![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এস,আই সুমন
হ্যা! ভাবছেন কাকে?
বলছি আপনাকেই,
আপনার মত উচ্চাভিলাষী
মানুষ আমি নই,
পারিনা থাকতে ভদ্র,নিরব
থাকি মাতোয়ারা,হইচই।
দিনের শুরুতে কফিতে নাকি
হবেই দিতে চুমুক?
রাস্তার মোড়ে কাপের চুমুকে
পাইযে বেজায় সুখ।
হ্যা! ভাবছেন কিবা?
ভাবনায় আপনার পরিবর্তন চাই!
হয়ত ডুবান কফিতেই মুখ,
আমি ক্ষান্ত দুই টাকায়।
তাই বলে কি আপনিই মানুষ
মানুষ আমি নই।
হ্যা!হ্যা! ভাবছেন কিযে?
যে জন মুখে ফোটেনা বুলি
বিস্ফারিত তবে কেন এত কথা,
ঐশ্বর্য আপনার চাইনা আমার
চাই পূর্ণ মানবতা।
হয়ত থাকেন অট্টালিকায়
ঘর বা আমার মাটি,
রাখবেন মনে আপনার ঘরটাই
রাখি আমিই পরিপাটি।
সরলতা মোর "ঝোপ বুঝে কোপ"
যখন নিরব আমি রই,
উঠবে তুফান হবে প্লাবন
যদিনা একত্রিত হই।
হ্যা!হ্যা! ভাবছেন কিবা?
নিরলস আমি মত আপনার
মানবতাহীন নই,
রক্ত মাংশের মানুষ আমি
অহংকারি নই।
মানবতার আমি শীর্ষে দাড়িয়ে
দিতে চাই হুঙ্কার,
কেেপ উঠুক যত আমার তৈরি
অহংকারীর ঘর।
হ্যা!হ্যা!মানবতাবাদী আপনার আমি
পরিবর্তন চাই,
ভুলিতে বসেছেন কেবা পশু,
কেবা আপনার ভাই।
যাহার জন্য যুদ্ধ ঘোষিত
এত্তো অহংকার,
হবে ধুলিস্মাৎ স্মৃতিচিহ্নটা
হবে কি দরকার?
হ্যা!আপনাকে বলছি!
সময় থাকতে শুধরে আপনি যান
নইলে মানবতা ঠেকাতে,
একত্রে মোরা পাল্টাবো অবস্থান!!
মানবতাহীন পশু আপনি
বড়ই স্বার্থপর,
নেই দরকার দয়া করুনার
দিন প্রাপ্য অধিকার।।
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৩
এস আই সুমন বলেছেন: মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
পাশে থাকবেন।
২| ২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১২
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৫
এস আই সুমন বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকবেন।
৩| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৮
সাদা মনের মানুষ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২২
সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর ভাবনা, ভালোলাগা জানিয়ে গেলাম।