![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লিখা একটা নেশায় পরিনত হয়েছে।আর জানার ইচ্ছা টা প্রবল।ঘোরতে ভাল লাগে।
সবই বদলে যায়
আমিও বদলাই
সময় ও বদলাই
ছোট্টো ঘাস ফরিং সেও রঙ বদলাই,
হিমালয়ের চূড়া
সাগরের তল
দখিনের হাওয়া
উত্তরের সাদা বরফ
আর মানুষের মন
সবই বদলাই।
শুধু বদলাতে পারবে না তুমি
আর তুমার মন,
১৪৪ ধারা তুমার উপর।
দোহাই
বদলে যেও না
যেমন আছ থাক তেমনটাই।
...
২| ৩০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৫
বেবিফেস বলেছেন: দোহাই
বদলে যেও না
যেমন আছ থাক তেমনটাই।
৩| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:১১
সিফল প্রধাণ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ..।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩৪
প্রিন্স ঠাকুর বলেছেন: ভালো...