংগঠন সামান্য প্রতিবাদ করেনি বরং মিডিয়াগুলো এমনভাবে খবর প্রকাশ করছিল যেন হিজাব পরিহিতা ওই ছাত্রীরা বিশ্বের শীর্ষ সন্ত্রাসী!

সে ধারাবাহিকতায় ঘটনার পর সামাজিক মিডিয়ায় প্রকাশিত তনুর স্কার্ফ সহ ছবি দেখেই কি তথাকথিত প্রগতিশীলরা চুপ ছিল? এখন কথা বলছে কারণ তারা সবশেষ জানতে পেরেছে তনু প্রগতিশীলদের কথিত থিয়েটারের একজন কর্মী?! তার মানে ৯০% মুসলমানের এদেশে তথাকথিত প্রগতিশীলদের হিজাব, স্কার্ফ, পর্দা করা নারীদের কোন অধিকার থাকতে নেই?! তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিঃস্কার করতে পারবে, পুলিশ-ছাত্রলীগ রিমান্ডে নিয়ে নির্যাতন করতে পারবে, কারাগারে নিক্ষেপ করতে পারবে, এমনটি ধর্ষনের পর হত্যাও করা যাবে! কিন্তু প্রগতিশীলরা কোন কথা বলবে না যদি মেয়েটি হিজাব পরিহিতা হয়! শুধুমাত্র তখনই বলবে যখন জানতে পারবে হিজাব পরলেও সে তাদেরই একজন! তার আগে যত নির্যাতনই হিজাব পরিহিতাদের উপর আসুক প্রগতিশীলদের বিবেক কোন কথা বলবে না...

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০৯

নুর ইসলাম রফিক বলেছেন: এখন তো কথা বলছেন, এখন তো চিল্লাচ্ছেন।
হয়তো কোন ফায়দার খোজ পেয়েছেন।

২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৯

সিম্পল-গার্ল বলেছেন: যখন বুঝতে পেরেছে তনু ওদের ঘরের মানুষ তখনই শুধু কথা বলছে। তা না হলে কখনোই ওরা কথা বলতো না। এটিই আমাদের তথাকথিত প্রগতিশীলদের মানসিকতা।

২| ২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৪

কালীদাস বলেছেন: আপনার পোস্ট আপনার নিজের স্টেটমেন্টের সাথেই কন্ট্রাডিক্ট করছে। একেকটা রেপ বা ইভটিজিং-এর ঘটনা প্রেসে আসা মাত্র একশ্রেণীর প্রাণি হিজাব থাকলে কিছু হত না বলে চিল্লানো শুরু করে। তনুর সবকয়টা ছবি হিজাবসহ। তাহলে মানে কি দাঁড়াল? প্রোবলেমটা কি রেপিস্টের না? আরও ক্লিয়ারলি বললে কিছু বখাটে ছেলের মানসিকতায় না? ঢাকা ইউনি, ঢাকা মেডিক্যাল, ইডেনে হিজাব পরিহিতাদের হয়রানি করা হয়েছে, কোথায় পেয়েছেন এই বাণী? এই জায়গাগুলোতে ঢুকেছেন কোনদিন? নয়াদিগন্তে নাকি দৈনিক মগবাজারের সকালের স্টেটমেন্টে পেয়েছেন এই মহান পোস্ট?

২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৪

সিম্পল-গার্ল বলেছেন: পোস্টটি তনু বা যারা নির্যাতন ও হত্যা করেছে সে বিষয়ে নয়। ঘটনাটি জানার পরও যারা এতদিন নিশ্চুপ ছিল তাদের বিষয়ে। অথচ একই ধরনের বিষয়ে তারা অন্য সময় হলে বিবৃতির ঝড় তুলতো। কি কারণে এতদিন চুপ করে ছিল? ক্যান্টনমেন্টের ভিতর এত বড় একটি ঘটনা ঘটার পরও দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো কি কারণে ৩/৪ দিন ধরে ঘটনাটি নিয়ে কোন রিপোর্টই করেনি! সে বিষয়েই এই পোস্ট।
আর বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কার্ফ পরা নিষিদ্ধ করা সহ বিভিন্ন সময় ছাত্রীদের আটক করার বিষয়টি একটু খবর নিলেই জানতে পারবেন। কোন বিশেষ পত্রিকা বা স্থান থেকে পাওয়ার প্রয়োজন নেই।

৩| ২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৭

বিজন রয় বলেছেন: সিম্পল লেখা। তুলনা হয় না।

৪| ২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৫

বিজন রয় বলেছেন: তা প্রগতিশীলরা চুপ থাকলেও দোষ, কথা বললেও দোষ। তা তারা যাবে কই।
একটি আন্দোলন গড়ে উঠতে একটু সময় তো লাগতে পারে।

এটা তো আমরা জানি এই পৃথিবীতে যত পরিবর্তন হয়েছে তা সব এনেছে কিন্ত প্রগতিশীলরা।

ধন্যবাদ।

২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০২

সিম্পল-গার্ল বলেছেন: এখানে "তথাকথিত প্রগতিশীল"দের কথা বলেছি। যারা নিজের দিকেই থাকিয়েই শুধু কথা বলে, চিন্তা করে, কাজ করে। ওই ধরনের প্রগতিশীলদের দিয়ে পরিবর্তন আসেনি বরং ধ্বংস এসেছে।

৫| ২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

কলাবাগান১ বলেছেন: আর আপনি ও হয়ত হিজাব পরে সেহেতু পোস্ট দিয়েছেন.....না পড়লে তখন বলতেন কাপড়ের দোষে ধর্ষিত হয়েছে। হয়ত হিজাব পড়ে নাটকে অভিনয় করাটাই উনার কাল হয়েছে....মৌলবাদীরা এটা পছন্দ করে না

২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

সিম্পল-গার্ল বলেছেন: আমি তনুর ঘটনার বিশ্লেষণ করিনি। ওই ঘটনা প্রমাণ করছে আসলে ভয়াবহ অধঃপতন ঘটেছে সমাজের প্রতিটি স্তরে। কিন্তু আমার পোস্টের বিষয় আমাদের দেশের তথাকথিত প্রগতিশীল ও নারীবাদীদের মানসিকতা নিয়ে। তারা বর্তমানে প্রতিবাদ করছে তার সাথেও আমি একমত। কিন্তু কেন তারা এতদিন চুপ করে ছিল। অথচ অন্য সময় এর চেয়েও ছোট ঘটনা নিয়ে এমনকি কোথাকার কোন এক অজপাড়া গায়ে ছাত্রীকে ওড়না পরতে বলার অপরাধে প্রতিবাদের ঝড় তুলে। পত্রিকায় বিশাল নিউজ হয়। কয়েকটি রিট করে। অথচ ক্যান্টনমেন্টের ভিতর এত বড় ঘটনা ঘটার পরও তারা ৪/৫ দিন সম্পূর্ণ চুপ ছিল। এর কারণ কি তনুর প্রকাশিত স্কার্ফ সহ ছবি?! স্কার্ফ পরে ছিল বলে কি তারা মনে করেছিল ওই ধর্ষন ও হত্যা কোন অপরাধ নয়? কেন মিডিয়াগুলো সামান্য খবরও প্রকাশ থেকে বিরত ছিল? হিজাব সহ ছবিই কি কারণ ছিল? তারা কি ধরে নিয়েছিল ওদের দৃষ্টিতে হিজাব পরে কথিত মৌলবাদীরা তাই ওই মৌলবাদীদের ধর্ষন ও হত্যা করা জায়েজ?!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.