![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন স্বাদ নেই,
গন্ধ নেই,
নিরলস ছুটে চলা।
কোন মায়া নেই,
হায়া নেই,
হয়েছি উদয় কোন
গোধূলীবেলা।
পেয়েছি মৃদু সুখ
জ্বলন্ত শিখায়,
বাহ্যিক কোন সুখ
টানেনি আমায়,
তবে কি অগ্নিখিলাড়ি!
ভেঙেছিল স্বপ্ন কোন
শব্দে হুড়মুড়ে,
আবেগের কাটা কবে
ফেলেছেনু ছুড়ে।
আমি সেই,
কোন অনুভূতি নেই।
আমি অদ্ভূত,কিম্ভূতকিমাকার।
বেসুরা, বেমানান
কোকিলটা বনে যাবে
ভারি হবে মান।
আমি সেই,
ফুল শুধু কাটা দেই,
নেই কোন শান,
কদাকার, বেসুরা আমি
গাইনিযে গান।
নিস্তব্ধ অবয়ব,
নেই কোন ঘ্রাণ,
সেই আমি সেই
যেখানে আজ কোন
করতালি নেই।
অগ্নিখিলাড়ি আমি
নিশ্চুপ আজ,
সমাজটা রসাতলে
খুলিনিযে ভাজ।
বলেছি আগেই
আমি সেই,
কোন স্বাদ নেই,গন্ধ নেই
মুছে গেলে দিনগুলি
স্মৃতিচিহ্ন নেই।
১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১২
এস আই সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকে,
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:৩০
ভ্রমরের ডানা বলেছেন: ভাল কবিতা!