নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রফেশনাল কোন লেখক/কবি নই,লিখতে ভাল লাগে তাই লিখি।

এস আই সুমন

যাচ্ছে তাই

এস আই সুমন › বিস্তারিত পোস্টঃ

কেউ একজন!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০


আমি চাই কেউ একজন বলুক
-তোমার ভুল হচ্ছে।
না-হয় অবচেতন মনে
ভারি করে দিক অধিকারের পাল্লা।
নিঃসঙ্গ পথে কেউ একজন,
আমার অনুপস্থিতি অনুভব করুক।
আমায় ঘিরে স্বপ্ন বুনুক,
পদ্ম তুলুক,বকুল ফুলের মালা গাথুক।
সময় হলে ব্যালকনিতে,
আমায় ভেবে দাঁড়িয়ে থাকুক,
মুচকি হাসুক আমায় দেখে,
একটু না-হয় ভালো ও বাসুক!
শ্রান্ত মাথায় আলতো করে,
আনমনে কেউ হাত বুলাই দিক।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

অনর্থদর্শী বলেছেন: "হাত বুলে দিক" অংশটা শুনতে ভালো লাগছে না। আর কয়েকটা বানান ঠিক করা দরকার। ভাবনাটি বেশ ভালোই।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

এস আই সুমন বলেছেন: আসলে আমি ব্লগার হিসাবে নতুন,
আমি আমার উত্তমটা দেওয়ার চেষ্টা করেছি।
পাশে থাকবেন,আপনার মন্তব্য আমার আরো বেশি করে লেখার অনুপ্রেরনা যোগাবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকবেন।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৯

কানিজ রিনা বলেছেন: নতুন ব্লগার হলেও ভালই লিখেছেন। তবে
আপনার অপর জন যদি একই কথা ভাবে
তখন আপনি কি তারটা পুরন করবেন?
কারন আপনারা পুরুষ ঘরে বউ এলে তাকে
তাকে কি মনে করেন সেটা আপনার কাছেই
প্শ্ন রইল। ধন্যবাদ

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ২:০৩

এস আই সুমন বলেছেন: আমরা মানুষ হিসাবে বড় স্বার্থপর, বলতে পারেন আমি নিজেই।নিজেদের স্বার্থ হাসিল করার জন্য বোঝাটা অন্যের উপর চাপাতে দ্বিধা করিনা।আপনি বলেছেন-আমি তার টাপুরন করতে পারব কিনা! যেহেতু আমি আমার চাওয়া পাওয়ার কথা এইখানে প্রকাশ করেছি,সমন্বয়টা অবশ্যই দরকার।
এবার একটু উপলব্ধি করুন,আমি যদি কারো মন রক্ষা না করতে পারি।তাহলে কি সে আমার উপর অধিকার দেখাবে?আমায় নিয়ে তার সোনালি স্বপ্নগুলো সাজাবে!
কৃতজ্ঞতা জানবেন।
ধন্যবাদ

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: নির্মলেন্দু গুণের ছায়া দেখতে পেলাম।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: নির্মলেন্দু গুণের ছায়া দেখতে পেলাম।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: তোমার চোখ এতো লাল কেন
--নির্মলেন্দু গুণ

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ২:১৪

এস আই সুমন বলেছেন: নির্মলেন্দু গুণ-একজন উজ্বল নক্ষত্র,
বললে বিশ্বাস নাও করতে পারেন।
এইমাত্র কবিতাটা পড়লাম।
আগে পড়া হয়নি কখনো, সেহেতু ক্রেডিটটা আপনাকেই দেয়া যায়।আর ছায়া!
আপনার স্বাধীন ভাবনার উপর ছেড়ে দিলাম।
ধন্যবাদ,
ভালবাসা নিবেন।

৬| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৩:৪১

পাজী-পোলা বলেছেন: "আমি চাই কেউ একজন বলুক" এই লাইনটা না থাকলে "নির্মলেন্দু গুণ" এর ছায়া কেউ আর দেখতে পেতো না....এক জনের ভাবনার সাথে আর এক জনের ভাবনা মিলতেই পারে....আমি কবিতা তেমন বুঝি না.....আপনার লেখাটা ভালো লাগছে.... B-)

০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

এস আই সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকে,
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.