![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উবার ও পাঠাওয়ের মতো অ্যাপনির্ভর পরিবহন সেবা বন্ধসহ আট দফা দাবিতে ২৭ ও ২৮ নভেম্বর ধর্মঘট পালন করবেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা।
আট দফা দাবি পড়লাম। কয়কটা দাবী অবশ্যই যৌক্তিক। কিন্তু তাদের মধ্যে যে কিছু আবালও আছে, সেটা তাদের কয়েকটা দাবী পড়লেই বুঝা যায়।
যেমনঃ
৩. উবার, পাঠাওয়ের মতো অ্যাপনির্ভর পরিবহন সেবা বন্ধ করা।
তারা আমাদেরকে পিছনের দিকে নিতে চায় কেন? ইচ্ছেমতো ভাড়া আদায়ের দিন শেষ হয়ে যাচ্ছে তাই? নষ্ট মিটার ব্যবহার করা অথবা মিটারের যেতে না চাওয়ার অন্যায় কে কি তারা জায়েজ করতে চায়?
৫. ড্রাইভিং লাইসেন্স নবায়নে ব্যবহারিক পরীক্ষা বন্ধ করা।
কি আর বলা যায় এই দাবী স্বমন্ধ্যে? তারা কি মগের মুল্লুকে?
৬. অননুমোদিত পার্কিংয়ের জন্য মামলা না করা।
হাসবো না কাঁদবো বুঝতেছি না। যেখানে পার্কিং অনুমোদিত নয় সেখানে পার্কিং করতে চায়, কি অদ্ভুৎ। এদেশে কেউই নিয়ম মানতে চায় না।
এছাড়া বাকী দাবীগুলোর বিষয়ে কিছু বললাম না। তবে যৌক্তিক দাবীর ভিতরে অযৌক্তিক দাবীগুলো এনে তারা নিজেদের দাবীগুলোকেই হালকা আর হাস্যকর করে তুলে।
২| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উবার , পাঠাও এর ঝলকানিতে
চোঁখে অন্ধকার দেখে পাগলের প্রলাপ
বকছে।
"কোন তোমরা হঠাৎকরে ধর্মঘটে যাও?
লাভ হবেনা যতই চেচাও এবার মুড়ি খাও।"
৩| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৯
পবন সরকার বলেছেন: সিএনজির অনেক ড্রাইভার ছিনতাইয়ের সাথেও জড়িত।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: স্বমন্ধ্যে কি শব্দ?