![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি,সেই ছেলে না!
ছাদে এসে থমকে ছিলে,
তমার ঠোটে লেপ্টে ছিলাম।
এখন বড় হয়েছো বেশ!
জীবন পুথি পড়তে পারো,
এই বয়সে এক আধটু
আবেগ,আবির ছড়াছড়ি।
সেদিন না হয় বাচ্চা ছেলে,
আমায় নিয়ে সিটকেছিলে।
কত্ত বড় ভদ্র ছেলে,
ছাড়বে অমন কাছে পেলে!
মোহনীয়,ভেলাকি সব।
সময় হলে টের পাবে ঠিক,
আজগুবি সব চিত্রনাট্য
জমবে ভাল বক্স অফিসে।
সময় একটু ঢলে এলে
রইবে পড়ে লোহার পাতি,
থেমোনা ডুড শেখার আছে।
ভচকে গেছে ডায়রিখানা
জাপটে আছে ধূলিকণায়।
স্মৃতির পাতায় দু-এক লাইন,
যদিও আজ কামড়ে বেড়ায়।
আচ্ছা,তুমি সেই ছেলে না!
পাল্টে গেলেও জীবন প্লট,
থেমোনা ডুড শেখার আছে।
২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৪৭
এস আই সুমন বলেছেন: আপনার মন্তব্যে আহ্লাদিত হলাম।
ধন্যবাদ,
পাশে থাকবেন।
২| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৫৮
রক্তিম দিগন্ত বলেছেন:
জীবনের দৃশ্যপট পাল্টাবেই। তাই বলে তো নিজে বদলে গেলে চলবে না। নিজেকে সেই আগের মানুষটা হয়েই থাকতে হবে।
বেশ লাগলো কবিতা। +
৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০৫
এস আই সুমন বলেছেন: মন্তব্যে আপনার উপস্থিতিতে বেশ ভাল লাগলো।
আসলে সময় চলে যায় স্রোতের অনুকূলে।সময়ের সাথে তাল মিলিয়ে , নিজের অস্তিত্ব ঠিক রেখে তার থেকে অক্সিজেন নেয়া উচিৎ
ভাল ভাবে বেচে থাকার মূল উপকরণ হিসাবে।
যেহেতু পোড়া কয়লাই বেশ লাভজনক।
যাইহোক, শুভেচ্ছা রইল
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন