নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনার প্রশ্নটি আমাদের সবার সাথে শেয়ার করুন।

সিনহটল্ক

সিনহটল্ক › বিস্তারিত পোস্টঃ

কিছু বিখ্যাত উক্তি যা আপনারও ভালো লাগতে পারে!!!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৫

“ কাল আমার পরীক্ষা। কিন্তু এটা আমার কাছে বিশেষ কোন ব্যাপারই না, কারন শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারন করতে পারেনা॥ ”

—টমাস আলভা এডিসন।



“ একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাশ করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা॥ ”

—বিল গেটস।



“ আমি স্বপ্ন দেখেছিলাম, সেইস্বপ্নে আস্থা ছিল। আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়॥ ”

—মার্ক জুকারবার্গ।



“ আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা॥ ”

—মাইকেল জর্ডান।



“ স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়। তাই বলে, স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন॥ ”

—ব্রায়ান ডাইসন।



“ আমি বলবনা আমি ১০০০ বার হেরেছি, আমি বলবো যে আমি হারার ১০০০ টি কারণ বের করেছি॥ ”

—টমাস আলভা এডিসন।



“ যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়॥ ”

—ডঃ লুৎফর রহমান।



“ সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ কর, তাহলেই প্রতিষ্ঠা পাবে॥ ”

—ডব্লিউ এস ল্যান্ডের।



“ মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া॥ ”

—মারিও কুওমো।



“ যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই॥ ”

—উইলিয়াম ল্যাংলয়েড।



“ যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে॥ ”

—ফ্রান্সিস বেকন।



“ সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে॥ ”

—লর্ড হ্যলি ফক্স।



এরকম কিছু বিখ্যাত মানুষের বিখ্যাত উক্তি নিয়ে সম্পূর্ণ বাংলায় “গুণীজনের বানী ” নামক একটি সাইট তৈরি করেছি আমি।যদিও এটি অসম্পূর্ণ তবুও আপনারও ভালো লাগতে পারে এটি। আশা করছি দেখবেন এবং উপদেশ স্বরূপ মন্তব্য করবেন। www.bissoy.com

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩০

সিনহটল্ক বলেছেন: http://www.bissoy.com

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.