![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ হল তনু হত্যা,
তনু হত্যার বিচার চাই।
রাজপথে ঐ উঠছে স্লোগান,
দিচ্ছে কারা তনুর ভাই।
কালবা হল হত্যা মিতু,
ঘরে বসে কেমনে রই !
রাজপথেতে দেব হুঙ্কার,
তনুর ভাই সব গেল কই?
তনুর ভাইরা হল উধাও,
মিতুর ভাইদের হদিশ নাই।
একের পর এক হচ্ছে হত্যা,
সবার হত্যার বিচার চাই!
সুপ্ত আমার মানবতা আজ,
হলাম আমরা জাতির ভাই।
জ্বালায় দেব মোমেরবাতি,
দেশলাই আছে তো কাঠি নাই!
চোখের সামনে তোর বোনেরই
লুটছে ইজ্জত হামেশাই,
রক্ষা করতে পারিস নাকি?
লোক দেখানো নামের ভাই!
এবার হল গুলশান হামলা,
ভাইদের কি আর প্রাণে সয়?
জঙ্গি, জঙ্গি কলরব আজ,
জঙ্গিদের সব বিচার চায়!
একের পর এক পড়ল চাপা
ক্লান্ত আমরা কারো নই,
এরই মাঝে রামপাল এসে
শুরু হল হইচই।
২| ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০০
এস আই সুমন বলেছেন: আসলেই!
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন।
৩| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৫
সাদা মনের মানুষ বলেছেন: দারুণ লিখেছেন ভাই, আজকে একটা অসঙ্গতি নিয়ে আমরা মেতে থাকি পরবর্তী অসঙ্গতি এসে আগেরটা চাপা দিয়ে ফেলে, আমরাও বেমালুম সব ভুলে যাই
২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৫
এস আই সুমন বলেছেন: মানুষ হিসাবে আমরা বৈচিত্রময় বটে।
আর এটা আমাদের প্রতিদিনকার রুটিন হয়ে দাড়িয়েছে।
আমরা একত্রিত না হলে আমাদের একজনের পক্ষে কিছুই করা সম্ভব নয়।আমাদের সমাজে কিছু টাইপের মানুষ বসবাস করেন যারা এইসব ব্যাপারগুলোতে একটু বেশিই লাফালাফি করেন, অবশ্য লোকদেখানো ছাড়া কিছুই নয়।
যাইহোক, মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
অনেক ভাল থাকবেন।
৪| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৩:৪৭
পাজী-পোলা বলেছেন: মানুষ পরিবর্তনশীল......
০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১:৩৮
এস আই সুমন বলেছেন: ভালতো, ভালনা!
এই দোহাই দিয়ে আমরা পার পেয়ে যাচ্ছি।
একের পর এক চাপা পড়ে যাচ্ছে, কখনও এর পরিনতি কি ভেবেছেন হতে চলেছে।
আচ্ছা, মানুষ কাকে বলে?
আর বলতে চাচ্ছেন আমরা মানুষ! যদি মানুষই হতাম তাহলে অন্ততপক্ষে সামনে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করতাম।সুষ্ঠু বিচার পেতাম,জীবনের নিরাপত্তা পেতাম।মৃত্যুটা শেয়াল কুকুরের মত হচ্ছে পথে ঘাটে তাহলেও দাবি করবেন আমরা মানুষ।আর পরিবর্তনশীল! আমাদের এড়িয়ে যাওয়ার গাণিতিক সুত্র।
ধন্যবাদ, ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: ভাবতে কষ্ট লাগে............