![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ম্যাডাম, আমার গরম লাগে
চোখ পুড়ে যায়, ঠোঁট ক্ষয়ে যায়
কপালটা যে কোথায় রাখি
তুমি কি আগুন চিবাও নাকি?
নাকি, পিরিত করো রোদের সঙ্গে
আমার যে আগুন জ্বলে অঙ্গে অঙ্গে
এমনি তো চোত পোড়ালো
বোশেখটার দেহ-মনে...
আমি ইচ্ছে করেই এক বোবা সুন্দরীর
প্রেমে পড়েছিলাম
আমার তখন সুন্দরের খুব প্রয়োজন ছিলো
কথার কোনো প্রয়োজন ছিলো না
আমি প্রকৃতির বুকে অনেক ঘুমিয়েছি
সবচেয়ে দীর্ঘ পথ হেঁটেছি, বৃক্ষের ছায়ায়
গোলাপের বুক থেকে প্রকাশ্যে কুড়িয়েছি...
এমন নিখুঁত পতাকার মাপে, মানচিত্রের মাপে
আশ্চর্য চশমা আমি দেখিনি কোনোদিন
পিতা, তোমার চশমাটি ঘিরে এক অদ্ভুদ লোভ
ইদানিং লোভাতুর হতে প্রলুব্ধ করছে আমাকে
ওটি আমার চাই-ই, চাই
আমার এ সামান্য চোখে কি বিশাল...
আমার নাম কি মনে আছে?
আমার ঠিকানা কোথায় রেখেছেন লিখে
অনেক কষ্টে এখনও আছি-জন্মভিটে...
©somewhere in net ltd.