![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসতে পার নাইবা ভাল
বলতে আমায় পার,
নিজেই তুমি থাক ভাল
ভেঙোনা মন কারো।
তুললে ভাংবে বলে যে মন
অভিনয়ের ঝড়,
সাজানো এই মন ভাঙার কি
ভীষন দরকার?
কিবা পেলে আগ লাগিয়ে
খুশি কি অন্তর,
পুড়ছে তব অনবরত
মনের গুদামঘর।
বলতে আমি নেইকো মানুষ
এখন তবে আর,
অবদান যা কিছু আছে
সবই যে তোমার।
করছি দোয়া হওগো সুখি
হয়ে বেদুইন,
জীবন নামের প্রেক্ষাপটে
হলে ড্রামাকুইন।
©somewhere in net ltd.