নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রফেশনাল কোন লেখক/কবি নই,লিখতে ভাল লাগে তাই লিখি।

এস আই সুমন

যাচ্ছে তাই

এস আই সুমন › বিস্তারিত পোস্টঃ

মানুষখেকো!!

১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৬


আমি সব পারি,
ঘোর অমাবশ্যায় লন্ঠনটা মৃদু হলেও জ্বেলে দিতে।
আবার ইচ্ছে হলেই নিভিয়ে দিতে,
আমি মানুষখেকো,
তবে রক্ত খাইনা, বিবেক আমার ভীষণ প্রিয়,
তুই বুঝবি সেটা! তবে বনের শিয়াল বুঝবে ঠিকই,
সেতো নিত্য তোকে তেড়ে বেড়ায়।
তোরা নাকি মানুষ জাতি!
আলাদা এক গন্ধ বুঝিস,
যেটা আমার ঘুম কেড়ে নেয়।
তোদের এত বিবেদ কেন, কেনই করিস শ্রেণিবিভাগ।
জানিস! আমিও ছিলাম তোদের মত,
আবেগ ছিল হাতের মুঠোয়,
যেটা খামচে মজা পেতাম।
সারাটাদিন কাদা জলে বিবেকটাকে সঙ্গে পেলে,
আমি লোভী ভীষণ, মানুষ নইতো,মানূষখেকো।
হঠাৎ একদিন বিবেকটাকেই পেটের টানে সেধে নিলাম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০১

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: ভালো লাগলো-
"তবে রক্ত খাইনা, বিবেক আমার ভীষণ প্রিয়"

১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১:২৯

এস আই সুমন বলেছেন: ব্যাপারটা হচ্ছে রক্ত পদার্থে তরল,
আর তরল পান যোগ্য,
যাইহোক,মন্তব্যে আপনার উপস্থিতিতে পুলকিত হইলাম।
ভাল থাকবেন,আশা করি পাশেও থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.