নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রফেশনাল কোন লেখক/কবি নই,লিখতে ভাল লাগে তাই লিখি।

এস আই সুমন

যাচ্ছে তাই

এস আই সুমন › বিস্তারিত পোস্টঃ

এইতো আছি বেশ

২৭ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:০৫

ঘুরছে ঘড়ির কাটা তবু
যাচ্ছে কেটে দিন,
চাইনা মুখের হাসি যেন
হয় না বিলীন।
দুর্ভাবনা আমায় ঘিরে?
নাইবা অন্য দেশ,
ভাবনা কেন আমায় নিয়ে
এইতো আছি বেশ!
ছোট্ট আমার পৃথিবীটার
রংধনুর সাত রং,
সারাটাদিন করব আমার
মাধূরীতার ঢং।
আহাঃভাবছেন কেন?
মানুষ তব ছোট্ট হব
স্বপ্ন দেখা সার,
লালসয়ী এক আগন্তুকে
করে গেল চুর-মার।
আরে! ভাবনা যে নয় সবে শুরু
হয়নি আজও শেষ,
বলছি আগেই ভাবনা কেন
এইতো আছি বেশ!
হা হা সবার স্বপ্ন আমায় ঘিরে
যেথাই যেমন চাই,
রইল পড়ে শূন্য পাতিল
ঠিক আমার বেলাটাই।
আরে!আরে!আরে!অশ্রু কেন ঈশানকোণে?
চাইনি যা শেষ-মেষ!
একটুও নয় বিষন্ন মেঘ
এইতো আছি বেশ।
স্বাভাবিক যা সবকিছুইতো
আগেই ছিলাম যেমন,
রইল বাকি একটু হাসি
আর কিবা প্রয়োজন?
হ্যা! আমি হাসি ঠিকই
কিন্তু কেন পাইনা যে সেই স্বাদ,
স্মৃতি আমায় পুড়িয়ে ছাই
করে যে উল্মাদ।
কিবা করার,পাল্টেছে রং
হয়নি জীবন শেষ!
ভাগ্যের দৌড়ে এই পর্যন্তই
এইতো আছি বেশ!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: আমি হাসি ঠিকই
কিন্তু কেন পাইনা যে সেই স্বাদ,
স্মৃতি আমায় পুড়িয়ে ছাই
করে যে উল্মাদ।


অনেক সুন্দর লিখেছে ।

টাইপিং সচেতন হতে হবে। বানান ভুল আছে।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩১

এস আই সুমন বলেছেন: হুম...আপনাকে অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.