নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রফেশনাল কোন লেখক/কবি নই,লিখতে ভাল লাগে তাই লিখি।

এস আই সুমন

যাচ্ছে তাই

এস আই সুমন › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নবাজের প্রেম...

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৫৯


আমি ঠিক অন্যসবারমত করে ভালোবাসাগুলো এক্সপ্রেস করতে পারিনা, হয়ত করতে চাইওনা। আমার কাছে এতটাই বিশেষ কেউ ছিলে বলেই তোমাকে ঘিরে আমার ভাবনাগুলো ইউনিক ছিলো। টিপিক্যাল আবেগী প্রেমময়তায় আবধ্য রাখতে চাইনি বলেই তোমার চোখে বর্ণহীন ভালোবাসা আমাকে বর্ণময় করে রেখেছিলো!
তোমার সংস্পর্শে অব্যক্ত নিরবতা অন্যএক ভালোবাসার উপাখ্যান তৈরি করে। আমার নিরবতার অর্থ তোমার কাছে ভিন্ন হতে পারতো, হয়ত বদলেও যেতাম কিন্তু তোমার চোখ আমায় পরিমিত রেখেছিল, প্রত্বয়ী চেতনায় তোমাতেই বিশ্বাসী ছিলাম।

জানো!নির্বাক ও কথা কম বলতে পারা মানুষগুলো স্বপ্নবাজ হয়। হটাত একদিন ছুটে এসে আমার সামনে দাঁড়াবে, মুখোমুখি দাঁড়ানো তোমার দুহাত ধরবো! আমার বুকে মাথা রেখে তুমি অনর্গল বলে যাবে তোমার যত অসংগতি, বেদনা বিধুরতা। প্রাপ্তির আনন্দে অপেক্ষার চেতনামাখা স্বপ্নগুলো সাজাবে, শাসন করবে, আমি তোমাতেই শোষিত হতে চাই।

জানো!নিজেকে নিয়ন্ত্রণে রাখার সমস্ত চেষ্টাই করেছি কিন্তু পারিনি। ওইযে তুমিই আমার কাছে ঠিক ততটাই ইউনিক যে। তুমি পাশে থাকলে আজ আমার সমস্ত অব্যাক্ততা, ও নিরবতা ভেঙে বলতাম তোমাকে ছাড়া কতটা অগোছালো ও অস্তিত্বহীন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.