![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন কোম্পানী বা ব্যবসার জন্য ব্র্যান্ড নাম খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ব্র্যান্ড নাম সিলেক্ট করতে যেয়ে নাস্তানাবুদ হয়ে যান, আবার অনেক কোন ধরনের যাচাই বাছাই না করেই ব্র্যান্ড নাম ঠিক করেন যা তার ব্যবসায় কোন সুবিধা দিতে পারে না, বরং কোন কোন ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে।
ব্র্যান্ড নাম নির্ধারণের জন্য যে সকল বিষয়গুলো মনে রাখবেনঃ
১) প্রত্যাকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা নাম রাখা যেতে পারে।
২) মালিকের নামানুসারে ব্র্যান্ডের নাম হতে পারে যেমন- Hewlett-Packard, বেনসন এন্ড হেজেজ।
৩) ব্যবসা বা পন্যের ধরণের উপর ভিত্তি করে ব্র্যান্ড নাম ঠিক করা যেতে পারে। যেমন- উত্তরবঙ্গের জন্য কুরিয়ার করোতোয়া কুরিয়ার,
৪) নতুন কোন শব্দ তৈরি করে নেয়া যেতে পারে , যেমন - গুগল।
৫) দারুন ক্রিয়েটিভ কোন নাম রাখা যেতে পারে, যেমন - A Hundred Monkeys Igor
৬) না পারলে ছোট এবং সহজবোদ্ধ নাম রাখা যেতে পারে।যেমন - লাক্স
৭) ইউনিক নাম খুজে বের করুন।
৮) প্রত্যাকটা পণ্যের বেলায় মার্কেটে প্রতিদন্দীদের খুজে বের করুন, তাদের নাম যাচাই করুন, এবার সেই পণ্যের জন্য একটু ভিন্নধর্মী, সহজে মনে রাখার মতো, ছোট, পণ্য বা সার্ভিসের সাথে মানানসই (যেন নাম শুনলে ক্রেতা বুঝতে পারে এটা কি ধরনের পণ্য) নাম সিলেক্ট করুন।
৯) ব্রান্ড নেম প্রচারের বাজেটের দিকে খেয়াল রাখুন।
১০) এমন নাম রাখুন যা ফোনে বললে অন্য প্রান্ত থেকে সহজেই বুঝা যায়, যেমন- কনফিউজিং- compact এবং Compaq
১১) খুব জনপ্রিয় শব্দকে নাম হিসেবে না নেয়াই ভালো, কারণ, গবেষনায় দেখা গেছে জনপ্রিয় নাম দীর্ঘমেয়াদে ভালো ফল দেয় না।
১২) এমন কোন নাম নেয়া উচিত না যা সহজেই ব্যাঙ্গ করা যায়, যেমন- মুমু, ব্যাঙ্গ করে চুমু
১৩) বেশ কয়েকটা নাম সিলেক্ট করুন
১৪) নামগুলো যাচাই করুন,
প্রথমত- দেখুন, সিটি কর্পোরেশনে বা কোম্পানী তালিকায় অন্য কেউ আপনার সিলেক্ট করা নাম আগেই নিয়ে নিয়েছে কি-না,
২য়ত- আপনার পরিচিতদের জিজ্ঞাসা করুন তারা শব্দটা শুনেই বানান আইডিয়া করতে পারছে কি-না,
৩য়ত- দেখুন পরিচিত্রা নাম শুনেই পণ্যের ধরন বুঝতে পারছে কি-না। পরিচিতদের মধ্যে থেকে যাচাই এর জন্য কম বয়সীদের নিবেন, ১২ বছর থেকে শুরু করুন।
১৫) অনলাইন ফ্রেন্ডলী নাম বাছাই করুন। যাচাই করে নিন যে আপনার ব্র্যান্ড এর ডোমেইন নাম খালি আছে কি-না।
১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৪
সিদ্দিকী শিপলু বলেছেন: ধন্যবাদ তানভীর আকন্দ।
২| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০২
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++
কাজের পোস্ট ।
ভালো থাকবেন
১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৪
সিদ্দিকী শিপলু বলেছেন: ধন্যবাদ অপূর্ণ রায়হান। আপনিও ভালো থাকবেন।
৩| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১১
আমি তুমি আমরা বলেছেন: ভাল পোস্ট
১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৫
সিদ্দিকী শিপলু বলেছেন: ধন্যবাদ আমি তুমি আমরা।
৪| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৭
কলমের কালি শেষ বলেছেন: কাজে লাগার মত পোষ্ট । ভাল লাগলো ।
১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৫
সিদ্দিকী শিপলু বলেছেন: ধন্যবাদ কলমের কালি শেষ।
৫| ১৮ ই অক্টোবর, ২০১৪ ভোর ৬:৪৪
রাহাত জামান বলেছেন: "গুগল" কোনো নতুন শব্দ না। Google শব্দটা এসেছে Googol থেকে, যা 10^100 সংখ্যাটার নিক নেম। ল্যারি পেজ আর সের্গেই ব্রিন তাদের সার্চ ইঞ্জিনির নাম "গুগল" দেন তাদের সার্চ ইঞ্জিন কতটা বেশি পরিমাণে তথ্য সরবরাহ করতে পারে, এটা বোঝানোর জন্য।
১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৬
সিদ্দিকী শিপলু বলেছেন: ধন্যবাদ রাহাত জামান। গুগল নতুন শব্দ না হোক তবে খুবই অপ্রচলিত শব্দ ছিল।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৪ ভোর ৪:২৬
তানভীর আকন্দ বলেছেন: ভাল লাগল লেখাটি। অনেক জটিল সমস্যার সহজ কিছু সমাধান! ব্যাবসাপাতি করতে গেলে কাজে দিবে