![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের আমি তৈরি নৌকা
গড়েছি দিয়ে সুর,
উজান গাঙে ভাসিয়ে দিলাম
যাব বহুদূর।
জীবন নামের নদীপথে
হচ্ছি অগ্রসর,
কখনও পুড়ছি রোদ্রতাপে
কখনও বা বৃষ্টি-ঝড়।
পেরিয়ে এলাম কতটা বাঁক
কতটা পথ-বিল,
সবার সাথে আমার কথার
অনেকটাই অমিল।
চলতে পথে হারিয়েছি
নিজের মনের সুখ,
সুখ ভেবে মনের মাঝে
জমিয়েছি দুখ।
ভাবতে ভাবতে আমার তবে
হয়েছে মতিভ্রম,
এরই মাঝে অনেকটা পথ
করেছি অতিক্রম।
সুখের নেশায় মাতাল হয়ে
হারিয়েছি দিক বেদিক,
জীবন যুদ্ধে হেরে যাব
পরাজিত সৈনিক।
[পোষ্টটি প্রাণবন্ত করতে ছবি :-google.com থেকে নেওয়া।
লেখাটা কিছুদিন আগের,এক বড়ভাই এর উপদেশ সাপেক্ষে লেখাটা এলাকার পত্রিকা "দৈনিক দৃষ্টিপাত" এ প্রকাশের জন্য পাঠিয়ে ছিলাম।
এবং লেখাটা প্রকাশ পেয়েছিলো ২৮/৩/২০১৫ -শনিবার,যেহেতু প্রথমবারের মত প্রকাশিত হয়েছিল।
বিষয়টা বড্ড বেশি আহ্লাদিত করেছিল।]
©somewhere in net ltd.