| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিপ্রায়!
এস,আই সুমন
কবিতায় আমার ছন্দ যে তুমি
গানে তুমি মোর সুর,
হাত রেখে হাত পাড়ি দেব পথ
ঝুম বর্ষায় আর মৃদু রোদ্দুর।
যদি তুমি হও সওয়ারী মোর
হব আমি ডিঙ্গি নৌকার মাঝি,
তোমাকে নিয়ে শুন্যে মিলাবো
যদি তুমি হও রাজি!
গুজে দেব বেলি খোপাতে তোমার
আর যত পাগলামি,ঢং
মিলিয়ে দেব স্বপ্নে তোমার
রংধনুর সাত রং।
বিমুগ্ধ আমি হাসিতে তোমার
হারিয়ে যেতে চাই,
আকুলতাই তো তুমি কেন্দ্রিক
এইনা অভিপ্রায়!
২|
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১১
সাদা মনের মানুষ বলেছেন: অভিনন্দন সামহোয়্যারইন ব্লগে
৩|
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১২
সাদা মনের মানুষ বলেছেন: 
৪|
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৩
সাদা মনের মানুষ বলেছেন: লিখতে থাকুন আছি সাথে
৫|
১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৩২
এস আই সুমন বলেছেন: অনেক ধন্যবাদ, নতুন মেম্বার হিসাবে আপনার মন্তব্য সামনে লিখতে অনুপ্রেরণা যোগাবে। ভাল থাকবেন
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৩৯
এস আই সুমন বলেছেন: এই ব্লগে আমার প্রথম পোষ্ট......