নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের পুজারী

শাকিল আহমেদ ইবনে আলী

(facebook.com/skilalis) (facebook.com/skilali2) (facebook.com/skilali1) (twitter.com/skilalis) (plus.google.com/+skilalis) (youtube.com/c/skilalis)

শাকিল আহমেদ ইবনে আলী › বিস্তারিত পোস্টঃ

ইমাম আবু হানিফা রহ. এর অমিয় বানী

২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩২

ইমাম আবু হানিফা রহ. এর অমিয় বানী

২১. এক ব্যক্তি ইমাম সাহেবকে হযরত আলী রা. ও হযরত মুয়াবিয়া রা. এর পরষ্পর মতানৈক্য এবং তাদের মধ্যকার 'সিফফীন যুদ্ধে' নিহিত ব্যক্তিদের ব্যাপারে জিজ্ঞেস করল । তিনি উত্তরে বল্লেন , যখন আল্লাহ তাআলা আমাকে নিজের সামনে দাঁর করাবেন তখন আমাকে তাদের ব্যাপারে কোন প্রশ্ন করবেন না ।হাঁ, যেসব বিষয়ের দ্বায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে সেগুলোর ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে । তাই সেসব বিষয়ে লিপ্ত থাকাটাই আমি পছন্দ করি ।[যেগুলোর ব্যাপারে কেয়ামতের দিন আমাকে প্রশ্ন করা হবে ।]

২২.ইমাম আবু হানিফা রহ. বলেন ,আমি ওই সব লোকদের ব্যাপারে খুবই বিস্বয় বোধ করি , যারা দীনের ব্যাপারে অনুমান-আন্দায করে কথা বলে দেয় ।

২৩. ইমাম আবু হানিফা রহ. বলেন , যে ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যে ইলম শিখে সে ইলমের বরকত থেকে বঞ্চিত হয় । ইলমের গভিরতা সে লাভ করতে পারে না এবং আল্লাহর সৃষ্টিজগৎ তার ইলম দ্বারা উপকৃতও হয় না । আর যে দীনের উদ্দেশ্যে ইলম অর্জন করে, ইলমের বরকত সে লাভ করতে পারে । ইলমের গভিরতা ও পরিপক্বতা সে লাভ করতে পারে । আর ইলম অন্বেষণকারীরাও তার ইলম দ্বারা উপকৃত হয় ।

২৪. একবার ইমাম সাহেব রহ. বিখ্যাত বুজুর্গ হযরত ইবরাহীম ইবনে ইদহাম রহ. কে বললেন , হে ইবরাহীম! আপনার তো ইবাদাতের বিরাট অংশ নসীব হয়েছে । আপনি ইলমের প্রতিও লক্ষ্য রাখুন । কেননা ইলমেদীন হলো ইবাদাতের বুনিয়াদ বা ভিত্তি । আর ইলমেদঅন দ্বারা দীন ও দুনিয়ার সকল বিষয় সঠিক পন্থায় পরিচালিত হয় ।

২৫. ইমাম আবু হানিফা রহ. বলেন , যে ব্যাক্তি হাদীস পড়ে কিন্তু তার অর্থ বুঝে না সে হল ঐ ব্যাক্তির ন্যায় যে বহু ঔষুধ নিজের কাছে জমা রেখেছে । কিন্তু সেগুলোর ব্যাবহার প্রক্রিয়ার ব্যাপারে সে যথাযথ অবগত নয় ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:



এখনকার ২য় শ্রেণী পড়া একজন লোক, তখনকার দিনের পন্ডিতের চেয়ে ভালো বুঝেন, ও জানেন।

২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:২৩

শাকিল আহমেদ ইবনে আলী বলেছেন: পাগলের প্রলাপ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.