নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রফেশনাল কোন লেখক/কবি নই,লিখতে ভাল লাগে তাই লিখি।

এস আই সুমন

যাচ্ছে তাই

এস আই সুমন › বিস্তারিত পোস্টঃ

অপূর্ণ কিছু স্বপ্ন

০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১৫


শক্ত বাধনটা আজ ছিড়ে গেছে
নরপশু ছুটে চলেছে তেপান্তর, ঘাট
আজ সে মুক্ত,কোন পিছুটান নেই।
যদিও বৃষ্টির জলটা বড্ড বেশি প্রিয় ছিল,
তবুও শাওয়ারের জলটাকে তিক্ত,নোনা করে তুলেছিল।
প্রতিনিয়ত!
কে যেন নিভু নিভু উনুনটাতে ঢেলে দিয়েছে কিছু দাহ্য,
দাউ দাউ করে জ্বলছে,থামবার হেতু নেই।
মনের পুষ্কুনিতে এখন আর খেলেনা রাজহংসি,
স্বপ্নের করিডোরে আর কেউ বেল বাজায় না।
দারোয়ানটা নিরব সময় কাটায় এই প্রতিক্ষায়,
এই বুঝি কেউ এলো!
দিন যায়,মাস যায়,মুখ খোলেনি ঝিনুকটা
তাই মনের আকাশটাতে রংধনুটার চিহ্ন মেলেনি।
কোকিলটা সুর হারিয়েছিলো হয়তো!
তাই তার গান শোনা হয়নি কোন এক বসন্তে,
গা ভাসা দিয়েছে সে স্বজাতির ভীড়ে।
কখনো ফেরা হয়নি,অপূর্ণ থেকে যায় কিছু স্বপ্ন।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৫

ঋতো আহমেদ বলেছেন: ভালো লাগলো । আরও ভালো ভালো কবিতা পাব আশা করছি ।

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৩৮

এস আই সুমন বলেছেন: আপনার মন্তব্যে পুলকিত হইলাম ! কবিতাতো লিখে যাবো, সাথে আপনাকেও পাশে চাই :)

২| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:০২

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতায় নৈরাশ্যবাদ। অদ্ভুতদর্শন পৃথিবী! অথচ হতে পারত ফুলে ফুলে ওড়া জীবনের চিঠি। চিঠির জন্য খাম, খামের জন্য চিঠি নয়।

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৪৭

এস আই সুমন বলেছেন: ভালো বলেছেন ! তবে আমার লজিকটা অন্য রকম নৈরাশ্য আছে বলেই চাওয়া পাওয়ার আনন্দটা মধুময় হয়। আমাদের দর্শন যদি ছেদ তৈরি করতে না পারে তবে ভাবনাগুলো লবনহীন তরকারী হবে বৈকি। নৈরাশ্যকে জয় করে সব ভালোবাসা একদিন খামবন্দি হবে আর ভালোবাসা হবে মোহনীয়।

ভালো থাকবেন, আপনার মন্তব্যের ধার আমাকে অনুপ্রাণিত করবে।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি আমার ভাল লেগেছে। চমৎকার লিখেছেন।ধন্যবাদ। প্রতি উত্তর পড়লাম। ভাল বলেছেন। দারুণ প্রতিক্রিয়া। এভাবেই লিখুন।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:০৩

বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার!! :)

২২ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৪

এস আই সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকে,
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.