![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুপালী আর্জেন্টিনা।
-
এলেক্সিও গার্সিয়া নামক এক পর্তুগীজ নাবিকের জাহাজ পাহাড়ের গায়ে ধাক্কা লেগে ডুবে গেল সে পাশ্ববর্তী যে ভূমিতে উঠে বেচে যায় সেখানে সে নদীর তীর ঘেষে রোপ্য ধাতুতে সমৃদ্ধ একট অঞ্চল দেখতে পায়। পরে সেখানে পর্তুগীজ ছাড়াও স্পেনও উপনিবেশ গড়ে।
-
যাই হোক তারা তাদের ভাষায় ওই নদীর নাম দেয় রুপার নদী (রিও ডি লা প্লাটা) ।
স্পেনিস বা পর্তুগীজ ভাষায় প্রাচীন রোমান সাম্রাজ্যের ভাষা লাটিন এর অনেক প্রভাব আছে। দুই ভাষাতেই প্রচুর ল্যাটিন শব্দ ব্যবহার হয়।
-
বিশ্বের অষ্টম বৃহত্তম রুপা উৎপাদনকারী ওই অঞ্চলকে তারা রুপার দেশ বলে ডাকা শুরু করে। ল্যাটিন ভাষায় রুপা হচ্ছে আরজেনটাম(argentum) আর দেশ যেহেতু স্ত্রীবাচক শব্দ তাই আরজেনটাম এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে আর্জেন্টামিনাস (argentumīnus),
স্পেনীসে যা আর্জেন্টিনা ।
ইংরেজীতে যা সিলভারী।
বাংলায় যা রুপালী।
আমরা বলি আর্জেন্টিনা - মেরাডোনার দেশ।
নেদারল্যান্ডস নিয়ে আমার লেখার লিংক
০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৭
সিদ্দিকী শিপলু বলেছেন: ধন্যবাদ রাহুল।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৬
রাহুল বলেছেন: দারুন লিখছেন।ভালো লাগলো।